বিষয়বস্তুতে চলুন

রূপপুর ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৩°৫৩′৪২″ উত্তর ৮৯°৩৯′১৯″ পূর্ব / ২৩.৮৯৫০০° উত্তর ৮৯.৬৫৫২৮° পূর্ব / 23.89500; 89.65528
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(রুপপুর ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)

পাবনা জেলার বেড়া উপজেলাআমিনপুর থানার একটি ইউনিয়ন

রুপপুর
ইউনিয়ন
রুপপুর রাজশাহী বিভাগ-এ অবস্থিত
রুপপুর
রুপপুর
রুপপুর বাংলাদেশ-এ অবস্থিত
রুপপুর
রুপপুর
বাংলাদেশে রূপপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৩′৪২″ উত্তর ৮৯°৩৯′১৯″ পূর্ব / ২৩.৮৯৫০০° উত্তর ৮৯.৬৫৫২৮° পূর্ব / 23.89500; 89.65528 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাপাবনা জেলা
উপজেলাবেড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
গণতান্ত্রিকপাবনা ০২ আসন(সংসদীয় ৬৯ আসন)
আয়তন
 • মোট২৫.০৮ বর্গকিলোমিটার বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
 • মোট২১,৭৩৫ প্রায়
সাক্ষরতার হার
 • মোট৬৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৬৮২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটruppurup.pabna.gov.bd
মানচিত্র
মানচিত্র

ইতিহাস

[সম্পাদনা]

রূপপুর ইউনিয়ন বেড়া উপজেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা। ২০১৩ সালের ২০ শে অক্টোবর রূপপুর ইউনিয়ন আমিনপুর থানার অধীনে চলে যায়। []

অবস্থান

[সম্পাদনা]

রূপপুর ইউনিয়নের ইহার উত্তর দিকে পুরান ভারেংগা এবং জাতসাখিনী ইউনিয়ন, পশ্চিম দিকে মাশুমদিয়া ইউনিয়ন ও রানীনগর ইউনিয়ন, দক্ষিণে ঢালারচর ইউনিয়ন,পুর্বে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা

ইউনিয়ন পরিষদ

[সম্পাদনা]

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

রূপপুর ইউনিয়নের সাথে যোগাযোগের মাধ্যম সমূহ :

  1. ঢাকা থেকে কাশিনাথপুর পর্যন্ত আধা ঘণ্টা পর পর বাস আছে। ঢাকা থেকে আনুমানিক দূরত্ব ১৫০ কিলোমিটার।
  2. পাবনা থেকে বাস,সিএনজি ও অন্যান্য পরিবহনের মাধ্যমে যাতায়াত করা যায়। পাবনা থেকে আনুমানিক দূরত্ব ৬০ কিলোমিটার।
  3. বেড়া থেকে বাস, সিএনজি, মটর সাইকেল ইত্যাদি যোগে যাতায়াত করা যায়। বেড়া থেকে আনুমানিক দূরত্ব ৩০ কিলোমিটার।
  4. আমিনপুর থানা থেকে বাস, সিএনজি, মটর সাইকেল ইত্যাদি যোগে যাতায়াত করা যায়। আমিনপুর থেকে আনুমানিক দূরত্ব ০৭ কিলোমিটার।

রূপপুর ইউনিয়নের সাথে যোগাযোগের মাধ্যমরূপপুর ইউনিয়নের চেয়ারম্যনের নম্বর =০১৭১৫-২৩৪৩৭৩ রূপপুর ইউনিয়নের সচিবের নম্বর = ০১৭১৮-৮২২২৬১ []

★==শিক্ষা প্রতিষ্ঠান==★ ★কলেজ= নাই

★উচ্চ বিদ্যালয় ২ টি।

১)ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয়,সন্ন্যাসী বাঁধা।

২) খানপুরা উচ্চ বিদ্যালয়।

প্রাথমিক বিদ্যালয় সরকারি ৪ টি। বে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ টি মাদ্রাসা ১ টি। []

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

নটাকোলা ঘাট

যমুনার তীর

সন্ন্যাসী বাঁধা ব্রীজ প্রাঙ্গণ।

এনজিও

[সম্পাদনা]

রুপপুর ইউনিয়নটি প্রত্যন্ত এবং বন্যকবলিত এলাকা হওয়ায় এখানে দারিদ্রতা বিমোচনের জন্য বেশ কয়েকটি এনজিও এর কার্যক্রম রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ ব্র‍্যাক, আশা, পাবনা প্রতিশ্রুতি, আসিয়াব, গ্রামীণ ব্যাংক ইত্যাদি। []

ধর্ম ও ধর্মীয় উৎসব

[সম্পাদনা]

রুপপুর ইউনিয়নে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যায় বেশি। এবং আমিনপুর থানার এই এলাকাতে আঞ্জুমান ই ক্বাদেরিয়ার অধীনে একটা মসজিদ আছে। যেখানে এলাকার বেশির ভাগ মুসলিম প্রতি আরবি মাসের ১১ তারিখে উপস্থিত হয়। প্রতি বছর পবিত্র আশুরা পালন করা হয় এখানে। এছাড়া মুসলিম ধর্মীয় সকল উৎসব এখানে পালন করা হয়ে থাকে। হিন্দুরা সকল পূজা করে থাকে। তাছাড়া এই এলাকাতে দুর্গা পূজা বেশ যাক-জোমকভাবে পালন করা হয়ে থাকে।

খাদ্য

[সম্পাদনা]

এখানকার প্রধান খাবার হলো ভাত, রুটি, ডাল, শাক-সবজি, মাছ, মুড়ি, চিড়া ইত্যাদি। পান্তা ভাত ও কড়কড়ে ভাতের চাহিদাও এই এলাকাতে বেশ দেখা যায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৮ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৮