ইরান জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল
ডাকনাম | মেল্লি ওমিদ দল | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | ইরান ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
সাব–কনফেডারেশন | মধ্য এশীয় ফুটবল অ্যাসোসিয়েশন | ||
প্রধান কোচ | এউরিকো পিনিয়াল | ||
অধিনায়ক | হুসেইন হুসেইনি | ||
মাঠ | আজাদি স্টেডিয়াম | ||
ফিফা কোড | IRN | ||
ওয়েবসাইট | www | ||
| |||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
ইরান ২–১ কুয়েত (কুয়েত সিটি, কুয়েত; ৩ ডিসেম্বর ১৯৭৭) | |||
বৃহত্তম জয় | |||
ইরান ১০–০ আফগানিস্তান (বুসান, দক্ষিণ কোরিয়া; ২৮ সেপ্টেম্বর ২০০২) | |||
বৃহত্তম পরাজয় | |||
ইরান ২–৬ জাপান (তেহরান, ইরান; ৯ ফেব্রুয়ারি ২০০১) | |||
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ | |||
অংশগ্রহণ | ৪ (২০১৩-এ প্রথম) | ||
সেরা সাফল্য | কোয়ার্টার-ফাইনাল (২০১৬) |
ইরান জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (যা ইরান অলিম্পিক ফুটবল দল অথবা সংক্ষেপে ইরান অনূর্ধ্ব-২৩ নামে পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ইরানের প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২৩ দল, যার সকল কার্যক্রম ইরানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইরান ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[১] ১৯৭৭ সালের ৩রা ডিসেম্বর তারিখে, ইরান অনূর্ধ্ব-২৩ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; কুয়েতের কুয়েত সিটিতে অনুষ্ঠিত কুয়েত অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে উক্ত ম্যাচে ইরান অনূর্ধ্ব-২৩ ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।
৭৮,১১৬ ধারণক্ষমতাবিশিষ্ট আজাদি স্টেডিয়ামে মেল্লি ওমিদ দল নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[২] এই দলের প্রধান কার্যালয় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত। বর্তমানে এই দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন পর্তুগিজ সাবেক ফুটবল খেলোয়াড় এউরিকো পিনিয়াল এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন এস্তেগলালের গোলরক্ষক হুসেইন হুসেইনি।[৩][৪]
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে ইরান অনূর্ধ্ব-২৩ এপর্যন্ত ৪ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১৬ এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা জাপান অনূর্ধ্ব-২৩ দলের কাছে ১–৩ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। ইরান অনূর্ধ্ব-২৩ এপর্যন্ত একবারও গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করতে পারেনি। ইমান সাদেগি, মুহাম্মদ খুদাবান্দেলু, আলি করিমি, আরস্লান মুতাহারি এবং আরাশ বোরহানির মতো খেলোয়াড়গণ ইরানের অনূর্ধ্ব-২৩ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
প্রতিযোগিতামূলক তথ্য
[সম্পাদনা]গ্রীষ্মকালীন অলিম্পিক
[সম্পাদনা]গ্রীষ্মকালীন অলিম্পিক | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো |
১৯০০ | অংশগ্রহণ করেনি | |||||||
১৯০৪ | ||||||||
১৯০৮ | ||||||||
১৯১২ | ||||||||
১৯২০ | ||||||||
১৯২৪ | ||||||||
১৯২৮ | ||||||||
১৯৩৬ | ||||||||
১৯৪৮ | ||||||||
১৯৫২ | ||||||||
১৯৫৬ | ||||||||
১৯৬০ | ||||||||
১৯৬৪ | ||||||||
১৯৬৮ | ||||||||
১৯৭২ | ||||||||
১৯৭৬ | ||||||||
১৯৮০ | ||||||||
১৯৮৪ | ||||||||
১৯৮৮ | ||||||||
১৯৯২ | উত্তীর্ণ হয়নি | |||||||
১৯৯৬ | ||||||||
২০০০ | ||||||||
২০০৪ | ||||||||
২০০৮ | ||||||||
২০১২ | ||||||||
২০১৬ | ||||||||
২০২০ | ||||||||
২০২৪ | অনির্ধারিত | |||||||
২০২৮ | ||||||||
২০৩২ | ||||||||
মোট | ০/২৭ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://www.worldfootball.net/teams/iran-u23-h-team/
- ↑ http://www.varzesh3.com/news/1343025/22-%D9%87%D8%B2%D8%A7%D8%B1-%D9%86%D9%81%D8%B1-%D8%A7%D8%B2-%D8%B8%D8%B1%D9%81%DB%8C%D8%AA-%D8%A2%D8%B2%D8%A7%D8%AF%DB%8C-%DA%A9%D9%85-%D8%B4%D8%AF
- ↑ https://int.soccerway.com/teams/iran/iran-u23/17235/
- ↑ https://www.transfermarkt.com/iran-u23/startseite/verein/32341
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ ইরান জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (ইংরেজি)