মাধবদেব বিশ্ববিদ্যালয়
![]() মাধবদেব মহাবিদ্যালয় | |
প্রাক্তন নামসমূহ | নারায়ণপুর কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৬৪ |
অধ্যক্ষ | ডঃ ঈশ্বর শর্মা ভরালী |
অবস্থান | , , |
অধিভুক্তি | ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় (স্নাতক) আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ (উচ্চতর মাধ্যমিক) |
ওয়েবসাইট | http://www.madhabdevcollege.org.in |

মাধবদেব বিশ্ববিদ্যালয় (সাবেক মাধবদেব মহাবিদ্যালয়) লখিমপুর জেলার নারায়ণপুরের একটি অগ্রণী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান।[১] শ্রী শ্রী মাধবদেব এর নামে এই বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়। ১৯৬৪ সালে নারায়নপুর কলেজ নামে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটিকে পরে মাধবদেব মহাবিদ্যালয় নামে নামকরণ করা হয় ও পরে মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর পাস হওয়া মাধবদেব বিশ্ববিদ্যালয় বিল, ২০১৭ অনুসারে আসাম সরকার এটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করে।
১৭ জুন ২০১৯ সালে মাধবদেব বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডঃ দিবাকর চন্দ্র ডেকা।
ইতিহাস[সম্পাদনা]
১৯৬৩ সালের ২৪ নভেম্বর মাধবপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয় এ এই মহাবিদ্যালয় প্ৰতিষ্ঠার জন্যে প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং ১৯৬৪ সালের নারায়ণপুর কলেজ নামে এই মহাবিদ্যালয়টির প্ৰতিষ্ঠা হয়। প্রথম অধ্যক্ষ ছিলেন কমল গগৈ। সেই বছরের পহেলা জুলাইয়ে মহাবিদ্যালয়টির প্রথম তদন্ত পরিচালনা সমিতি গঠন করা হয়। প্রথম বছরে ইংরেজি, অসমীয়া, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস এবং অর্থনীতি বিভাগসহ ৭৫ জন ছাত্র-ছাত্রী এবং ৫ জন শিক্ষক নিয়ে মহাবিদ্যালয়টি যাত্রা করে। ১৯৬৬ সালের ২ আগস্ট তারিখে এই মহাবিদ্যালয়কে মাধবদেব মহাবিদ্যালয় নামে নামকরণ করা হয়।[২]
১৯৬৪ সালে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে এবং ১৯৬৫ সালে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে প্রাক বিশ্ববিদ্যালয় শ্রেণীর স্বীকৃতি প্রদান করে। মহাবিদ্যালয়টি ১৯৬৭ সালে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শ্রেণীর স্বীকৃতি লাভ করে। বিজ্ঞান শাখা আরম্ভ হয় ১৯৭৮ সালে ।[২]
পাঠ্যক্রমসমূহ[সম্পাদনা]
মাধবদেব মহাবিদ্যালয়ে নিম্নোক্ত পাঠ্যক্রমসমূহে শিক্ষা প্রদান করা হয়। মহাবিদ্যালয়টির স্নাতক শাখা এবং উচ্চ মাধ্যমিক শাখা ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় এবং অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ এর অধীনস্থ।
- উচ্চ মাধ্যমিক (কলা এবং বিজ্ঞান)
- স্নাতক (কলা এবং বিজ্ঞান)
- ইউ জি সি কেরিয়ারমুখী পাঠ্যক্রম
বিভাগসমূহ[সম্পাদনা]
কলা:
|
বিজ্ঞান:
|
মহাবিদ্যালয়ের সুবিধাসমূহ[সম্পাদনা]
- গ্রন্থাগার
- কেরিয়ার কাউন্সিলিং
- ছাত্রাবাস
- ছাত্রীনিবাস
- খেলার মাঠ
অধ্যক্ষমণ্ডলী[সম্পাদনা]
বর্তমান অধ্যক্ষ[সম্পাদনা]
- অনিল বরা
পূর্বের অধ্যক্ষ[সম্পাদনা]
- কমল গগৈ (প্রতিষ্ঠাপক অধ্যক্ষ)[২]