ব্যবহারকারী আলাপ:Sojol Rana/সংগ্রহশালা ১
আলোচনা যোগ করুন
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
[সম্পাদনা]সুপ্রিয় SojolRana! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৬:০৩, ১৭ জানুয়ারি ২০১৮ (ইউটিসি) |
ইদ মোবারক!
[সম্পাদনা] কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে। |
নভেম্বর ২০২০
[সম্পাদনা]হ্যালো, SojolRana, উইকিপিডিয়ায় স্বাগতম ও আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনার সম্পাদনার ধরনের মাধ্যমে বুঝা যাচ্ছে যে, আপনি উইকিপিডিয়ায় একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করছেন অথবা উইকিপিডিয়া বহির্ভূত ব্যক্তির সহায়তায় সম্পাদনা করছেন। একাধিক অ্যাকাউন্ট ব্যবহার সম্পর্কিত আমাদের নীতিমালাটি এটি সমর্থন করে না। যদি আপনি সরাসরি একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করেন অথবা অন্য ব্যক্তির সহায়তায় কাজটি করে থাকেন, তবে অনুগ্রহ করে আপনার সম্পৃক্ততা প্রকাশ করুন।রিয়াজ (আলাপ) ১৭:৪১, ৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)
উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যে-কেউ এই বিশ্বকোষে গঠনমূলক সম্পাদনা করতে পারেন। তবে, অনুগ্রহ করে কোনো নিবন্ধ ও উইকিপিডিয়া পাতায় বিজ্ঞাপন বা প্রচারণামূলক উপকরণ অথবা তথ্যাদি যোগ করবেন না । বিজ্ঞাপন এবং উইকিপিডিয়াকে প্রচারমাধ্যম হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে স্বাগত পাতা দেখে নিন এবং উইকিপিডিয়া সম্পর্কে জানুন। ধন্যবাদ।রিয়াজ (আলাপ) ১৭:৪১, ৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)
প্রিয় ব্যবহারকারী, আমি Riaz। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আমি এক/একাধিক বাহ্যিক লিঙ্ক বা স্প্যাম হিসেবে বিবেচিত হতে পারে এমন লেখা সরিয়েছি যা আপনি যোগ করেছিলেন, কারণ এটি একটি বিশ্বকোষের জন্য অনুপযুক্ত। আপনি যদি মনে করেন আমি ভুল করেছি, অথবা আপনার যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনি আমার আলাপ পাতায় একটি বার্তা রাখতে পারেন, অথবা লিঙ্ক সম্পর্কে আমাদের নির্দেশিকাগুলি একনজর দেখতে পারেন। আপনাকে ধন্যবাদ। রিয়াজ (আলাপ) ১৭:৪১, ৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)
আসসালামুআলাইকুম ভাই, সর্বপ্রথমেই আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি দেরিতে রিপলে দেয়ার জন্য। আসলে এই একাউন্টটি আমি প্রায় ৩ বছর আগে তৈরি করে ব্যবহার করছিলাম। মাঝখানে বেশ কিছুদিন উইকিপিডিয়াতে অবদান রাখতে পারিনি, তাই এই একাউন্টটির পাসওয়ার্ড ভুলে যাই। সেজন্য নতুন আরেকটি একাউন্ট তৈরি করে কিছুদিন ব্যবহার করেছিলাম। পরবর্তীতে এই একাউন্টটি ফিরিয়ে আনতে সক্ষম হয়। এখন থেকে এই একাউন্টটিই ব্যবহার করবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। — সজল রানা আলাপ ১৭:৫১, ১০ জুলাই ২০২১ (ইউটিসি)
বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২
[সম্পাদনা]সুপ্রিয় SojolRana,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)
স্বাগতম
[সম্পাদনা]শুভেচ্ছা নিন। নতুনদের স্বাগত বার্তা দেয়ার ক্ষেত্রে পরিশ্রম করার প্রয়োজন নেই। কারণ নতুনরা প্রথম সম্পাদনা করার পর অভ্যর্থনা কমিটি বট স্বয়ংক্রিয়ভাবে স্বাগত বার্তা দেবার কথা। — AKanik 💬 ১১:০৪, ১২ জুলাই ২০২১ (ইউটিসি)
ঠিক আছে ভাই — সজল রানা আলাপ ১১:০৬, ১২ জুলাই ২০২১ (ইউটিসি)
পরামর্শ
[সম্পাদনা]শুভেচ্ছা। আমি দেখতে পেয়েছি আপনি কিছু ছবি আপলোড করছেন। একটি কথা:
ইংরেজি উইকির ছবির বিবরণ পাতার অনেক টেমপ্লেট বাংলা উইকিতে কাজ করবে না। তাই ওখানে থেকে নিবন্ধের তথ্যছকের মত টেমপ্লেট কপি করার দরকার নাই।
বরং আপলোডের ধরন অনুসারে, ফাইল-ট্রান্সফার সরঞ্জাম দ্বারা আপলোডের পর বাংলা উইকির সেই রকম কোন ছবির বিবরণ কপি করে যোগ করে দিন (কেবল মানগুলি বদল করে দিবেন): যেমন উক্ত সরঞ্জাম দ্বারা
১. লোগো আপলোড করলে, আপলোডের পর https://w.wiki/3dSm পাতার সব লেখা কপি করুন ও কেবল মান পরিবর্তন করে যোগ করে দিন।
২. পোস্টার আপলোড করলে, আপলোডের পর https://w.wiki/3dSo এর সব লেখা কপি করে, মানগুলি বদল করে তাতে যোগ করে দিন
৩. লোগো/পোস্টারের বদলে অন্য ছবি আপলোড করলে, আপলোডের পর https://w.wiki/3dSz এর লেখা কপি করে মানগুলি বদলে করে তাতে যোগ করে দিন।
(উপরে প্রদত্ত তিনটি লিঙ্ক আপনার খেলাঘরে রেখে দিন, তাহলে দরকারের সময় খোঁজা খুঁজি করতে হবে না)
আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৩৮, ১৩ জুলাই ২০২১ (ইউটিসি)
@আফতাবুজ্জামান: অনেক ধন্যবাদ ভাই, আপনার দেয়া লিংক গুলো বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করতে অনেক কাজে লাগবে। আমি ইতিপূর্বেই উক্ত ছবির টেমপ্লেট গুলো বাংলা করে দিয়েছি। — সজল রানা আলাপ ১৩:৫৪, ১৩ জুলাই ২০২১ (ইউটিসি)
[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities
[সম্পাদনা]Hello,
As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.
An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:
- Date: 31 July 2021 (Saturday)
- Timings: check in your local time
- Bangladesh: 4:30 pm to 7:00 pm
- India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
- Nepal: 4:15 pm to 6:45 pm
- Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
- Live interpretation is being provided in Bangla and Hindi.
- Please register using this form
For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.
Hope that you are able to join us, KCVelaga (WMF), ০৬:৩৩, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
[সম্পাদনা]ইউনিয়ন পদক | |
ইউনিয়ন সম্পর্কিত নিবন্ধ সমৃদ্ধকরণে আপনার কাজ প্রশংসাযোগ্য। আশা করি, ভবিষ্যৎতেও এটি অব্যাহত থাকবে। তবে একটি নিবন্ধের জন্য শুধুমাত্র একটি সূত্রই যথেষ্ট নয়। আশা করি, এই দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ। -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১৪:০৬, ২৪ জুলাই ২০২১ (ইউটিসি) |
@Owais Al Qarni: অনেক ধন্যবাদ ভাই, আপনার দেয়া এই পদক আমাকে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণে আরো উৎসাহ প্রদান করবে। — সজল রানা আলাপ ১৪:২০, ২৪ জুলাই ২০২১ (ইউটিসি)
আমন্ত্রণ
[সম্পাদনা]শুভেচ্ছা নিন। লক্ষ্য করছি আপনি নানা বিষয়ে ভাল অনুবাদ করছেন। আপনার কাজের সুবিধার্থে আমি একটি তালিকা করেছি। এই তালিকা থেকে কিছু ইসলামি নিবন্ধ অনুবাদ করলে ভালো হয়। ধন্যবাদ।–ধর্মমন্ত্রী (আলাপ) ২২:২৮, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)
@Owais Al Qarni: ধন্যবাদ ভাই, আমি উক্ত নিবন্ধগুলো ইনশাআল্লাহ আমার সাধ্যমতো অনুবাদ করার চেষ্টা করবো— সজল রানা আলাপ ০৪:৫৬, ২৭ জুলাই ২০২১ (ইউটিসি)
নতুন নিবন্ধ টহল নীতিমালা
[সম্পাদনা]সুপ্রিয় সজল রানা,
নতুন তৈরিকৃত নিবন্ধগুলো টহল দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তবে অনুগ্ৰহ পূর্বক নিবন্ধ তৈরি হওয়ার ৪৮ ঘন্টা পূর্বে কোন পরিষ্করণ ট্যাগ যোগ করবেন না যেমনটা এখানে করেছেন। নতুন নিবন্ধ টহল নীতিমালার মাধ্যমে এগুলো নিষিদ্ধ করা হয়েছে। আপনার উইকিযাত্রা শুভ হোক, শুভকামনায় —শাকিল হোসেন আলাপ ০৫:১৮, ২৭ জুলাই ২০২১ (ইউটিসি)
@MdsShakil: ঠিক আছে ভাই— সজল রানা আলাপ ০৫:২৬, ২৭ জুলাই ২০২১ (ইউটিসি)
গাজীপুর জেলার ইউনিয়ন পরিষদসমূহ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
[সম্পাদনা]গাজীপুর জেলার ইউনিয়ন পরিষদসমূহ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/গাজীপুর জেলার ইউনিয়ন পরিষদসমূহ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। —শাকিল হোসেন আলাপ ০৫:৪০, ২৮ জুলাই ২০২১ (ইউটিসি)
কুড়িগ্রাম জেলার ইউনিয়ন পরিষদসমূহ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
[সম্পাদনা]কুড়িগ্রাম জেলার ইউনিয়ন পরিষদসমূহ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কুড়িগ্রাম জেলার ইউনিয়ন পরিষদসমূহ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। —শাকিল হোসেন আলাপ ০৫:৫৯, ২৮ জুলাই ২০২১ (ইউটিসি)
বহিঃসংযোগ
[সম্পাদনা]ইউনিয়নের নিবন্ধের বহিঃসংযোগ অনুচ্ছেদ এভাবে লিখলে ভালো হয়। —শাকিল হোসেন আলাপ ১৭:৪৮, ৩০ জুলাই ২০২১ (ইউটিসি)
- @MdsShakil: ঠিক আছে ভাই। — সজল রানা আলাপ ১৭:৫৪, ৩০ জুলাই ২০২১ (ইউটিসি)
পুনর্নির্দেশ!
[সম্পাদনা]কিছু নিবন্ধের ক্ষেত্রে কাজে লাগলেও বেশিরভাগ নিবন্ধের জন্য ইংরেজি শিরোনামে নতুন নিবন্ধ তৈরি করে সেটি থেকে আবার বাংলা শিরোনামে পুনর্নির্দেশ করা নিতান্তই অপ্রয়োজনীয়। এই যেমন 21st Meril-Prothom Alo Awards!! তবে আপনার কাছে কোন কারণ থাকতেও পারে, থাকলে সেটি বললে ভালো হয়। হীরক রাজা ১৫:৫৪, ১ আগস্ট ২০২১ (ইউটিসি)
- @Aishik Rehman: মেরিল-প্রথম আলো পুরস্কার প্রাপ্ত শিল্পীদের নিবন্ধগুলো সম্প্রসারণ করতে উক্ত পুনর্নির্দেশ গুলো তৈরি করেছি। যেমন মেরিল-প্রথম আলো পুরস্কার টেমপ্লেট এই বিষয়শ্রেণীটি দেখতে পারেন। ইংরেজী উইকিপিডিয়াতে মেরিল-প্রথম আলো পুরস্কার সংক্রান্ত পুরস্কারগুলোর আলাদা আলাদা টেমপ্লেট রয়েছে এবং উক্ত টেমপ্লেটের সাথে সম্পর্কযুক্ত শিল্পীদের নিবন্ধে তা যুক্ত আছে, কিন্তু বাংলা উইকিপিডিয়াতে তা নেই। সেকল নিবন্ধগুলোতে ইংরেজী নামের সাথে বাংলা নামের সঠিকভাবে উক্ত টেমপ্লেট যুক্ত করতে পুনর্নির্দেশ ব্যবহার করা হয়েছে। এছাড়াও পূর্বে অনেক নিবন্ধে ইংরেজী শিরোনামের পুনর্নির্দেশ রয়েছে, যেমনঃ Muhammed Zafar Iqbal, Tarana Halim, Nusrat Imrose Tisha ইত্যাদি, এগুলো সবই হবহু ইংরেজি উইকিপিডিয়ার শিরোনাম যা দিয়ে বাংলা উইকিপিডিয়াতে কেউ অনুসন্ধান করলে সেসকল নির্দিষ্ট নিবন্ধে নিয়ে যাবে। এবং এরূপ হবহু ইংরেজি উইকিপিডিয়ার শিরোনামকে যথাযথ বাংলা উইকিপিডিয়ার শিরোনামে পুনর্নির্দেশ করাও বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধির একটি অংশ। আপনাকে ধন্যবাদ।— সজল রানা আলাপ ১৬:২৬, ১ আগস্ট ২০২১ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
[সম্পাদনা]আসল উইকিপদক | |
উইকিপিডিয়ায় নবাগত হিসেবে আপনি অসাধারণ অবদান রাখছেন। এরই মধ্যে খুব দরকারি ও আগ্রহব্যঞ্জক অনেক নিবন্ধ লিখে ফেলেছেন। আপনার এই অবদানকে সম্মান জানিয়ে বিশেষভাবে আপনাকে এই পদকটি প্রদান করছি। আপনার মাধ্যমে উইকিপিডিয়ার অগ্রযাত্রা অব্যাহত হবে কামনা করি। আপনার জন্য অসংখ্য ভালোবাসা ও শুভকামনা। — Meghmollar2017 • আলাপ • ০৫:৪২, ৮ আগস্ট ২০২১ (ইউটিসি) |
- @Meghmollar2017:: অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার দেয়া এই পদক বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করতে অনেক উৎসাহ দিবে। — সজল রানা আলাপ ০৫:৪৬, ৮ আগস্ট ২০২১ (ইউটিসি)
উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০২১
[সম্পাদনা]সুপ্রিয় Sojol Rana,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের ভোটদান শুরু হয়েছে যা ৩১শে আগস্ট পর্যন্ত চলবে। সম্প্রদায়ের প্রার্থীদের তাদের প্রার্থীতা জমা দিতে বলা হয়েছিল। তিন সপ্তাহ ধরে প্রার্থীদের আহ্বানের পর ২০২১ সালের নির্বাচনে ১৯ জন প্রার্থী রয়েছেন।
উইকিমিডিয়া সম্প্রদায়ের নিকট ভোটদানের মাধ্যমে আগামী তিন বছরের মেয়াদে উইকিমিডিয়া আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ এবং ট্রাস্টি বোর্ডের চাহিদা পূরণ করতে সক্ষম প্রার্থীদের নির্বাচিত করার সুযোগ রয়েছে। প্রার্থীদের সম্পর্কে জানুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোটদান করুন। ট্রাস্টি হিসেবে কাজ করার জন্য নির্বাচন কমিটি সবচেয়ে বেশি ভোট প্রাপ্ত চারজন প্রার্থীকে নির্বাচন করবে। কীভাবে ভোট দিবেন তা জানতে এই পাতাটি পড়ুন।
নির্বাচন কমিটির পক্ষে,
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ০২:২৩, ১৮ আগস্ট ২০২১ (ইউটিসি)
উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচন ২০২১-এ ভোট দিতে ভুলবেন না
[সম্পাদনা]সুপ্রিয় Sojol Rana,
আপনাকে এই বার্তা প্রেরণ করা হয়েছে কারণ আপনি ২০২১-এর উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটদানের উপযুক্ত। নির্বাচনটি ১৮ই আগস্ট, ২০২১ তারিখে শুরু হয়েছে এবং এটি ৩১শে আগস্ট, ২০২১ পর্যন্ত চলবে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বাংলা উইকিপিডিয়া টির মত প্রকল্প পরিচালনা করে এবং ফাউন্ডেশন একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। ট্রাস্টি বোর্ড উইকিমিডিয়া ফাউন্ডেশনের সিদ্ধান্তগ্ৰহণকারী সংস্থা। ট্রাস্টি বোর্ড সম্পর্কে আরও জানুন।
এই বছর সম্প্রদায়ের ভোটদানের মাধ্যমে চারটি আসন নির্বাচিত করতে হবে। বিশ্বজুড়ে ১৯ জন প্রার্থী এই আসনগুলিতে প্রতিদ্বন্দিতা করেছেন। ২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের প্রার্থীদের সম্পর্কে আরও জানুন।
সম্প্রদায়গুলোর প্রায় ৭০,০০০ সদস্যকে ভোট দিতে বলা হয়েছে এবং এর মধ্যে আপনিও রয়েছেন! ভোট দান ৩১ আগস্ট ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত চলবে তাই বাংলা উইকিপিডিয়া এর সিকিউরপোল-এ যান ও আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।
আপনি যদি ইতিমধ্যে ভোট দিয়ে থাকেন তাহলে এই বার্তা টি উপেক্ষা করুন এবং ভোট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলেও একবারই ভোট দিতে পারবে।
নির্বাচন সম্পর্কে আরও জানুন। MediaWiki message delivery (আলাপ) ০৬:২৩, ২৮ আগস্ট ২০২১ (ইউটিসি)
সুধী, নিবন্ধটি তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ। তবে উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ প্রতিযোগিতায় নিবন্ধ টি গ্ৰহণ করা যায়নি কারণ এখানে শব্দ সংখ্যা ৩০০ এর অনেক কম (১৫৩)। আপনি নিবন্ধটি সম্প্রসারণ করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ —শাকিল (আলাপ · অবদান) ০৯:১০, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @MdsShakil:আসলে আমি প্রথমে ৩০০ শব্দের যে নিয়ম সেটা লক্ষ করেছিলাম না। আমি নিবন্ধটি সম্প্রসারণ করেছি। অনুগ্রহ করে এবার দেখতে পারেন। ধন্যবাদ।— সজল রানা আলাপ ১৪:২১, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- গৃহীত হয়েছে। বাক্য গঠনে আরেকটু নজর রাখবেন —শাকিল (আলাপ · অবদান) ১৬:৫৯, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @MdsShakil: পরের অংশটুকু পারশিয়ান ভাষার উইকিপিডিয়া থেকে অনুবাদ করা হয়েছে, ইংরেজি উইকিপিডিয়াতে ৩০০ শব্দ পূর্ণ হবে না, যা আপনি উক্ত নিবন্ধের ইংরেজি সংস্করণ দেখলেই বুঝতে পারবেন। তাই একটু বাক্য গঠনে বেগ পেতে হয়েছে। এছাড়াও সবসময় চেষ্টা করি নিজের সেরাটা দিতে। আপনাকে ধন্যবাদ।— সজল রানা আলাপ ১৭:০৮, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১/বিচিরা বেন ম্রাদ
[সম্পাদনা]সুপ্রিয়, উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা উপলক্ষে আপনার জমা দেওয়া বিচিরা বেন ম্রাদ নিবন্ধটি রুক্ষ/যান্ত্রিক অনুবাদ হওয়ায় গ্রহণ করা হয়নি। অনুগ্রহ করে সাবলীল ও পূর্ণাঙ্গভাবে বাংলায় ভাষান্তর করুন। কাজ শেষ করে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনার জন্য শুভকামনা রইলো। Aishik Rehman (আলাপ) ০৪:৩৯, ৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Aishik Rehman আমি ইতিপূর্বে করেছিলাম, আবারও করলাম। আসলে অনেক ইংরেজি শব্দ আছে যেগুলো দিয়ে বাংলা শব্দ গঠন করা বেশ কঠিন। তারপরও যদি কোথাও আপনার সমস্যা মনে হয় অনুগ্রহ করে জানাবেন। আপনাকে ধন্যবাদ।— সজল রানা আলাপ ০৫:১৭, ৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
নিবন্ধ
[সম্পাদনা]আমার নিবন্ধের অসুবিধা টা একটু বললে ভালো হতো ??? Blogs19 (আলাপ) ০৪:৩৪, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Blogs19 আমি দেখতে পাচ্ছি আপনি উইকিপিডিয়াতে নতুন, তাই বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। নতুন অবস্থায় আপনি সুশোভন সোনু রায়(Susovan Sonu Roy) নিবন্ধটি তৈরি করেছেন যা একজন জীবিত ব্যাক্তিকে নিয়ে তৈরি নিবন্ধ এবং উক্ত নিবন্ধটি উইকিপিডিয়ার WP:N মানদন্ডে উত্তীর্ণ নয়। নিবন্ধটিতে প্রাথমিক কিছু তথ্যসূত্র উল্লেখ করা হয়েছে এবং নিবন্ধটির বিষয়বস্তু যাচাই করার মতো যথেষ্ঠ লিখা নেই। তাই এটি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণ যোগ্য। আপনার উইকিপিডিয়া যাত্রা শুভ হোক।— সজল রানা আলাপ ০৪:৪৭, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- আমি এই নিবন্ধটি আরও উন্নত করতে চাই আপনি কি আমাকে একটা সুযোগ দেবেন ??? দয়া করে কি ট্যাগ টি সরিয়ে নেবেন ??? Blogs19 (আলাপ) ০৪:৫০, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Blogs19 ট্যাগটি আপাতত সরানো হচ্ছে না। নিবন্ধটি আপনি সংশোধন/সম্প্রসারণ করতে পারেন। যদি আপনার সংশোধন/সম্প্রসারণটি WP:N মানদন্ডে উত্তীর্ণ হয় তাহলে নিবন্ধটিকে বিশ্বকোষে রেখে দেয়া হবে এবং দ্রুত অপসারণ ট্যাগটি সরিয়ে দেয়া হবে।— সজল রানা আলাপ ০৪:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- এই ট্যাগটির জন্য কি আমার নিবন্ধ কি যখন তখন অপসারণ হতে পারে ??? আমি এই নিবন্ধটি আরও উন্নত করতে চাই । একটি সুযোগ দেবেন ? Blogs19 (আলাপ) ০৫:০২, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Blogs19 অপসারণের আগ পর্যন্ত নিবন্ধটি সংশোধন/সম্প্রসারণ করতে পারেন। সংশোধন/সম্প্রসারণের পরও নিবন্ধটি যদি WP:N মানদন্ডে উত্তীর্ণ না হয় তবে এটি অপসারণ করা হবে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি ইংরেজি উইকিপিডিয়ায় ধ্বংসাত্ম মূলক সম্পাদনার কারণে আপনাকে অসীম সময়ের জন্য বাধাদান করা হয়েছে।— সজল রানা আলাপ ০৫:১০, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- হ্যাঁ কারণ সেইখানে উত্তীর্ণ করার মতো আমার কাছে যথেষ্ট তথ্যসূত্র ছিল না। Blogs19 (আলাপ) ০৫:১৬, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Blogs19 অপসারণের আগ পর্যন্ত নিবন্ধটি সংশোধন/সম্প্রসারণ করতে পারেন। সংশোধন/সম্প্রসারণের পরও নিবন্ধটি যদি WP:N মানদন্ডে উত্তীর্ণ না হয় তবে এটি অপসারণ করা হবে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি ইংরেজি উইকিপিডিয়ায় ধ্বংসাত্ম মূলক সম্পাদনার কারণে আপনাকে অসীম সময়ের জন্য বাধাদান করা হয়েছে।— সজল রানা আলাপ ০৫:১০, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- এই ট্যাগটির জন্য কি আমার নিবন্ধ কি যখন তখন অপসারণ হতে পারে ??? আমি এই নিবন্ধটি আরও উন্নত করতে চাই । একটি সুযোগ দেবেন ? Blogs19 (আলাপ) ০৫:০২, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Blogs19 ট্যাগটি আপাতত সরানো হচ্ছে না। নিবন্ধটি আপনি সংশোধন/সম্প্রসারণ করতে পারেন। যদি আপনার সংশোধন/সম্প্রসারণটি WP:N মানদন্ডে উত্তীর্ণ হয় তাহলে নিবন্ধটিকে বিশ্বকোষে রেখে দেয়া হবে এবং দ্রুত অপসারণ ট্যাগটি সরিয়ে দেয়া হবে।— সজল রানা আলাপ ০৪:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- আমি এই নিবন্ধটি আরও উন্নত করতে চাই আপনি কি আমাকে একটা সুযোগ দেবেন ??? দয়া করে কি ট্যাগ টি সরিয়ে নেবেন ??? Blogs19 (আলাপ) ০৪:৫০, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)