বিষয়বস্তুতে চলুন

মনোহরী দেবী কানৈ মহিলা মহাবিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনোহরী দেবী কানৈ মহিলা মহাবিদ্যালয়
ধরনসরকারি
স্থাপিত১৯৬৩
অধ্যক্ষডঃ দিলীপ কুমার ভূঞা
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১৭
শিক্ষার্থী১৮০০
অবস্থান
শিক্ষাঙ্গননাগরিক
অধিভুক্তিডিব্রুগড় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটwww.mdkgcollege.edu.in

মনোহরী দেবী কানৈ মহিলা মহাবিদ্যালয় ১৯৬৩ সাল জুলাই মাসে ডিব্রুগড়-এর কদমনিত প্রতিষ্ঠা করা হয়েছিল। মহাবিদ্যালয়টিতে মোট ছাত্রীর সংখ্যা প্রায় ১৮০০। মহাবিদ্যালয়টির স্নাতক মহলা ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় এবং উচ্চতর মাধ্যমিক পাঠক্রম আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ-এর অন্তর্ভুক্ত।[]

অবস্থান

[সম্পাদনা]

মহাবিদ্যালয়টি ডিব্রুগড়ের কদমনির কেশব চন্দ্র গগৈ পথে অবস্থিত। ৩৭ নং জাতীয় সড়ক মহাবিদ্যালয়টির কাছ দিয়ে পার হয়ে গিয়েছে। ডিব্রুগড় রেল স্টেশন এবং ডিব্রুগড় বিমানবন্দর মহাবিদ্যালয়টি থেকে ক্রমে ৫ এবং ১৬ কি.মি. দূরে অবস্থিত।

শিক্ষা

[সম্পাদনা]

এটি একটি কলা মহাবিদ্যালয়। মহাবিদ্যালয়টি দেওয়া পাঠক্রমসমূহ হল-

  • দুবছরের উচ্চতর মাধ্যমিক পাঠক্রম
  • ছয় মাসযুক্ত স্নাতক পাঠক্রম

মহাবিদ্যালয়টি অন্য অনেক বিষয়ের শিক্ষা দেয়। যেমন-

  1. গৃহস্থ বিজ্ঞান বিভাগের অন্তর্গত কাপড় সেলাই
  2. অর্থনীতি বিভাগের অন্তর্গত বীমা সহায়ক (Insurance Agent) প্রশিক্ষণ
  3. ইংরাজী বিভাগের অন্তর্গত ইংরাজী কথন
  4. গৃহস্থ বিজ্ঞান বিভাগের পুষ্প সজ্জা, রন্ধন প্রকরণ এবং খাদ্য সংরক্ষণ
  5. কম্পিউটার শিক্ষা
  6. টেবিল টেনিসের প্রশিক্ষণ
  7. "সমস্বর"- সঙ্গীত এবং নাট্য সমাজের অন্তর্গত সঙ্গীত এবং নাট্যের প্রশিক্ষণ

সাথে মহাবিদ্যালয়টি বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগের স্বীকৃতি প্রাপ্ত কিছু পেশাদারী পাঠক্রমও আরম্ভ করেছে। যেমন-

  1. Performing Arts
  2. Food Processing
  3. Fashion Designing Courses

বিভাগসমূহ

[সম্পাদনা]
  • সংস্কৃত বিভাগ
  • অসমীয়া বিভাগ
  • ইংরাজী বিভাগ
  • অর্থনীতি বিভাগ
  • শিক্ষা বিভাগ
  • রাজনীতি বিজ্ঞান
  • ইতিহাস বিভাগ
  • ভূগোল বিভাগ
  • হিন্দী বিভাগ
  • দর্শন বিভাগ
  • গণিত বিভাগ
  • বাংলা বিভাগ
  • সমাজ শাস্ত্র বিভাগ
  • গৃহস্থ বিজ্ঞান বিভাগ[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Website of the College, Date of acquire :09-08-2015"। ৫ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]