সুকিয়াপোখরি
সুকিয়াপোখরি सुके पोखरी | |
---|---|
জনগণনা নগর | |
সুকিয়াপোখরির অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°৫৯′৫৩″ উত্তর ৮৮°১০′০১″ পূর্ব / ২৬.৯৯৮০° উত্তর ৮৮.১৬৬৯° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | দার্জিলিং |
আয়তন | |
• মোট | ০.১২ বর্গকিমি (০.০৫ বর্গমাইল) |
উচ্চতা | ২,১৯৪ মিটার (৭,১৯৮ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪,৪৫০ |
• জনঘনত্ব | ৩৭,০০০/বর্গকিমি (৯৬,০০০/বর্গমাইল) |
ভাষা | |
• দাপ্তরিক | নেপালি[১][২] |
• সহদাপ্তরিক | বাংলা ও ইংরাজী[১] |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭৩৪২২১ |
যানবাহন নিবন্ধন | WB-73, 74 (ডব্লু বি- ৭৩ ও ৭৪) |
ওয়েবসাইট | darjeeling |
শুকিয়াপোখরি(নেপালি: सुके पोखरी, প্রতিবর্ণীকৃত: সুকে পোখরী) ভারতের পূর্বপ্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার অন্তর্গত একটি জনগণনা নগর৷
ভূগোল
[সম্পাদনা]সুকিয়াপোখরি জনগণনা নগরটি দার্জিলিং জেলার জোড়বাংলো-সুকিয়াপোখরি ব্লকের অন্তর্ভুক্ত৷ শহরটি সুকিয়াপোখরি থানার অন্তর্গত৷
জনতত্ত্ব
[সম্পাদনা]২০১১ খ্রিষ্টাব্দের ভারতের জনগণনা অনুসারে সুকিয়াপোখরি জনগণনা নগরের জনসংখ্যা ৪৪৫০ জন, যার মধ্যে ২১৮৪ জন পুরুষ ও ২২৬৬ জন নারী৷ প্রতি হাজার পুরুষে ১০৩৮ জন নারী৷ ৬ বছর অনুর্দ্ধ ৩৬৩ জন শিশু, যা সমগ্র জনসংখ্যার ৮.১৪ %৷ ৬ বছরোর্দ্ধ জনসংখ্যার ৮৯.৩১% অর্থাৎ ৩৬৫০ জন সাক্ষর৷[৩]
ভাষা ও ধর্ম
[সম্পাদনা]ভাষা
[সম্পাদনা]ধর্ম
[সম্পাদনা]জনগণনা নগরটিতে ২৬১৫ জন হিন্দু, ১২৭ জন মুসলিম, ২৩৩ জন খ্রিস্টান, ০ জন শিখ, ১৪৬৪ জন বৌদ্ধ ও ৩ জন জৈন বাস করেন৷
পরিবহন
[সম্পাদনা]শহরটি ঋষি রোডের ওপর অবস্থিত৷ এছাড়া ১২ নং রাজ্য সড়কটিও নিকটস্থ৷ বাগডোগরা বিমানবন্দরটি শহরটির নিকটে অবস্থিত৷ শহরটি থেকে জেলাটির অন্যান্য বিভিন্ন শহরসহ শিলিগুড়ি, দার্জিলিং শহরও সড়কপথে যুক্ত৷ নিকটবর্তী রেলস্টেশনটি হলো ঘুম রেলওয়ে স্টেশন, যা ১১কিমি দূরে মিরিকের দিকে অবস্থিত৷[৬]
পর্যটন
[সম্পাদনা]সুকিয়াপোখরির নিকট গুরাসেই ফরেস্ট রিসর্ট হলো হালে পূর্ব হিমালয়ের সৌন্দর্যস্তম্ভের অন্যতম আকর্ষণ৷ সকাল ও সন্ধ্যাতে স্বর্ণজ্যোতিপূর্ণ সমগ্র কাঞ্চনজঙ্ঘা পর্বতশ্রেণী এই যাত্রীনিবাস থেকে সুদৃৃশ্য৷ হেমলক ও ম্যাগ্নোলিয়া বনে আবৃত, রোডোডেনড্রন গাছের সৌন্দর্য ও বরফাবৃত মেঘে ঢাকা অন্যান্য সুউচ্চ শৃঙ্গের দর্শন এই স্থানটিতে বহু পর্যটক সমাগম ঘটায়৷
এখান থেকে ঘুম, মানেভঞ্জন, সন্দাকফু, ফালুট, সিঙ্গলীলা পর্বতশ্রেণীতে ভ্রমণ ও পর্বতারোহনের সুবন্দোবস্ত আছে৷ হিমালয় গোসাপ দর্শনের জন্য সুকিয়াপোখরি বিখ্যাত৷ এছাড়া এই জায়গা থেকে একসঙ্গে মাউন্ট এভারেস্ট, মাকালু, লোৎসে, কুম্ভকর্ণ, কাঞ্চনজঙ্ঘা, যমলহরী শৃঙ্গগুলি দৃশ্যমান৷
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Fact and Figures"। www.wb.gov.in। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।
- ↑ "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (পিডিএফ)। nclm.nic.in। Ministry of Minority Affairs। পৃষ্ঠা 85। ২৫ মে ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।
- ↑ http://www.census2011.co.in/data/town/306392-sukhiapokhri-west-bengal.html
- ↑ http://www.censusindia.gov.in/2011census/C-16_Town.html
- ↑ "DISTRIBUTION OF THE 22 SCHEDULED LANGUAGES-INDIA/STATES/UNION TERRITORIES - 2011 CENSUS" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬।
- ↑ A Road Guide to Darjiling, map on p. 16, TTK Healthcare Ltd, Publications Division, আইএসবিএন ৮১-৭০৫৩-১৭৩-X.