ব্যবহারকারী আলাপ:Sjmonir

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রিয় মনির, উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। আপনার সৈয়দপুর গ্রাম নিবন্ধে আপনি কোনো তথ্যসূত্র না দিয়ে যে নিবন্ধের অবতারণা করেছেন, তা গ্রহণযোগ্য নয়। এরকম হলে যে কেউ কোনো কারণ না দর্শিয়ে আপনার দেয়া তথ্যও মুছে ফেলতে পারেন (কারণ কে সঠিক, তা যাচাই করার কোনো উপায় নেই)। সেজন্য তথ্যসূত্র দিয়ে আপনার উপস্থাপিত বক্তব্যগুলোকে মজবুত করুন। দয়া করে নিবন্ধে ঐতিহাসিক, প্রসিদ্ধ, এবং উল্লেখযোগ্য বিশ্বকোষীয় বিষয়বস্তু যোগ করুন। কাহিনী, গালগল্প যোগ করবেন না। উইকিপিডিয়ায় লেখার ধরণ বিশ্বকোষীয় হতে হবে, গল্পের বইয়ের মতো করে কিংবা ইতিহাসের বইয়ের মতো করে ইতিহাস বলার মতো নয়। দয়া করে নিজের নিবন্ধ থেকে ট্যাগ অপসারণ করবেন না। ট্যাগের শর্ত পূরণ হলে অন্য একজন স্বেচ্ছাসেবী তা অপসারণ করে দিবেন। আপনার সৈয়দপুর গ্রাম নিবন্ধটি বিশ্বকোষীয় কি না বা উল্লেখযোগ্য কিনা, তাও যাচাই করা যাবে, যখন আপনি উপযুক্ত তথ্যসূত্র দিয়ে আপনার বক্তব্যকে পাকা করবেন। নচেৎ সবই আপনার মনগড়া লেখা ধরে নিয়ে যেকেউ এই নিবন্ধটি কারণ না দর্শিয়ে অপসারণের প্রস্তাব রাখতে পারেন। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন। অথবা যেকোনো স্বেচ্ছাসেবকের সহায়তা চাইতে পারেন। কিন্তু দয়া করে নিয়মবহির্ভূত কাজ করবেন না। এতে নানা রকম বিধিনিষেধ আরোপিত হতে পারে। নিয়মতান্ত্রিকভাবে উইকিপিডিয়ার পথ চলায় সাথি হোন -এই কামনা। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১০:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় মুনির, সৈয়দপুর নিবন্ধটিতে আপনি তথ্যসূত্র উল্লেখ করার যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসার যোগ্য। কিন্তু যেভাবে করছেন, তা গ্রহণযোগ্য নয়। তাছাড়া আপনি আবারও ট্যাগ অপসারণের মতো অন্যায় কাজ করছেন। দয়া করে ট্যাগ অপসারণ না করে আপনার কৃতকর্মটি করুন। যদি কারো মনে হয় ট্যাগ অপসারণ করার মতো অবস্থায় এসেছে নিবন্ধটি, তাহলে তিনি তা অপসারণ করবেন। নিজের নিবন্ধ থেকে নিজেই ট্যাগ অপসারণ করবেন না।
কিভাবে একটি নিবন্ধে তথ্যসূত্র যোগ করবেন, তা জানতে আমার এই পরামর্শটি দেখতে পারেন। কিছু না বুঝলে অবশ্যই জানান। কিন্তু ভুলভাবে সম্পাদনা করবেন না দয়া করে। ভালো থাকুন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:০৫, ১৭ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

সৈয়দপুর আদর্শ কলেজ নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারন হিসাবে বলা হয়েছে

উল্লেখযোগ্যতাহীন

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার মূল নীতি অনুসারে নয়, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ার সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালার জন্য দেখুন এবং আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাক্ষ্যা করুন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{hangon}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনি আপনার যুক্তি রাখতে পারেন।তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। মহীন রীয়াদ (আলাপ) ১৯:৪১, ৮ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

সৈয়দপুর গ্রাম নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

সৈয়দপুর গ্রাম নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সৈয়দপুর গ্রাম পাতায় আলোচনা করা হবে, এটি একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি অপসারন করবেন না।

Ibrahim Husain Meraj (আলাপ) ১১:২৬, ২৩ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

সৈয়দপুর গ্রাম নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

সৈয়দপুর গ্রাম নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সৈয়দপুর গ্রাম (২য় মনোনয়ন) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ashiq Shawon (আলাপ) ১৫:২৮, ২০ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

জানুয়ারি 2020[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। সম্ভবত এটা আপনার ইচ্ছাকৃত ছিল না, কিন্তু আপনার সাম্প্রতিক সম্পাদনা সৈয়দপুর গ্রাম‎ থেকে তথ্য মুছে ফেলেছে। লেখা মোছার সময়, অনুগ্রহ করে সম্পাদনা সারাংশ অংশে কারণ উল্লেখ করুন এবং বিতর্ক উদ্রেক করতে পারে এমন সম্পাদনা সম্পর্কে নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করুন। এটা যদি কোনো ভুল হয়ে থাকে, দুশ্চিন্তিত হবেন না; লেখা উদ্ধার করা হয়েছে, যেমনটা আপনি দেখতে পাবেন পাতার ইতিহাসে। এই বিশ্বকোষে কিভাবে অবদান রাখতে পারেন, এ বিষয়ে স্বাগত পাতাটি দেখুন, এবং আপনি যদি কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:২৮, ৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সৈয়দপুর গ্রাম সিলেট বিভাগের একটি ঐতিহ্যবাহী গ্রাম। আয়তনের দিক দিয়ে এই গ্রাম সিলেট বিভাগের দ্বিতীয় বৃহত্তম গ্রাম। তথ্যসূত্রের ঘাটতি থাকায় হয়তো এই গ্রামের নিবন্ধটি অপসারণ করা হয়েছে তবে আমি চাই এই গ্রামের নামে লিখিত নিবন্ধটি পুনরায় চালু করা হোক। Sjmonir (আলাপ) ১৩:৩৩, ৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]