গোগামুখ মহাবিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোগামুখ মহাবিদ্যালয়
স্থাপিত১৯৮১
অধ্যক্ষচক্রধর পেগু
অবস্থান, ,
ওয়েবসাইটhttp://www.gogamukhcollege.org/

গোগামুখ মহাবিদ্যালয় হল ভারতের আসামের ধেমাজি জেলার গোগামুখ অঞ্চলের অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি স্থাপিত হয় ১৯৮১ সালে। মহাবিদ্যালয়টি গোগামুখ শহর থেকে দক্ষিণে, গোগামুখ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং গোগামুখ নারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অবস্থিত। বিজ্ঞান এবং কলা শাখার পাঠদানের সুবিধা থাকা এই মহাবিদ্যালয়টি দাতিকাছেরীয়া মিংমাং, নলবাড়ি, বরদৈবাম, চাউলধোয়া ইত্যাদি স্থানের জন্য উচ্চ-শিক্ষার মূল কেন্দ্র। ২০০৬ সালে রূপালী জয়ন্তী বর্ষ পালন করা এই মহাবিদ্যালয়টি ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্বীকৃতিপ্রাপ্ত।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:আসামের শিক্ষাপ্রতিষ্ঠান