অরুণ নন্দী সুইমিংপুল
অরুণ নন্দী সুইমিংপুল | |
---|---|
২৩°১৩′৫২″ উত্তর ৯০°৪০′০০″ পূর্ব / ২৩.২৩১০৫২° উত্তর ৯০.৬৬৬৬৭২° পূর্ব | |
ঠিকানা | চাঁদপুর স্টেডিয়াম প্রাঙ্গন, চাঁদপুর |
খোলা | ৩ ফেব্রুয়ারি, ২০০৮ |
পরিচালনায় | চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা |
মালিকানাধীন | জাতীয় ক্রীড়া পরিষদ |
খরচ | ৳ ৪.০০ কোটি (প্রায়) |
অরুণ নন্দী সুইমিংপুল ২০০৮ সালে উদ্বোধন হওয়া বাংলাদেশের জেলা পর্যায়ের একটি সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুল। এটি চাঁদপুর শহরের জেলা স্টেডিয়ামের সীমার মাঝে স্টেডিয়ামের দক্ষিণ পূর্ব কোনে অবস্থিত।[১] বাংলাদেশের সকল সাঁতার ক্রীড়া আয়োজনের সরকারি ভেন্যুর মতই এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত[২] এবং স্থানীয় চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধায়নে রয়েছে।[৩]
নির্মাণ ইতিহাস
[সম্পাদনা]২০০৭ সালে চাঁদপুর স্টেডিয়ামের সীমার মধ্যে মূল স্টেডিয়ামের বহিরাংশে জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে ক্রীড়াস্থাপনাটির নির্মাণ শুরু হয়, ২০০৮ সালের প্রথম দিকে নির্মাণ শেষ হয়।[৪] একই বছর ৩ ফেব্রুয়ারি সক্রীয় ব্যবহারের জন্য বাংলাদেশের প্রখ্যাত সাঁতারু অরুণ নন্দীর নামে উদ্বোধন করা হয়।[৫] প্রকল্পটির নির্মাণ সম্পন্ন করতে প্রায় ৪ কোটি টাকা ব্যয় হয়।[১] নির্মাণের পর প্রথম কয়েক বছর ব্যবহারের পর দীর্ঘ ৫ বছর এটি অব্যবহৃত ছিল।[১]
কাঠামো
[সম্পাদনা]এটি খোলা আকাশের নীচে উম্মুক্ত ৮ লেনবিশিষ্ট সুইমিংপুল। পুলটির নিজস্ব ওয়াটার ফিল্টার মেশিন আছে।[১] এটি প্রায় সাড়ে ৪ লাখ গ্যালন পানি ধারণ করতে পারে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ "চাঁদপুরে ৫ বছরেও অচল সুইমিংপুল সচল হয়নি"। চ্যানেল টুয়েন্টিফোর। ২০২২-০১-২৪। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৬।
- ↑ "সুইমিংপুল (ঢাকা মহানগরীর বাহিরে)"। জাতীয় ক্রীড়া পরিষদ। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া স্থাপনা" (পিডিএফ)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)। ৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৭।
- ↑ ক খ "৫ বছরেও চাঁদপুরে অচল সুইমিংপুল সচল হয়নি"। চাঁদপুর টাইমস। ২০২২-০১-২৫। ২০২২-০১-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৬।
- ↑ ইসলাম, শরিফুল (২০২২-০১-২৪)। "সাঁতার শেখা যায় না চাঁদপুরের ৪ কোটি টাকার সুইমিংপুলে"। ঢাকা পোস্ট। ২০২২-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৬।