বিষয়বস্তুতে চলুন

সানাউল্লাহ অমৃতসরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সানাউল্লাহ অমৃতসরী
উপাধিশায়খুল ইসলাম, মাওলানা, শেরে পাঞ্জাব[]
ব্যক্তিগত তথ্য
জন্ম১২ জুন ১৮৬৮
মৃত্যু১৫ মার্চ ১৯৪৮(1948-03-15) (বয়স ৭৯)
ধর্মসুন্নি ইসলাম
জাতিসত্তাপাঞ্জাবি
অঞ্চলঅমৃতসর, পাঞ্জাব, ব্রিটিশ ভারত
আখ্যাআহলে হাদিস
ধর্মীয় মতবিশ্বাসআছারি
যেখানের শিক্ষার্থী
এর প্রতিষ্ঠাতাজমিয়ত উলামায়ে হিন্দ

আবুল ওয়াফা সানাউল্লাহ অমৃতসরী (১২ জুন ১৮৬৮ - ১৫ মার্চ ১৯৪৮) ছিলেন একজন ব্রিটিশ ভারতীয় পরবর্তিতে পাকিস্তানি, মুসলিম পন্ডিত ও আহলে হাদিস আন্দোলনের একজন নেতৃস্থানীয় ব্যক্তি যিনি পাঞ্জাব নগরীর অমৃতসরে সক্রিয় ছিলেন। তিনি মাজাহির উলুম সাহারানপুরদারুল উলুম দেওবন্দের ছাত্র ছিলেন। তিনি মির্জা গোলাম আহমদ এবং কাদিয়ানি আন্দোলনের অন্যতম প্রতিপক্ষ ছিলেন। তিনি ১৯০৬ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সর্বভারতীয় জামাতে আহলে হাদিসের সাধারণ সম্পাদক ও আহলে হাদিস নামক একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন।

সানাউল্লাহ অমৃতসরের পূর্বপুরুষগণ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার অন্তর্গত দরু শাহাবাদ শহরের বাসিন্দা ছিলেন। তার পিতা অমৃতসরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন যেখানে অমৃতসর ১৮৬৮ সালে জন্মগ্রহণ করেন। [] তিনি অমৃতসরে অবস্থিত তাইবুল ইসলামে মাদ্রাসায় লেখাপড়া শেষ করে, [] ওয়াজিরাবাদে আব্দুল মান্নান ওয়াজিরাবাদির সাথে হাদিস অধ্যয়ন করেন। [] তারপর তিনি সাইয়েদ নাজির হুসাইনের সাথে দিল্লীতে লেখাপড়া করেন। [][] তিনি উচ্চতর শিক্ষা লাভের উদ্দেশ্যে মাজাহির উলুমে ভর্তি হন এবং তারপর দারুল উলুম দেওবন্দে তার উচ্চ শিক্ষা সমাপ্ত করেন যেখানে তিনি শিক্ষক মাহমুদ হাসান দেওবন্দি সান্নিধ্য লাভ করেন। [][][] তিনি যুক্তি, দর্শন এবং ফিকহ অধ্যয়নের উদ্দেশ্যে দেওবন্দ শিক্ষায়তনে ১৮৯০ সালে যোগ দেন। [] পরবর্তীকালে তিনি কানপুরে ফাইজ-এ-আম মাদ্রাসায় আহমদ হাসানের অধীনে লেখাপড়া করেন। []

অমৃতসরী ১৮৯৩ সালে অমৃতসরে নিজের মাদ্রাসা, তাইবুল ইসলাম মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে পেশাজীবন শুরু করেন এবং তিনি সেখানে দারসে নিজামি পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান করতেন। [] এরপর তিনি মালেরকোটলা রাজ্যে ইসলামিয়া মাদ্রাসার পরিচালক পদে পদায়িত হন। [] তিনি বিতর্কে সংযুক্ত হন এবং আর্য সমাজ ও বিশেষ করে আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে তর্ক করা শুরু করেন। [] ১৯০৩ সালে তিনি আহলে হাদিস প্রেস প্রতিষ্ঠা করেন এবং আহলে হাদিস নামে একটি সাপ্তাহিক প্রকাশ করতে থাকেন যেটি ৪৪ বছর ধরে সচল ছিল। [] তিনি আহলে হাদিস আন্দোলনের একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন এবং ১৯০৬ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সর্বভারতীয় জামাতে আহলে হাদিসের সাধারণ সম্পাদক ছিলেন। [১০][১১] তিনি জমিয়ত উলামায়ে হিন্দের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। তিনি জুনুদ-এ-রাব্বানিয়ার মেজর জেনারেল ছিলেন। [] তিনি আঞ্জুমান আহলে হাদিস পাঞ্জাবের সভাপতি ছিলেন। [১২] ইসলামের প্রতি তাঁর অবদানের জন্য তাঁকে শেরে পাঞ্জাব উপাধি প্রদান করা হয়। []

১৯৪৭ সালে ভারত ভাগের পর অমৃতসর পাকিস্তানের গুজরানওয়ালা শহরে চলে যান এবং ১৫ মার্চ ১৯৪৮ সালে সারগোধায় মৃত্যুবরণ করেন। []

সাহিত্য কর্ম

[সম্পাদনা]

অমৃতসর অধিকাংশ পুস্তিকা ও বই রচনা করেছেন মির্জা গোলাম আহমদের বিরোধিতা করে। [১৩] সৈয়দ মেহবুব রিজভী তাফসিরুল কুরআন বি-কালাম আল-রহমান, তাফসিরে সানাই এবং তাকাবুল-এ-সালাসাকে অমৃতসরের লেখা গুরুত্বপূর্ণ বই হিসেবে উল্লেখ করেছেন। []

ইসলাম ধর্মের নবী মুহাম্মদকে ব্যঙ্গ করে লেখা রঙ্গিলা রসুল বইয়ের প্রতিউত্তরে তিনি মুকাদ্দাস রসুল বই রচনা করেন। [১৪] এছাড়া সত্যার্থ প্রকাশের উত্তরে তিনি হক প্রকাশ বইটি লেখেন।

উত্তরাধিকার

[সম্পাদনা]
  • ফজলুর রহমান বিন মুহাম্মদ কর্তৃক লেখা হজরত মওলানা সানাউল্লাহ অমৃতসর।[১৫]
  • আবদুল মজিদ সহদ্রি কর্তৃক লিখিত সিরাত সানাই।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Biography of Shaykh Al-Islam Thanaullah Amritsari"Umm-ul-Qura Publications। ৩ এপ্রিল ২০১৭। ১৫ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. Ahmad 2019, পৃ. 89।
  3. Tijarwi 2020, পৃ. 59।
  4. Adrawi 2016, পৃ. 66।
  5. Adil Hussain Khan (২০১৫)। From Sufism to Ahmadiyya: A Muslim Minority Movement in South Asia। Indiana University Press। পৃষ্ঠা 31। আইএসবিএন 978-0253015297 
  6. দেওবন্দি, মুহাম্মদ মিয়া দেওবন্দি। "Sanaullah Molvi"। Silk Letters Movement (পিডিএফ)। Muhammadullah Qasmi কর্তৃক অনূদিত। দারুল উলুম দেওবন্দ: Shaikhul Hind Academy। পৃষ্ঠা 208। ১২ আগস্ট ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০ 
  7. Rizwi 1981, পৃ. 45-46।
  8. Ahmad 2019, পৃ. 90।
  9. Ahmad 2019, পৃ. 90-91।
  10. Jaffrelot, Christophe; Louer, Laurence (২০১৮-০১-১৫)। Pan-Islamic Connections: Transnational Networks Between South Asia and the Gulf (ইংরেজি ভাষায়)। Oxford University Pressআইএসবিএন 978-0-19-091160-7 
  11. "Markazi Jamiat Ahle Hadees Hind"। ২০১৭-১০-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  12. Deobandi, Syed Muhammad Miyan। "Sanaullah Molvi"। Silk Letters Movement (পিডিএফ)। Muhammadullah Qasmi কর্তৃক অনূদিত। Darul Uloom Deoband: Shaikhul Hind Academy। পৃষ্ঠা 208। ১২ আগস্ট ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০ 
  13. Hamid Naseem Rafiabadi (২০০৭)। Challenges to Religions and Islam: A Study of Muslim Movements, Personalities, Issues and Trends। Sarup & Sons। পৃষ্ঠা 987। আইএসবিএন 978-81-7625-732-9 
  14. "Muqaddas Rasool SanaUllah Amritsari Urdu Book"dokumen.tips (উজবেক ভাষায়)। ২০২৩-০৪-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৩ 
  15. Faz̤lurraḥmān bin Muḥammad. (১১ ফেব্রুয়ারি ১৯৮৮)। "Hazrat Maulana Sanaullah Amritsari."। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা – Hathi Trust-এর মাধ্যমে।