বিষয়বস্তুতে চলুন

ডিব্রুগড় হনুমানবক্স সুরজমল কানৈ বাণিজ্য মহাবিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডিব্রুগড় হনুমানবক্স সুরজমল কানৈ বাণিজ্য মহাবিদ্যালয়
ধরনসরকারি
স্থাপিত১৯৬০
অধ্যক্ষডঃ খনিন্দ্র মিশ্র ভাগবতী
অবস্থান
শিক্ষাঙ্গননাগরিক
অধিভুক্তিডিব্রুগড় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটdhskcommercecollege.edu.in

ডিব্রুগড় হনুমানবক্স সুরজমল কানৈ বাণিজ্য মহাবিদ্যালয় আসামের ডিব্রুগড় শহরের মাজমজিয়াত অবস্থিত একটি বাণিজ্য মহাবিদ্যালয়। ১৯৬০ সালে স্থাপিত হওয়া এইটি মহাবিদ্যালয় উত্তর-পূর্ব ভারতের প্রথম পূর্ণাঙ্গ বাণিজ্য মহাবিদ্যালয়। মহাবিদ্যালয়টি বাণিজ্য বিভাগের দুবছরের উচ্চতর মাধ্যমিক এবং তিন বছরের স্নাতক পাঠ্যক্রম দেয়। এর উচ্চতম মাধ্যমিক পাঠ্যক্রম আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ এবং স্নাতক পাঠ্যক্রম ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়-এর অন্তর্ভুক্ত।[]

ইতিহাস

[সম্পাদনা]

এখানে উচ্চতর মাধ্যমিক শ্রেণী প্রথমে ১৯৪৫ সালে ডিব্রুগড় হনুমানবক্স সুরজমল কানৈ মহাবিদ্যালয়-এর সন্ধ্যের শ্রেণীতে আরম্ভ হয়েছিল। এর মূল চৌহদ্দির ভিত্তিপ্রস্তর তখনকার ভারতের প্রধানমন্ত্রী মোরারজী দেসাই নিজে স্থাপন করেছিলেন। ডিব্রুগড় শহরে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় স্থাপন হওয়ার প্রারম্ভিক কালে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীসমূহ ১৯৬৮ সাল পর্যন্ত এখানেই অনুষ্ঠিত হয়েছিল। এইটি উত্তর-পূর্বাঞ্চলর প্রথম পূর্ণাঙ্গ বাণিজ্য মহাবিদ্যালয়।[]

অবস্থান

[সম্পাদনা]

মহাবিদ্যালয়টি ডিব্রুগড়ের কদমনির কেশব চন্দ্র গগৈ পথে অবস্থিত। ৩৭ নং জাতীয় সড়ক মহাবিদ্যালয়টির কাছ দিয়ে পার হয়ে গিয়েছে। ডিব্রুগড় রেল স্টেশন এবং ডিব্রুগড় বিমানবন্দর মহাবিদ্যালয়টি থেকে যথাক্রমে ৫ এবং ১৬ কি.মি. দূরে অবস্থিত। এর কাছে ডিব্রুগড় হনুমানবক্স সুরজমল কানৈ মহাবিদ্যালয় এবং মনোহরী দেবী কানৈ মহিলা মহাবিদ্যালয় অবস্থিত।

শিক্ষা

[সম্পাদনা]

মহাবিদ্যালয়টি বাণিজ্য শাখায় দুবছরের উচ্চতর মাধ্যমিক এবং তিন বছরের স্নাতক পাঠ্যক্রম দেয়। উচ্চতর মাধ্যমিক পাঠ্যক্রম আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ এবং স্নাতক পাঠ্যক্রম ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়-এর অধীনে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Course offered - Dibrugarh Hanumanbax Surajmall Kanoi Commerce College"www.dhskcommercecollege.edu.in। ২৭ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৮ 
  2. "DHSK Commerce College"www.dhskcommercecollege.edu.in। ২৯ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]