মোহনবাগান ক্রিকেট দল
লীগ | সিএবি প্রথম ডিভিশন লিগ |
---|---|
সংঘ | ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল |
কর্মীবৃন্দ | |
মালিক | মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব |
দলীয় তথ্য | |
শহর | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
রঙ | সবুজ মেরুন |
প্রতিষ্ঠাকাল | ১৯২২[১] |
স্বাগতিক ভেন্যু | ইডেন গার্ডেন্স |
ধারণক্ষমতা | ৬৮০০০[২] |
ইতিহাস | |
সিএবি প্রথম ডিভিশন লিগ জয় | ২৭[৩] |
সিএবি সিনিয়র নকআউট জয় | ৩২[৩] |
সিএবি সুপার লিগ জয় | ২[৩] |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট |
মোহনবাগান ক্রিকেট দল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব-এর ক্রিকেট শাখা হিসেবে ১৯২২ খ্রিস্টাব্দ থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর[৪] নথিভুক্ত ক্লাব হিসেবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্টগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করে।
বর্তমান দল[সম্পাদনা]
অক্টোবর ২০২০-তে প্রাপ্ত তথ্য[৫] অনুযায়ী
নাম | জন্মদিবস | ব্যাটিং | বোলিং |
---|---|---|---|
ব্যাটসম্যান | |||
মনোজ তিওয়ারি | ১৪ নভেম্বর ১৯৮৫ | ডানহাতি | ডানহাতি স্পিনার |
সুমন্ত গুপ্ত | ৯ ফেব্রুয়ারি ১৯৯১ | ডানহাতি | ডানহাতি স্পিনার |
সুদীপ চ্যাটার্জী | ১১ নভেম্বর ১৯৯১ | বাঁহাতি | ডানহাতি স্পিনার |
অরিন্দম ঘোষ | ৩০ এপ্রিল ১৯৮৪ | ডানহাতি | ডানহাতি স্পিনার |
রাকেশ কৃষ্ণন | ২৩ জুন ১৯৮৩ | বাঁহাতি | – |
আর্যসেনা লাহিড়ী | ১৫ মে ২০০১ | ডানহাতি | ডানহাতি স্পিনার |
জয়জিৎ বসু | ১৪ সেপ্টেম্বর ১৯৮৯ | ডানহাতি | – |
ঋত্বিক চ্যাটার্জী | ২৮ সেপ্টেম্বর ১৯৯২ | ডানহাতি | ডানহাতি স্পিনার |
উইকেটকিপার | |||
বিবেক সিং | ১ নভেম্বর ১৯৯৩ | বাঁহাতি | ডানহাতি পেসার |
দেবব্রত দাস | ২২ সেপ্টেম্বর ১৯৯৩ | ডানহাতি | – |
বোলার | |||
মহম্মদ শামি | ৯ মার্চ ১৯৯০ | ডানহাতি | ডানহাতি পেসার |
জয়ন্ত দাস | ২৪ আগস্ট ১৯৯৯ | – | বাঁহাতি স্পিনার |
তুরাকা ক্রান্তি | ৭ নভেম্বর ১৯৯৯ | – | ডানহাতি পেসার |
তুহিন ব্যানার্জী | ১১ সেপ্টেম্বর ১৯৯২ | বাঁহাতি | বাঁহাতি স্পিনার |
কুমার শ্যাম যাদব | ১২ নভেম্বর ১৯৯৯ | ডানহাতি | ডানহাতি পেসার |
সৌরভ মণ্ডল | ৫ নভেম্বর ১৯৮৪ | বাঁহাতি | বাঁহাতি পেসার |
অয়ন ভট্টাচার্য | ১৭ জুলাই ১৯৯১ | বাঁহাতি | ডানহাতি পেসার |
রাজকুমার পাল | ১২ ডিসেম্বর ১৯৮৩ | বাঁহাতি | বাঁহাতি স্পিনার |
সায়ন মণ্ডল | ১০ নভেম্বর ১৯৮৯ | বাঁহাতি | ডানহাতি পেসার |
নীলকান্ত দাস | ১২ এপ্রিল ১৯৮৭ | – | ডানহাতি পেসার |
রাহুল শেঠি | ২৭ আগস্ট ১৯৮৮ | ডানহাতি | ডানহাতি পেসার |
প্রীতম চক্রবর্তী | ১০ সেপ্টেম্বর ১৯৯৪ | ডানহাতি | ডানহাতি পেসার |
ভারতীয় জাতীয় দলে সুযোগ পাওয়া খেলোয়াড়[সম্পাদনা]
বর্তমান (২০১৯-২০ মরসুমে) মোহনবাগান ক্রিকেট দলের সদস্য মনোজ তিওয়ারি ইতিপূর্বে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন এবং মহম্মদ শামি বর্তমান ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য।
ট্রফি বিজয়[সম্পাদনা]
সিএবি প্রথম ডিভিশন লিগ[সম্পাদনা]
বিজয়ী (২৭) ১৯৫৩-৫৪, ১৯৫৯-৬০, ১৯৬০ – ৬১, ১৯৬২-৬৩, ১৯৬৩-৬৪, ১৯৬৪-৬৫, ১৯৬৫-৬৬, ১৯৬৬-৬৭, ১৯৬৮-৬৯, ১৯৭০-৭১, ১৯৭৪-৭৫, ১৯৭৫-৭৬, ১৯৭৬-৭৭, ১৯৭৯-৮০, ১৯৮১-৮২, ১৯৮২-৮৩, ১৯৮৪-৮৫, ১৯৮৫-৮৬, ১৯৮৬-৮৭, ১৯৮৭-৮৮, ১৯৮৮-৮৯, ১৯৯৩-৯৪, ১৯৯৫-৯৬, ১৯৯৭-৯৮, ১৯৯৯-০০, ২০০২-০৩, ২০১৭-১৮
সিএবি সুপার লিগ[সম্পাদনা]
বিজয়ী (২) ২০১৫-১৬, ২০১৭-১৮
সিএবি সিনিয়র নকআউট[সম্পাদনা]
বিজয়ী (৩২) ১৯৫২-৫৩, ১৯৫৩-৫৪, ১৯৫৪-৫৫, ১৯৫৫-৫৬, ১৯৫৭-৫৮, ১৯৫৮-৫৯, ১৯৬০-৬১, ১৯৬৩-৬৪, ১৯৬৪-৬৫, ১৯৬৮-৬৯, ১৯৬৯-১৯৭০, ১৯৭৩-৭৪, ১৯৭৫-৭৬, ১৯৭৬-৭৭, ১৯৭৮-৭৯, ১৯৮১-৮২, ১৯৮৩-৮৪, ১৯৮৪-১৯৮৫, ১৯৮৬-৮৭, ১৯৮৮-৮৯, ১৯৮৯-৯০, ১৯৯৩-৯৪, ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬, ১৯৯৮-৯৯, ১৯৯৯-০০, ২০০১-০২, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৮-১৯
এ এন ঘোষ ট্রফি[সম্পাদনা]
বিজয়ী (৮) ১৯৯৩-৯৪, ১৯৯৪-৯৫, ১৯৯৯-০০, ২০০১-০২, ২০০২-০৩, ২০০৯-২০১০, ২০১০-১১, ২০১১-১২
পি সেন ট্রফি[সম্পাদনা]
বিজয়ী (১৯) ১৯৭২-৭৩, ১৯৭৬-৭৭, ১৯৭৯-৮০, ১৯৮১-৮২, ১৯৮২-৮৩, ১৯৮৩-৮৪, ১৯৮৪-৮৫, ১৯৮৬-৮৭, ১৯৮৭-৮৮, ১৯৮৮-৮৯, ১৯৮৯-৯০, ১৯৯০-৯১, ১৯৯২-৯৩, ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬, ১৯৯৮-৯৯, ২০০০-০১, ২০০৮-০৯, ২০১১-১২
জে সি মুখার্জী ট্রফি[সম্পাদনা]
বিজয়ী (২৩) ১৯৮২-৮৩, ১৯৮৪-৮৫, ১৯৮৫-৮৬, ১৯৮৮-৮৯, ১৯৮৯-৯০, ১৯৯০-৯১, ১৯৯১-৯২, ১৯৯২-৯৩, ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬, ১৯৯৬-১৯৯৭, ১৯৯৯-০০, ২০০০-০১, ২০০১-০২, ২০০২-০৩, ২০০৮-০৯, ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৫-১৬, ২০১৭-১৮, ২০১৮-১৯
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Countrywide success – 1920 to 1929"। mohunbaganclub.com। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "স্টেডিয়ামের ধারণক্ষমতা"। iplt20.com। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২০।
- ↑ ক খ গ "Trophy room–Cricket"। themohunbaganac.com। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২০।
- ↑ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল
- ↑ ক্রিকেট দল