বিষয়বস্তুতে চলুন

রায়ান রামদাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রায়ান রামদাস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
রায়ান রাকেশ রামদাস
জন্ম৩ জুলাই, ১৯৮৩
ওগলি, গায়ানা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাউদ্বোধনী ব্যাটসম্যান, মাঝে-মধ্যে উইকেট-রক্ষক
সম্পর্করয় রামদাস (পিতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ২৬৪)
২২ জুলাই ২০০৫ বনাম শ্রীলঙ্কা
একমাত্র ওডিআই
(ক্যাপ ১২৯)
২ আগস্ট ২০০৫ বনাম শ্রীলঙ্কা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ২৬
ব্যাটিং গড় ১৩.০০ ১.০০
১০০/৫০ -/- -/-
সর্বোচ্চ রান ২৩
বল করেছে - -
উইকেট - -
বোলিং গড় - -
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং - -
ক্যাচ/স্ট্যাম্পিং ২/- -/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১২ অক্টোবর ২০২০

রায়ান রাকেশ রামদাস (ইংরেজি: Ryan Ramdass; জন্ম: ৩ জুলাই, ১৯৮৩) ওগলি এলাকায় জন্মগ্রহণকারী ইন্দো-গায়ানীয় বংশোদ্ভূত সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।[][] ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০০০-এর দশকের মাঝামাঝি সময়কালে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে গায়ানা দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, মাঝে-মধ্যে উইকেট-রক্ষণের দায়িত্ব পালনসহ ডানহাতে অফ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন রায়ান রামদাস

প্রথম-শ্রেণীর ক্রিকেট

[সম্পাদনা]

২০০৪ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে রায়ান রামদাসের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ছোটখাটো গড়নের অধিকারী রায়ান রামদাস ডানহাতি ব্যাটসম্যান ছিলেন। ১১ বছর বয়সে এভারেস্ট ক্রিকেট ক্লাবে যোগদান করেন। তার পিতা রয় রামদাস আশির দশকে উইকেট-রক্ষক হিসেবে ভালো খেললেও গায়ানা দলে খেলার সুযোগ পাননি। রয় রামদাসও এভারেস্ট ক্রিকেট ক্লাবে খেলেছিলেন।

২০০৪ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে রায়ান রামদাসের অভিষেক পর্ব সম্পন্ন হয়। ওয়েস্ট ইন্ডিজ বি-দলের সদস্যরূপে কেনিয়া দলের বিপক্ষে খেলেন। এরপর, ঐ বছরেই সেমি-ফাইনালে বার্বাডোসের বিপক্ষে গায়ানার সদস্যরূপে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার। অভিষেক খেলাতেই অর্ধ-শতরানের ইনিংস খেলেন তিনি।

জানুয়ারি, ২০০৫ সালে গায়ানায় ১০০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা হয়। রায়ানের পারিবারিক পোল্ট্রি ব্যবসায়ও এর রেশ পড়ে। তাসত্ত্বেও, তার মনোবলে চিড় ধরেনি। দলের পক্ষে খেলা চালিয়ে যান। এ পর্যায়ে কেনসিংটন ওভালে বার্বাডোসের বিপক্ষে ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। এটিই তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ছিল।

শ্রীলঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ এ-দলের সদস্যরূপে সুন্দর খেলেন। ফলশ্রুতিতে, ওয়েস্ট ইন্ডিজের সদস্যরূপে শ্রীলঙ্কা গমনার্থে তাকে দলে রাখা হয়।

আন্তর্জাতিক ক্রিকেট

[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্ট ও একটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন রায়ান রামদাস। ২২ জুলাই, ২০০৫ তারিখে ক্যান্ডিতে স্বাগতিক শ্রীলঙ্কা দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি। এছাড়াও, ২ আগস্ট, ২০০৫ তারিখে ডাম্বুলায় একই দলের বিপক্ষে একটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. List of West Indies Test Cricketers
  2. "West Indies – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২০ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]