মনোহরী দেবী কানৈ মহিলা মহাবিদ্যালয়
অবয়ব
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ১৯৬৩ |
অধ্যক্ষ | ডঃ দিলীপ কুমার ভূঞা |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১৭ |
শিক্ষার্থী | ১৮০০ |
অবস্থান | |
শিক্ষাঙ্গন | নাগরিক |
অধিভুক্তি | ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | www.mdkgcollege.edu.in |
মনোহরী দেবী কানৈ মহিলা মহাবিদ্যালয় ১৯৬৩ সাল জুলাই মাসে ডিব্রুগড়-এর কদমনিত প্রতিষ্ঠা করা হয়েছিল। মহাবিদ্যালয়টিতে মোট ছাত্রীর সংখ্যা প্রায় ১৮০০। মহাবিদ্যালয়টির স্নাতক মহলা ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় এবং উচ্চতর মাধ্যমিক পাঠক্রম আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ-এর অন্তর্ভুক্ত।[১]
অবস্থান
[সম্পাদনা]মহাবিদ্যালয়টি ডিব্রুগড়ের কদমনির কেশব চন্দ্র গগৈ পথে অবস্থিত। ৩৭ নং জাতীয় সড়ক মহাবিদ্যালয়টির কাছ দিয়ে পার হয়ে গিয়েছে। ডিব্রুগড় রেল স্টেশন এবং ডিব্রুগড় বিমানবন্দর মহাবিদ্যালয়টি থেকে ক্রমে ৫ এবং ১৬ কি.মি. দূরে অবস্থিত।
শিক্ষা
[সম্পাদনা]এটি একটি কলা মহাবিদ্যালয়। মহাবিদ্যালয়টি দেওয়া পাঠক্রমসমূহ হল-
- দুবছরের উচ্চতর মাধ্যমিক পাঠক্রম
- ছয় মাসযুক্ত স্নাতক পাঠক্রম
মহাবিদ্যালয়টি অন্য অনেক বিষয়ের শিক্ষা দেয়। যেমন-
- গৃহস্থ বিজ্ঞান বিভাগের অন্তর্গত কাপড় সেলাই
- অর্থনীতি বিভাগের অন্তর্গত বীমা সহায়ক (Insurance Agent) প্রশিক্ষণ
- ইংরাজী বিভাগের অন্তর্গত ইংরাজী কথন
- গৃহস্থ বিজ্ঞান বিভাগের পুষ্প সজ্জা, রন্ধন প্রকরণ এবং খাদ্য সংরক্ষণ
- কম্পিউটার শিক্ষা
- টেবিল টেনিসের প্রশিক্ষণ
- "সমস্বর"- সঙ্গীত এবং নাট্য সমাজের অন্তর্গত সঙ্গীত এবং নাট্যের প্রশিক্ষণ
সাথে মহাবিদ্যালয়টি বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগের স্বীকৃতি প্রাপ্ত কিছু পেশাদারী পাঠক্রমও আরম্ভ করেছে। যেমন-
- Performing Arts
- Food Processing
- Fashion Designing Courses
বিভাগসমূহ
[সম্পাদনা]- সংস্কৃত বিভাগ
- অসমীয়া বিভাগ
- ইংরাজী বিভাগ
- অর্থনীতি বিভাগ
- শিক্ষা বিভাগ
- রাজনীতি বিজ্ঞান
- ইতিহাস বিভাগ
- ভূগোল বিভাগ
- হিন্দী বিভাগ
- দর্শন বিভাগ
- গণিত বিভাগ
- বাংলা বিভাগ
- সমাজ শাস্ত্র বিভাগ
- গৃহস্থ বিজ্ঞান বিভাগ[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Website of the College, Date of acquire :09-08-2015"। ৫ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২০।