সিরিয়া জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল
![]() | |||
ডাকনাম | নসুর কাসিউন | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | সিরীয় ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
সাব–কনফেডারেশন | পশ্চিম এশীয় ফুটবল ফেডারেশন | ||
প্রধান কোচ | মার্ক ভোটে | ||
মাঠ | বিভিন্ন | ||
ফিফা কোড | SYR | ||
ওয়েবসাইট | footballsyria | ||
| |||
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ | |||
অংশগ্রহণ | ৪ (২০১৩-এ প্রথম) | ||
সেরা সাফল্য | কোয়ার্টার-ফাইনাল (২০১৩) | ||
এশিয়ান গেমসে | |||
অংশগ্রহণ | ২ (২০০৬-এ প্রথম) | ||
সেরা সাফল্য | কোয়ার্টার-ফাইনাল (২০১৮) | ||
ডাব্লিউএএফএফ অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ | |||
অংশগ্রহণ | ৩ (২০১৫-এ প্রথম) | ||
সেরা সাফল্য | রৌপ্য পদক (২০১৫ |
সিরিয়া জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (যা সিরিয়া অলিম্পিক ফুটবল দল অথবা সংক্ষেপে সিরিয়া অনূর্ধ্ব-২৩ নামে পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সিরিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২৩ দল, যার সকল কার্যক্রম সিরিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সিরীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[১]
নসুর কাসিউন নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত। বর্তমানে এই দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন ওলন্দাজ সাবেক ফুটবল খেলোয়াড় মার্ক ভোটে।[২][৩]
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে সিরিয়া অনূর্ধ্ব-২৩ এপর্যন্ত ৪ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১৩ এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ দলের কাছে ১–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। সিরিয়া অনূর্ধ্ব-২৩ এপর্যন্ত একবারও গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করতে পারেনি। ফিরাস আল খতিব, মাহমুদ আল বাহির, আনাস আল আজি, আলি বাশমানি এবং উমর আল সুমাহের মতো খেলোয়াড়গণ সিরিয়াের অনূর্ধ্ব-২৩ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
প্রতিযোগিতামূলক তথ্য
[সম্পাদনা]গ্রীষ্মকালীন অলিম্পিক
[সম্পাদনা]গ্রীষ্মকালীন অলিম্পিক | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো |
![]() |
অংশগ্রহণ করেনি | |||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() |
উত্তীর্ণ হয়নি | |||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() |
অনির্ধারিত | |||||||
![]() | ||||||||
![]() | ||||||||
মোট | ০/২৭ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ সিরিয়া জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (ইংরেজি)