রবীন্দ্রনাথ (অ্যালবাম)
রবীন্দ্রনাথ | ||||
---|---|---|---|---|
কর্তৃক স্টুডিও অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | মার্চ ৩, ২০১০ | |||
শব্দধারণের সময় | ২০১০, লেজার ভিশন | |||
ঘরানা | ||||
দৈর্ঘ্য | ৩৭:০১ | |||
সঙ্গীত প্রকাশনী | লেজার ভিশন | |||
শিরোনামহীন কালক্রম | ||||
|
রবীন্দ্রনাথ বাংলা প্রোগ্রেসিভ রক ব্যান্ড শিরোনামহীনের চতুর্থ স্টুডিও অ্যালবাম। এটি মূলত রক ধারায় রবীন্দ্রসঙ্গীত সংকলন[১] যা একইসাথে বাংলাদেশে কোনো ব্যান্ডের প্রথম রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম।[২] বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত মৃত্যুবার্ষিকী উপলক্ষে[৩] ৩ মার্চ ২০১০ সালে বাংলাদেশের লেজার ভিশন থেকে প্রকাশিত হয়।
অ্যালবামে বাঙালি বহুবিদ্যাবিশারদ রবীন্দ্রনাথ ঠাকুররের, যিনি বাংলা সাহিত্য এবং বাংলা গানে ভিন্নমাত্রা যোগ করেছিলেন, কালজয়ী নয়টি গান সংকলিত হয়েছে,[৪] এটি রক ধারায় ধ্রপদী সঙ্গীতের পরিবেশন।[৫] প্রকাশের পর অ্যালবামটি বাণিজ্যিক সাফল্য লাভ করেছিল।[৬]
পটভূমি
[সম্পাদনা]বন্ধ জানালা (২০০৯) অ্যালবামের সাফল্যের পর শিরোনামহীন ভিন্নধারায় এই অ্যালবাম প্রকাশের ঝুঁকি নেয়।[৭] মূলত রবীন্দ্রসঙ্গীতের সাথে রক মিউজিকের সমন্বয় ঘটানোর ফলে অ্যালবামের শিরোনাম রাখা হয় "শিরোনামহীন রবীন্দ্রনাথ"।[১] বুলবুল ললিতকলা একাডেমিতে অধ্যয়নকালে শিরোনামহীনের ভোকাল তানজির তুহিন রবীন্দ্রসঙ্গীতে তামিল নিয়েছিলেন।[৮] ফলে তুহিনের আগ্রহ এবং পরিকল্পনায় অ্যালবামটির কাজ শুরু হয়।[৪] শিরোনামহীনের মতে, "রবীন্দ্রনাথ ঠাকুর" নিজেই একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। বাঙ্গালি হিসেবে নিজেদের সংস্কৃতিকে বুঝতে হলে রবীন্দ্রনাথকে জানার প্রয়োজন রয়েছে। শিরোনমহীন অ্যালবামটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছে।[৯]
রবীন্দ্রনাথ রচিত ২২১২টি গানের মধ্য থেকে কালজয়ী নয়টি গান অ্যালবামটিতে যুক্ত হয়েছে।[৭][৪] রবীন্দ্র স্বরলিপির মূল কথা ও সুর ঠিক রাখতে ৬৪টি খণ্ডে প্রকাশিত স্বরবিতানের সহায়তায় নেয় তারা।[৭] এছাড়াও ধ্রুপদী, বাউল, লোক, র্কীতন, ভাবানুভাদ এমনকি পশ্চিমা সঙ্গীতের বিষয়গুলিকে অ্যালবামে সংকলন করা হয়েছে।[৭] রবীন্দ্রসঙ্গীতগুলোর সুরোরোপে শিরোনামহীন দেশি-বিদেশি ৩৯টি বাদ্যযন্ত্রের ব্যবহার করেছিল।[১০][৭] অ্যালবামটির জন্য তারা রেইনমেকার, দারবুকা, টিনের বাঁশি এবং বোধ্রান ইত্যাদি বিদেশী বাদ্যযন্ত্র ব্যবহার করে। রবীন্দ্রগবেষক ও ছায়ানটের শিল্পীদের মতামত গ্রহণের মাধ্যমে অ্যালবামটি প্রকাশিত হয়েছিল।[৭] অ্যালবামের প্রচ্ছদেচিত্রে রবীন্দ্রনাথের চারপাশে শিরোনামহীনের সদস্যরা শিষ্য হিসেবে উপস্থিত হয়েছে।[১][৪]
গানের তালিকা
[সম্পাদনা]রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত গান নিয়ে এই অ্যালবামটি তৈরি করা হয়।
সকল গানের গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর।
নং. | শিরোনাম | শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "গ্রাম ছাড়া অই রাঙামাটির পথ" | তানজির তুহিন | ৪:৫১ |
২. | "পুরোনো সেই দিনের কথা" | তুহিন | ৩:২৮ |
৩. | "শাওনগগনে ঘোর ঘনঘটা" | তুহিন | ৪:৩৭ |
৪. | "ফুলে ফুলে" | তুহিন | ৩:৩৯ |
৫. | "কিছু বলব বলে এসেছিলেম" | তুহিন | ৩:২১ |
৬. | "যেতে যেতে একলা পথে" | তুহিন | ৩:৪৬ |
৭. | "সকাতরে ওই কাঁদিছে সকলে" | তুহিন | ৫:৩১ |
৮. | "তুমি কি কেবলই ছবি" | তুহিন | ৩:২৯ |
৯. | "শুধু তোমার বাণী নয় গো" | তুহিন | ৪:১৯ |
মোট দৈর্ঘ্য: | ৩৭:০১ |
সদস্যবৃন্দ
[সম্পাদনা]- তানজির তুহিন - কণ্ঠ
- জিয়াউর রহমান জিয়া - বেস
- ইয়াসির তুষার - গিটার
- দিয়াত খান - গিটার
- কাজী আহমাদ শাফিন - ড্রাম
- রাজীব - কিবোর্ড
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ মাহমুদ, জামিল (২৮ আগস্ট ২০১০)। ""Shironamhin Rabindranath" to be released on Eid" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। ২ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০।
- ↑ "হেঁটে হেঁটে বহুদূর শিরোনামহীন"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৭ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০।
- ↑ তারেক, মোহাম্মদ। "২০ বছরে শিরোনামহীন"। আনন্দ আলো। ১৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০।
- ↑ ক খ গ ঘ "শিরোনামহীন রবীন্দ্রনাথ"। দৈনিক প্রথম আলো। ২৯ আগস্ট ২০১০। ২০১৯-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০।
- ↑ আদনিন, নাজিয়া নুসরত (৬ আগস্ট ২০১৮)। "Influence of Tagore in contemporary music" (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২০।
- ↑ খান, তৌহিদুল ইসলাম খান। "The Rocking Young Ones" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ চ "রবীন্দ্রসঙ্গীত নিয়ে শিরোনামহীন"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২১ মে ২০১০। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
- ↑ মাহমুদ, জামিল (৪ আগস্ট ২০১১)। "Realism vs Romance: In conversation with Tanzir Tuhin"। দ্য ডেইলি স্টার। ২২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০।
- ↑ "Remembering Tagore - Shironamhin"। Emaho Mmagazine। ২০১২-০৪-১২। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "'বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান আমাদের ফিরিয়ে দিয়েছিল'" (সাক্ষাৎকার)। সাক্ষাত্কার গ্রহণ করেন মুসাব্বির হুসাইন। দৈনিক প্রথম আলো। ১ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- শিরোনামহীন রবীন্দ্রনাথ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ জুলাই ২০২০ তারিখে শিরোনামহীনের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে
- রবীন্দ্রনাথ মিউজিকব্রেইন্জে (প্রকাশের তালিকা)