কৈলাসটিলা গ্যাসক্ষেত্র
কৈলাসটিলা গ্যাসক্ষেত্র | |
---|---|
দেশ | বাংলাদেশ |
অঞ্চল | সিলেট জেলা |
সমুদ্রতীরাতিক্রান্ত/ডাঙাবর্তী | ডাঙাবর্তী |
পরিচালক | সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড |
ক্ষেত্রের ইতিহাস | |
আবিষ্কার | ১৯৬২ |
উৎপাদন সূচনা | ১৯৮৩ |
কৈলাসটিলা গ্যাসক্ষেত্র সিলেট বিভাগে অবস্থিত একটি গ্যাসক্ষেত্র। সবোর্চ্চ মজুদের দিক থেকে বাংলাদেশে চতুর্থ অবস্থানে রয়েছে কৈলাসটিলা গ্যাসক্ষেত্র। এখানে আছে দুই হাজার ৮৮০ বিসিএফ।[১] ১৯৬২ সালে কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়। এটি থেকে ১৯৮৩ সালে গ্যাস উৎপাদন শুরু হয়।
এই গ্যাসক্ষেত্রটি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এই গ্যাসক্ষেত্রটি বিয়ানীবাজার গ্যাসক্ষেত্র থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে এ গ্যাসক্ষেত্রের অধীনে ৭টি কূপ রয়েছে। ২০১২ সালে এই গ্যাসক্ষেত্রে তেলের মজুদের সন্ধ্যান পাওয়া যায়।[২] ২০১২ সালে, বাপেক্স একটি ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ পরিচালনা করে, যার মাধ্যমে বাপেক্স কৈলাশটিলা এবং হরিপুরে প্রায় ১৩৭ মিলিয়ন ব্যারেল তেলের মজুদ খুঁজে পায়; যার মধ্যে কৈলাশিলায় ১০৯ মিলিয়ন ব্যারেল এবং হরিপুরে অবশিষ্ট ২৮ মিলিয়ন ব্যারেল তেল পাওয়া যায়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ৫ বছরে গ্যাস সঙ্কট আরো ঘনীভূত হবে
- ↑ "তেল পাওয়া গেছে দুটি গ্যাসক্ষেত্রে"। বিবিসি বাংলা। ২০ মে ২০১২। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৮।