সার্পাং জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সার্পাং জেলা ভুটানের ২০টি জেলার একটি জেলা। এটি ভুটানের জনবহুল জেলাগুলোর একটি। এটি গেইলেগফুং নামেও পরিচিত।

ইতিহাস[সম্পাদনা]

২০০৭ সালের ২৬ এপ্রিল লামোজিংখা ডুংখাগ (উপজেলা) আনুষ্ঠানিকভাবে সারপাং জেলা থেকে দাগানা জেলায় হস্তান্তরিত হয়।[১] প্রভাবিত তিনটি গিয়োগ (লামোজিংখা, ডিওরালি ও নিচুলা বা জিনচুলা এবং লামোজিংখা শহর), যেগুলো সারপাং জেলার সর্ব-পশ্চিমাংশে গঠিত ছিল; বর্তমানে সেগুলো দাগানা জেলার সর্ব-দক্ষিণাংশে গঠিত।[২]

ভূগোল[সম্পাদনা]

সার্পাং জেলার আয়তন ১,৯৪৬ বর্গকিলোমিটার। এর পূর্বে ঝেমগাং জেলা, উত্তরে ত্রোংসা জেলা, পশ্চিমে ওয়াংদুয়ে ফ্রোদাং, সিরাং ও দাগানা জেলা এবং দক্ষিণ আন্তর্জাতিক সীমানা, সীমান্তের উপারে ভারতের আসাম রাজ্য।

ভাষা[সম্পাদনা]

সার্পাং জেলার আধিপত্যবাদী ভাষা নেপালি, ভিন্ন-ভিন্ন লৌতশম্পা সম্প্রদায় দ্বারা কথিত একটি ইন্দো-ইউরোপীয় ভাষা। জেলার উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে পূর্ব বদিশ খেং ভাষাও কথা বলে।

প্রশাসনিক বিন্যাস[সম্পাদনা]

সার্পাং জেলা ১২টি গিয়োগে বিভক্ত;

  • চুজাগং গিয়োগ
  • চুদজোম গিয়োগ
  • দেকিলিং গিয়োগ
  • গেকিলিং গিয়োগ
  • জেলেফু গিয়োগ
  • জিগমেচোলিং গিয়োগ
  • সামতেনলিং গিয়োগ
  • সেঙ্গহে গিয়োগ
  • সেরঝং গিয়োগ
  • শোম্পাংখা গিয়োগ
  • তারেয়থং গিয়োগ
  • উমলিং গিয়োগ

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sarpang Dzongkhag Administration online – "Handing-Taking""Wayback Machine Internet Archive। ২০০৮-০৩-১৯। ২০০৮-০৩-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০১-২৩  |work= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. "Sarpang Dzongkhag Ninth Plan (2002-2000007)" (PDF) [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]