রাজশ্রী (অভিনেত্রী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজশ্রী
জন্ম
মেইশা আফতাব[১]
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামরাজশ্রী নায়ার[২]
মাতৃশিক্ষায়তনকেশরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়[৩]
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯৪–বর্তমান
দাম্পত্য সঙ্গী
  • আনসারি রাজা (বি. ২০০৯)[৪]
  • বুজঙ্কর রাও (বি. ২০১০)[৫]

রাজশ্রী হলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি তামিল সিনেমা, তেলুগু সিনেমা, মালায়লাম সিনেমা এবং টেলিভিশনে তার বিভিন্ন কাজের জন্য পরিচিত। তিনি ভারতীরাজার ১৯৯৪ সালের তামিল চলচ্চিত্র করুত্থাম্মায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর থেকে তিনি ষাটটিরও বেশি ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।[৬]

কর্মজীবন[সম্পাদনা]

অভিনেত্রী রাজশ্রী ভারতীরাজার করুথাম্মা দিয়ে তামিল সিনেমায় আত্মপ্রকাশ করেন। অসাধারণ অভিনয়ের জন্য খ্যাতি অর্জন ক'রে, তিনি সেথু, নন্দা, রান, মানসেল্লাম, ভেট্টাইয়াদু ভিলাইয়াডুতে দুর্দান্ত পরিবেশনা চালিয়ে যেতে থাকেন। রাজশ্রী তেলুগু এবং তামিল ভাষায় প্রায় ৫৭টি ছবিতে বিশিষ্ট ভূমিকায় অভিনয় করেছেন। চলচ্চিত্রের রুপোলী পর্দা ছাড়াও, এই অভিনেত্রী টিভি ধারাবাহিক অলায়ম, আগল ভিলাক্কু, মান্ধিরা ভাসাল এবং শিবময়ম- এ অভিনয় করেন।[৬]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

রাজশ্রীর বোন ববিও একজন অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেছেন।[৭]

২০১০ সালে, তিনি বিজয়ওয়াড়ায় একটি গোপন অনুষ্ঠানের মধ্যে কম্পিউটার ইঞ্জিনিয়ার বুজাঙ্কর রাওকে বিয়ে করেন। কণক দুর্গা মন্দিরে এই বিবাহ অনুষ্ঠিত হয়েছিল এবং দম্পতির মাত্র কয়েকজন পরিবার এবং বন্ধুরা এতে উপস্থিত ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

তামিল[সম্পাদনা]

বছর চলচ্চিত্র ভূমিকা মন্তব্য
১৯৯৪ করুথাম্মা কর্থাম্মা
১৯৯৫ নীলা কুইল শালিনী
১৯৯৫ মুরাই মাপিল্লাই সোর্না
১৯৯৬ আভাথুম পেন্নালে আজিভাথুম পেন্নালে লক্ষ্মী
১৯৯৬ আম্মান কোভিল ভাসালিলে পদ্মিনী অতিথি উপস্থিতি
১৯৯৬ ভাইগারই পুক্কল দেবনাই
১৯৯৯ সেতু
২০০১ অশোকভানম উমা
২০০১ নন্দ নন্দার মা
২০০১ সোনাল থান কাধলা রোজার বোন
২০০২ চালান
২০০২ খেলা মালার
২০০৩ মানসেল্লাম
২০০৬ ইলাক্কানাম মাল্লিগা
২০০৬ ভেট্টাইয়াদু ভিলাইয়াদু মিসেস আরোক্যরাজ
২০০৭ আম্মুবগিয়া নান
২০০৭ সবরী মারাগাথাম
২০০৯ ওরু কাধলান ওরু কাধালি সুমাথি
২০১০ আয়নার প্রভার খালা
২০১২ পোরকোদি সকাল ১০টা ভাগুপ্পু পোরকোদির মা
২০১২ ভূপদাথিল ইল্লাথা ওরিদাম বিমলা
২০১৩ ভাথিকুচি
২০১৫ আগাথিনাই
২০১৬ ইরাইভি কালা
২০১৭ পাগদি আতম মা
২০১৭ আরাসকুলাম
২০১৮ ইউ টার্ন রচনার মা
২০২০ ভার্মা মেঘার মা

তেলুগু[সম্পাদনা]

বছর চলচ্চিত্র ভূমিকা
১৯৯৫ লিঙ্গবাবুর প্রেমের গল্প রাগা
২০১৫ শ্রীমন্থুডু অতিথির ভূমিকা
২০১৭ নিন্নু কোরি পল্লবীর মা
২০১8 ইউ টার্ন রচনার মা
২০২০ এনথা মানচিভাদাভুরা নন্দিনীর মা
২০২০ মা বিন্থা গাধা বিনুমা
২০২১ শাদী মোবারক
২০২১ চেরুভাইনা দুরমাইনা
২০২২ আদাভাল্লু মিকু জোহারলু গৌরাম্মা
২০২৩ অ্যামিগোস ঈশিকার মা
ভাই রিকির মা

কন্নড়[সম্পাদনা]

বছর চলচ্চিত্র ভূমিকা মন্তব্য
১৯৯৭ পুলিশ বেটে রেখা
১৯৯8 রাজা রাজেশ্বরী রাজেশ্বরী হিসাবে কৃতিত্ব

ইংরেজি[সম্পাদনা]

বছর চলচ্চিত্র ভূমিকা
১৯৯8 হায়দ্রাবাদ ব্লুজ অশ্বিনী রাও

হিন্দি[সম্পাদনা]

বছর চলচ্চিত্র ভূমিকা
১৯৯৯ সাউতেলা

মালয়ালম[সম্পাদনা]

বছর চলচ্চিত্র ভূমিকা
২০০১ মেগাসন্দেসাম রোজি স্যামুয়েল
২০০১ রাবণপ্রভু ডা. সুহরা হাইড্রোজ
২০০৩ মি. ব্রহ্মচারী সিন্ধু
২০১২ ভূপদাথিল ইল্লাথা ওরিদাম বিমলা
২০১২ গ্র্যান্ডমাস্টার সুসান
২০১৫ জমনা পেয়ারী বিমলা
২০২৩ বিলায়থ বুদ্ধ

টেলিভিশন[সম্পাদনা]

ধারাবাহিক
বছর শিরোনাম চরিত্র ভাষা চ্যানেল
উর্বাশি গৌরি তেলুগু জেমিনি টিভি
জীবন তরঙ্গলু
১৯৯8–২০০১ গঙ্গা যমুনা সরস্বতী তামিল রাজ টিভি
১৯৯৯–২০০০ আলায়ম সান টিভি
২০০০–২০০২ বানাগারু বোম্মা তেলুগু ইটিভি
২০০১ সুখা দুখালু সৈন্দরিয়া
২০০১–২০০২ জী বুম বা তামিল বিজয় টিভি
২০০২ গঙ্গোত্রী তেলুগু জেমিনি টিভি
২০০২–২০০৩ আগল ভিলাক্কুগাল সিথা তামিল সান টিভি
২০০৩–২০০৪ মন্ত্র জালাম তেলুগু ইটিভি
২০০৪–২০০৫ শিবময়ম তামিল সান টিভি
নারি ও নারি তেলুগু ইটিভি
২০০৭–২০০8 শুভলেখা ইটিভি
২০০৭ ড্রাকুলা জেমিনি টিভি
২০০8–২০০৯ নালাভাথু মুদিচু অশ্বিনী তামিল জয়া টিভি
২০০8–২০১০ মাগল তামিল সান টিভি
২০০৯–২০১০ ইধয়াম শকুন্তলা
২০১৩–২০১৪ ভামসাম থেনমজি
২০১৪–২০১৬ রামুলাম্মা তেলুগু স্টার মা
২০১৪–২০১৫ অভিষেকম ইটিভি
২০১৫–২০১8 আমেরিকা আম্মায়ি কল্লানি জি তেলুগু
২০১৫–২০১৭ মহালক্ষ্মী স্টার মা
২০১৭–২০২০ লক্ষ্মী কল্যাণম রাজেশ্বরী দেবী স্টার মা
২০২০ চিঠি ২ পদ্মা তামিল সান টিভি
২০২১ অমৃত বর্ষিণী অমরুতা তেলুগু জেমিনি টিভি
২০২১–২০২২ কস্তুরী কাঞ্চনা স্টার মা
রাঙ্গুলা রত্নম অন্নপূর্ণা ইটিভি
২০২২ সিল্লুনু ওরু কাধল বিশেষ উপস্থিতি তামিল কালার্স তামিল
২০২২–বর্তমান অমুধভুম অন্নলক্ষ্মিয়ুম অন্নলক্ষ্মী জি তামিল
ওয়েব সিরিজ
বছর শিরোনাম ভাষা ভূমিকা প্ল্যাটফর্ম
২০২০-২০২১ অমৃতম্ ধ্ভিথেয়ম তেলুগু জি৫
২০২২ রেকি দেবকম্মা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Karuthamma Rajasree Entered wedlocks"। ayngaran.com। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৫ 
  2. "Rajshri Nair"Facebook। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৪ 
  3. "Transcending Language Barriers"The New Indian Express 
  4. "Karuthamma Rajashree gets married"। kollywoodtoday.net। ২৪ ফেব্রুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৫ 
  5. "Second marriage for Bharathiraja's heroine"। behindwoods.com। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৫ 
  6. "Tamil Cinema News | Tamil Movie Trailers - IndiaGlitz Tamil"। ১৬ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  7. "Other side is not greener"chennaionline.com। ১৩ জানুয়ারি ২০০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]