লুৎফর হাসান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লুৎফর হাসান
জন্ম(১৯৭৯-০২-১৬)১৬ ফেব্রুয়ারি ১৯৭৯
নবগ্রাম, গোপালপুর, টাঙ্গাইল, বাংলাদেশ
পেশা
জাতীয়তাবাংলাদেশি

লুৎফর হাসান একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী[১], গীতিকার, সুরকার[২]লেখক[৩]। তিনি ১৯৭৯ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। সোমেশ্বর অলির লেখা 'ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো' শিরোনামের একটি গান গেয়ে জনপ্রিয়তা পান লুৎফর হাসান। গানটি গাওয়ার পাশাপাশি সুরারোপও করেন তিনি।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

১৯৭৯ সালে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় জন্মগ্রহণ করেন লুৎফর হাসান।তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

সঙ্গীত জীবন[সম্পাদনা]

লেখা, সুর ও কণ্ঠ দেওয়া মিলিয়ে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ছয় শতাধিক গানে কাজ করেছেন লুৎফর হাসান। তার গাওয়া গানগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো 'ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো'। এই নামেই ২০১১ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম। এ ছাড়া লুৎফর হাসানের গাওয়া 'আমার আকাশ পুরোটাই', 'বন্ধু তোমার ছুটি মেলে না', 'যদি কান্না কান্না লাগে', 'আয়না দিয়ে ঘর বেঁধেছি'[৪], 'খরচাপাতির গান'[৫] ও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সব মিলিয়ে তার একক অ্যালবাম সাতটি। মিক্সড অ্যালবাম ৫০ এর অধিক। ২০০৩ সালে গানের কথা লিখে শুরু করা সঙ্গীত জীবনে তিনি কাজ করেছেন আজম খান, সঞ্জীব চৌধুরী, বাপ্পা মজুমদার, সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, শাকিলা জাফর এবং অনেকের সাথে। কাজ করেছেন অবসকিউর থেকে শুরু করে নানান ব্যান্ডের সাথেও। মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশনে কাজ করেছেন আইয়ুব বাচ্চুর সাথে। এ ছাড়া আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, আবু হাসান শাহরিয়ার, আলফ্রেড খোকন, মারজুক রাসেল, লতিফুল ইসলাম শিবলী, জুলফিকার রাসেল, কবির বকুল, সোমেশ্বর অলি, সেজুল হোসেন, সাদাত হোসাইন ও আখতারুজ্জামান আজাদসহ অনেক কবি লেখকের সঙ্গেও কাজ করেছেন লুৎফর হাসান।

লেখালেখি[সম্পাদনা]

২০০৮ সালে প্রকাশিত হয় লুৎফর হাসান রচিত প্রথম গ্রন্থ। গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, এসব মিলিয়ে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত লুৎফর হাসানের প্রকাশিত বইয়ের সংখ্যা ২৭টি। তার পাঠকপ্রিয় বইগুলোর মধ্যে অন্যতম হলো 'ফেকুয়া', 'হেলেঞ্চাবতী', 'আগুন ভরা কলস', 'ঝিনাই পাখি', 'লাল কাতানের দুঃখ'[৬], 'মানিব্যাগ', 'বগি নম্বর জ'[৭], 'যে বছর তুমি আমি চাঁদে গিয়েছিলাম'[৮]

প্রকাশিত বইসমূহ[সম্পাদনা]

  • মরাতাই
  • হেলেঞ্চাবতী
  • সগৌরবে চলিতেছে
  • ঝিনাইপাখি
  • ফেকুয়া
  • ঘাসফুল ও সন্ধ্যামালতিরা
  • আগুনভরা কলস
  • ঠিকানা রাত্রিপুর
  • আয়নাভাঙা রোদ
  • তোমার খোলা পিঠে আততায়ী মেঘ
  • ডাকবাকসের ডানা
  • নীল মলাটের গল্প
  • সুতো ছাড়া সংসার
  • মানিব্যাগ
  • ভালোবাসার উনুনঘর
  • লাল কাতানের দুঃখ
  • বগি নম্বর জ [৯]
  • আব্বা আমার দূরত্বকে ভালোবেসেছিলেন
  • অন্ধ চোখে তুমি বকুল বাতাস
  • যে বছর তুমি আমি চাঁদে গিয়েছিলাম
  • দুপুরপাখি
  • দুপুরবাড়ি ছড়ার হাঁড়ি
  • পাখি তুমি গান
  • হাত রেখো না আমার এপিটাফে
  • জারুলবনে রক্তজবা
  • ডাকবাংলো রোড

উল্লেখযোগ্য গাওয়া গান[সম্পাদনা]

  • ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
  • ঠিকানা
  • সানগ্লাস
  • তারাবাতি
  • সাদাশূন্য রাত
  • সঞ্জীব চৌধুরী
  • আমার আকাশ পুরোটাই
  • প্যারিস রোড
  • দুপুর
  • পথ খোলা নেই কাছে যাবার
  • ভাবনার রেলগাড়ী
  • বর্ষার ঋণ
  • উত্তরী হাওয়া
  • জোনাকিরা
  • বাউণ্ডুলে
  • শহুরে কাকের দলে
  • সংসার
  • বিরহ উদ্যান
  • পাখি
  • নদী
  • সন্ধ্যার চোখ
  • বন্ধু তোমার ছুটি মেলে না
  • বাবা
  • আমি ভাবছিলাম
  • বেইলি রোড
  • যদি কান্না কান্না লাগে
  • একলা লাগে খুব [১০]
  • এতোটা অবুঝ
  • খরচাপাতির গান [১১]
  • বোবা পাখির গান
  • পূবালী বাতাস
  • ক্যামনে তুমি পারো
  • মেঘের মেয়ে
  • সখি
  • আয়না দিয়ে ঘর বেঁধেছি
  • কাতর হয়ে যাই
  • শীতের অবসরে
  • জ্বর
  • শহরভরা ক্ষত
  • একলা আগন্তুক
  • স্মৃতির চশমায়
  • চমকে উঠি
  • শহর
  • তোমাকে জেনে
  • উড়োচিঠি
  • কেমন আছো বন্ধু তুমি
  • ডাকপিয়ন
  • যাবো তোমার বাড়ি
  • মেঘরাষ্ট্র
  • বাংলাদেশের দুপুর
  • বেকার বিয়ে পাশ
  • অভিশাপ নিয়ো
  • বৃষ্টিময় শেষ বিকেল
  • মেঘেদের ভেলা

লেখা ও সুরারোপ করা গান[সম্পাদনা]

  • বন্ধু তুই লোকালবাস (সহলেখক গোলাম রাব্বানী)
  • গালফ্রেন্ডের বিয়া
  • সাতশ টাকার গান
  • মুশকিলে আসান
  • ঢাকা ডায়নামাইটসের থিম সং (২০১৭)
  • চিত্রানদী
  • নাইওর
  • একলা মানুষ
  • জীবননদী
  • এই নিশি রাইতে
  • আমার অভিমান (গেয়েছেন রুমানা রশীদ ঈশিতা)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "গানগল্প : লুৎফর হাসান"BBC News বাংলা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৬ 
  2. "শব্দ-সুর ও দুপুর অন্তপ্রাণ একজন লুৎফর হাসান"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-১০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০ 
  3. "Lutfor Hasan Books: লুৎফর হাসান এর বই সমূহ | Rokomari.com"www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৬ 
  4. "আয়না দিয়ে ঘর বাঁধলেন ঘুড়িখ্যাত লুৎফর হাসান"Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০ 
  5. প্রতিবেদক, গ্লিটজ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "অলি-লুৎফরের 'আয়না দিয়ে ঘর বেঁধেছি'"bangla.bdnews24.com। ২০১৯-১২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০ 
  6. "লাল কাতানের দুঃখ - লুৎফর হাসান"www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০ 
  7. "বগি নাম্বার -জ - লুৎফর হাসান"www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০ 
  8. "যে বছর তুমি আমি চাঁদে গিয়েছিলাম - লুৎফর হাসান"www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০ 
  9. "এলো লুৎফর হাসানের উপন্যাস 'বগি নাম্বার জ'"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-২১ 
  10. "http://www.mzamin.com/article.php?mzamin=56588"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২০-০১-২১  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  11. "লুৎফর হাসানের 'খরচাপাতির গান' | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২০-০১-২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]