মহাকালী - আন্ত হি আরম্ভ হ্যায়
মহাকালী - আন্ত হি আরম্ভ হ্যায় | |
---|---|
![]() | |
ধরন | হিন্দুধর্ম হিন্দু পুরান ড্রামা |
নির্মাতা | সিদ্ধার্থ কুমার তেওয়ারি |
ভিত্তি | দেবীমাহাত্ম্যম্ কালিকা পুরাণ দেবীভাগবত পুরাণ |
লেখক | বিনোদ শর্মা |
চিত্রনাট্য | উৎকর্ষ নাইথানি |
গল্প লেখক | সিদ্ধার্থ কুমার তেওয়ারি উৎকর্ষ নাইথানি |
সৃজনশীল পরিচালক | নিতিন মথুরা গুপ্ত |
অভিনয়ে | পূজা শর্মা সৌরভ রাজ জৈন মেঘান যাদব কানন মালহোত্রা নিকিতা শর্মা |
উদ্বোধনী সঙ্গীত | ক্রাম ক্রিম হাম হ্রীম কালিকয়ে হাম ফাট |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ৯৫ |
নির্মাণ | |
প্রযোজক | গায়ত্রী গিল তেওয়ারি রাহুল কুমার তেওয়ারি |
চিত্রগ্রাহক | অংশুমান মান্ডল |
সম্পাদক | পরেশ শাহ মদন মিশ্র |
ক্যামেরা সেটআপ | মাল্টি ক্যামেরা |
ব্যাপ্তিকাল | ৪৫ মিনিট |
নির্মাণ কোম্পানি | স্বস্তিক প্রোডাকশন |
পরিবেশক | ভায়াকম ১৮ |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | কালার্স টিভি |
ছবির ফরম্যাট | 576i 1080i (HDTV) |
মূল মুক্তির তারিখ | ২২ জুলাই ২০১৭ ৫ আগস্ট ২০১৮ | –
বহিঃসংযোগ | |
ওয়েবসাইট |
মহাকালী - আন্ত হি আরম্ভ হ্যায় একটি ভারতীয় টেলিভিশন ধারাবাহিক। যা ২০১৭ সালে ২২শে জুন কালার্স টিভিতে প্রিমিয়াম হয়।[১] হিন্দু দেবী কালীর কাহিনী নিয়ে, এটি নির্মাণ করেছে স্বস্তিক প্রোডাকশন।[২]
অভিনয়ে[সম্পাদনা]
- পূজা শর্মা
- সৌরভ রাজ জৈন
- মেঘান যাদব
- কানন মালহোত্রা
- নিকিতা শর্মা
অভিযোজন[সম্পাদনা]
- এটি কালার তামিলে কাকুম দেবম কালি নামে তামিল ভাষায় ডাব করা হয়েছিল।[৩]
- এই শো টি ২০১৭ থেকে কালার্স বাংলা- এ একই শিরোনাম সহ বাংলা ভাষার ডাব করা সংস্করণ।
- ২০১৮ সাল থেকে কালার কন্নড়-এ এই শো টি কন্নড় ভাষায় বিভিন্ন অভিনেতাদের একই শিরোনামে রিমেক করা হয়েছে।
- এই শোটি জেমিনি টিভিতে একই শিরোনাম সহ তেলেগু ভাষায় ডাব করা হয়েছে।
- এই শোটি মালয়ালম ভাষায় ডাব করা হয়েছে শ্রী ভদ্রকালী ১৬ এপ্রিল ২০১৮ সূর্য টিভিতে
- এই শোটি ২০২০-এ কালারস রিশতেতে চলবে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Colors opens weekend 7pm slot with Mahakali"। Best Media Info।
- ↑ "Colors to launch 'Mahakali' in weekend 19:00 slot"। Biz Asia।
- ↑ "Hit fiction shows to keep the audience entertained during lockdown period"। The Times of India। ১০ এপ্রিল ২০২০।