স্বপন সাধন বসু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্বপন সাধন বসু
জন্ম (1948-01-23) ২৩ জানুয়ারি ১৯৪৮ (বয়স ৭৬)
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামটুটু বোস
মাতৃশিক্ষায়তনসেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা, কলকাতা বিশ্ববিদ্যালয়
পেশাBusinessman

স্বপন সাধন বসু, টুটু বোস নামেও পরিচিত (জন্ম ২৩ জানুয়ারী ১৯৪৮), হলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্বকারী ভারতের সংসদ সদস্য ছিলেন।

এছাড়াও তিনি মোহনবাগান এসি- এর সভাপতি, [১] এবং ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) ক্লাব টাস্ক ফোর্সের সদস্য।[২]

তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বি.কম এবং এলএলবি সম্পন্ন করেন।[৩]

ব্যবসায়িক স্বার্থ[সম্পাদনা]

স্বপন সাধন বোস কার্গো-হ্যান্ডলিং রিপলি অ্যান্ড কো-এর মালিক যার ২০০৮-০৯ সালে ৩ বিলিয়ন টার্নওভার ছিল। দুবাইতে, যেখানে বোস এখন তার অর্ধেকেরও বেশি সময় ব্যয় করেন, তিনি রেডিও এশিয়া নেটওয়ার্ক এবং ডলফিন রেকর্ডিং স্টুডিও পরিচালনা করেন। রেডিও নেটওয়ার্ক — মালয়ালম ভাষায় রেডিও এশিয়া (এএম), হিন্দি/উর্দুতে সুনো ১০২৪ (এফএম) এবং মালয়ালম ও তামিল ভাষায় সুপার ৯৪৭ (এফএম) — পশ্চিম এশিয়ার ভারতীয়দের কাছে পৌঁছায়। যদিও মিডিয়ার প্রতি আগ্রহ নতুন নয়। ১৯৯২ সালের আগস্ট মাসে সংবাদ প্রতিদিন পত্রিকার মাধ্যমে তিনি তার ব্যবসায়িক স্বার্থে বৈচিত্র্য আনেন। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে, তিনি দ্য এশিয়ান এজ- এর কলকাতা সংস্করণ চালু করেন, যেটি বিজয় মাল্যের কাছে ৭৪ শতাংশ শেয়ার বিক্রি করে দশকের শেষের দিকে তিনি প্রস্থান করেন।

রাজনৈতিক অন্তর্ভুক্তি[সম্পাদনা]

তার প্রারম্ভিক বছরগুলিতে, বসু ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল এবং প্রয়াত জ্যোতি বসুর পুত্র চন্দন বসুর সাথে কিছু ব্যবসায়িক সম্পর্ক ছিল বলে জানা যায়। সেই সময়েই বোস রাষ্ট্রীয় মালিকানাধীন নিরাময় পলিক্লিনিকের (বর্তমানে AMRI) ৭৪ শতাংশ অংশীদারিত্ব অর্জন করেছিলেন এসকে টোডির সাথে, যা তার বাম ঝোঁকের জন্যও পরিচিত। এটি কনসোর্টিয়ামকে ইজারা দেওয়া হয়েছিল। পরে, ১৯৯৬ সালে বোস ইমামির কাছে তার শেয়ার বিক্রি করেন।[৪]

বোস ২০০০ সালের গোড়ার দিকে তৃণমূল কংগ্রেসে তার রাজনৈতিক অনুষঙ্গ পরিবর্তন করেন। ২০০৫ সালে, তিনি সংসদ সদস্য হন। তাঁর ছেলে সৃঞ্জয় বোস ২০১১ সালে তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভায় তাঁর জায়গা নেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Office Bearers Fan Site of mohun Bagan AC MBC.Com – Premiere Fan site of Mohun Bagan AC" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৯ 
  2. "Press Release from Mohun Bagan president"Mohun Bagan। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৪ 
  3. "St. Xavier's College, Calcutta alumni"The Times of India 
  4. Pranesh Sarkar and Sambit Saha। "How state watched its stake decline and lost the steering"The Telegraph। ১৭ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১১ 
  5. "Website of Shri Srinjoy Bose Member of Parliament"Rajya Sabha 

বহিঃসংযোগ[সম্পাদনা]