বিষয়বস্তুতে চলুন

দক্ষিণ কামরূপ মহাবিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দক্ষিণ কামরূপ মহাবিদ্যালয়
নীতিবাক্যতমসো মা জ্যোতির্গময়
ধরনমহাবিদ্যালয়
স্থাপিত১৯৬১
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
গুয়াহাটি বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষড° রমেশ চন্দ্র কলিতা
অবস্থান
মির্জা
, ,
ওয়েবসাইটhttp://dkcollege.in

দক্ষিণ কামরূপ মহাবিদ্যালয় (অসমীয়া: দক্ষিণ কামরূপ মহাবিদ্যালয়; ইংরেজি: Dakshin Kamrup College) অসমের কামরূপ জেলার অন্তর্গত মির্জার একটি ঐতিহ্যমণ্ডিত শিক্ষানুষ্ঠান। মহাবিদ্যালয়টি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৬১ সনে দক্ষিণ কামরূপ মহাবিদ্যালয় স্থাপন করা হয়। ২০০৫ সনে মহাবিদ্যালটি প্রাদেশীকরন করা হয়।

অবস্থিতি

[সম্পাদনা]

দক্ষিণ কামরূপ মহাবিদ্যালয় কামরূপ জেলার মির্জায় অবস্থিত । লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬কি:মি: পশ্চিমে মালিয়াটা পাহাড়ের নিকটে অবস্থিত।

পাঠ্যক্রম

[সম্পাদনা]

দক্ষিণ কামরূপ মহাবিদ্যালয়ে নিমোক্ত পাঠ্যক্রমে শিক্ষা প্রদান করা হয়।

  • উচ্চতর মাধ্যমিক (কলা ও বিজ্ঞান)
  • স্নাতক ( কলা ও বিজ্ঞান)
  • স্নাতকোত্তর (অসমীয়া)
  • BMC
  • B. VOC

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]