রোমান প্রজাতন্ত্র
রোমক গণরাষ্ট্র Rēs pūblica Rōmāna | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| আনু. ৫০৯ খ্রী.পূ.–২৭ খ্রী.পূ. | |||||||||
ইউলিউস কায়সারের গুপ্তহত্যার প্রাক্কালে রোমীয় প্রদেশসমূহ, ৪৪ খ্রী.পূ. | |||||||||
| রাজধানী | রোম | ||||||||
| সরকারি ভাষা | লাতিন | ||||||||
| ধর্ম | রোমক বহুঈশ্বরবাদ | ||||||||
| জাতীয়তাসূচক বিশেষণ | রোমক | ||||||||
| সরকার | অধিনায়কীয় গণরাষ্ট্র | ||||||||
| কন্সুল | |||||||||
• ৫০৯ খ্রী.পূ. (প্রথম) | |||||||||
• ২৭ খ্রী.পূ. (শেষ) | |||||||||
| আইন-সভা | আইনসভা | ||||||||
| ঐতিহাসিক যুগ | ধ্রুপদী সভ্যতা | ||||||||
| আনু. ৫০৯ খ্রী.পূ. | |||||||||
• লাতিন লীগের বিলয় | ৩৩৮ খ্রী.পূ.[১] | ||||||||
| ৮২ খ্রী.পূ. | |||||||||
• ইউলিউস কায়সারকে চিরস্থায়ী একনায়ক ঘোষণা | ফেব্রুয়ারি ৪৪ খ্রী.পূ. | ||||||||
| ১৫ই মার্চ ৪৪ খ্রী.পূ. | |||||||||
| ২রা সেপ্টেম্বর ৩১ খ্রী.পূ. | |||||||||
| ১৬ই জানুয়ারি ২৭ খ্রী.পূ. | |||||||||
| আয়তন | |||||||||
| ৩২৬ খ্রী.পূ.[২] | ১০,০০০ বর্গকিলোমিটার (৩,৯০০ বর্গমাইল) | ||||||||
| ৫০ খ্রী.পূ.[২] | ১৯,৫০,০০০ বর্গকিলোমিটার (৭,৫০,০০০ বর্গমাইল) | ||||||||
| |||||||||
রোমক গণরাষ্ট্র (লাতিন: Rēs pūblica Rōmāna, লাতিন উচ্চারণ: [ˈreːs ˈpuːblɪka roːˈmaːna]) বলতে আনুমানিক ৫০৯ থেকে ২৭ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অস্তিত্বশীল একটি গণরাষ্ট্রকে বোঝায় যার রাজধানী ছিল রোম নগরী। রোমে জনতান্ত্রিক পদ্ধতিতে এই সভ্যতার সরকার পরিচালিত হত। ৫০৮ খ্রিস্টপূর্বাব্দে রোমান রাজতন্ত্র উৎখাতের পর একটি সিনেটের উপদেশে নাগরিকদের ভোটে নির্বাচিত দুইজন কনসুলের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হতে থাকে, একেই বলা যায় গণরাষ্ট্রের সূচনা। ক্ষমতার ভাগাভাগি এবং বিশ্লেষণ ও ভারসাম্যের নীতির উপর ভিত্তি করে শীঘ্রই একটি সংবিধান গড়ে ওঠে। খুব বেশি জরুরি অবস্থা দেখা না দিলে সকল সরকারি কর্মকর্তা মাত্র এক বছরের জন্য নির্বাচিত হতেন যাতে কোন একজন ব্যক্তি জনগণকে বেশি প্রভাবিত করে ফেলতে না পারে।
অবশ্য বাস্তবে রোমান সমাজে উঁচু-নিচুর অনেক ভেদাভেদ ছিল। রোমের ভূমিমালিক অভিজাত (পাত্রিকিয়ুস) এবং সংখ্যায় অনেক বেশি সাধারণ নাগরিকদের (প্লেবায়ুস) মধ্যে দ্বন্দ্ব নতুন সংবিধানটিকে অনেক প্রভাবিত করেছিল। উল্লেখ্য, পাত্রিকিয়ুসরা রোমান রাজত্বের যুগের রাজাদের উত্তরাধিকার হিসেবে নিজেদের দাবী করতেন। সময়ের সাথে সাথে যেসব আইন পাত্রিকিয়ুসদেরকে রোমের ঊর্ধ্বতন পদগুলো অধিগ্রহণের একচ্ছত্র অধিকার দিয়েছিল সেগুলো দুর্বল হতে থাকে এবং প্লেবায়ুসদের মধ্য থেকে একটি নতুন অভিজাত গোষ্ঠীর জন্ম হয়। সে সময় সামরিক ও রাজনৈতিক সফলতা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। প্রথম দুই শতাব্দীতে নতুন মিত্র তৈরি ও যুদ্ধের মাধ্যমে মধ্য ইতালি থেকে এক সময় সমগ্র ইতালীয় উপদ্বীপ গণরাষ্ট্রের অধীনে আসে। তৃতীয় শতকে দখলে আসে উত্তর আফ্রিকা, আইবেরীয় উপদ্বীপ, গ্রিস এবং বর্তমান ফ্রান্সের দক্ষিণাংশ। এরও দুই শতাব্দী পরে ১ম খ্রিস্টপূর্বাব্দের শেষদিকে সমগ্র ফ্রান্স, এবং প্রাচ্যের বেশ কিছু অঞ্চল গণরাষ্ট্রের অধিকারে চলে আসে। গণরাষ্ট্রের কোন নির্দিষ্ট ব্যক্তির অতিরিক্ত প্রভাব-প্রতিপত্তি অর্জনে বাধানিষেধ থাকলেও এই পর্যায়ে রোমক সমাজ আসলে গুটিকয়েক নেতা ও তাদের মিত্রদের দ্বারাই শাসিত হত।