ব্যবহারকারী আলাপ:Ratul Sikder15

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]


নিবন্ধ তৈরি[সম্পাদনা]

সুধী, বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য স্বাগতম। সম্প্রতি আপনি উইকিপিডিয়ায় ইতোমধ্যে রয়েছে এমন বেশ কয়েকটি নিবন্ধ ও ছোট নিবন্ধ তৈরি করেছেন। অনুগ্রহ করে নিবন্ধ তৈরির পূর্বে উইকিপিডিয়ার সার্চ বার/অনুসন্ধান বাক্সে অথবা সরাসরি গুগলে গিয়ে নামটি সার্চ করে দেখবেন যদি নিবন্ধ তৈরি না হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় তথ্যসূত্র দিয়ে নিবন্ধটি তৈরি করবেন। সেই সাথে ছোট নিবন্ধ তৈরি না করারও অনুরোধ রইলো। ধন্যবাদ —আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:৫৯, ২২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

:প্রিয় রাতুল সিকদার  আমি একই বার্তা দিতে এসে খেয়াল করলাম রিয়াজ উদ্দিন রিপন ভাই আপনাকে বার্তা দিয়েছে। আপনার তৈরি গণ বাহিনী পাতাটি আগে থেকেই তৈরি হওয়া গণবাহিনী পাতায় পুনর্নির্দেশ করেছি। নিবন্ধ তৈরির সময় অবশ্যই আগে সার্চ দিয়ে ফলাফলগুলো দেখে নিতে পারেন। তাহলে এ সমস্যাটি হবে না। --দেলোয়ার () • ১৭:১৮, ২২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ভাইয়া আমি মুক্তিযুদ্ধ পাতা পড়ার সময় গণবাহিনী লেখাটা লাল কালি দিয়ে লেখা দেখেছি। তাই তৈরি করেছিলাম। জানানোর জন্য ধন্যবাদ।

আর ভাইয়া কোন বিখ্যাত ব্যাক্তির তথ্য বক্স আকারে লিখতে চাই। কিভাবে লিখব? Ratul Sikder15 (আলাপ) ০৬:৪৯, ২৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


নিবন্ধে তথ্যছক আকারে লিখতে চাইলে তথ্যছকের কোড কপি করে নিবন্ধে যোগ করতে পারেন যেমন: কোনো ব্যক্তির নিবন্ধে যোগ করার {{তথ্যছক ব্যক্তি}} টেমপ্লেট থেকে কোড কপি করতে পারেন। এই ধরনের আরও অন্যান্য ব্যক্তি, চলচ্চিত্র, লেখক ইত্যাদির তথ্যছকের কোড খুজে পেতে উইকিপিডিয়ার সার্চ বক্সে গিয়ে লিখবেন টেমপ্লেট:তথ্যছক ব্যক্তি অথবা লেখক (আপনার চাহিদা অনুযায়ী)। আশা করি বুঝতে পারছেন, বুঝতে অসুবিধা হলে জানাতে পারেন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:৫৭, ২৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
সুধী উইকিপিডিয়ায় উল্লেখযোগ্য নয় এমন ব্যক্তির নামে নিবন্ধ তৈরি করবেন না। অনুগ্রহ করে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতাউইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয় পাতা দুটি পড়ে নিন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:০৮, ২৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হ্যালো, এবং উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হতে পারে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:০৮, ২৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ভাইয়া পাতাটি কি অপসারণ করা হবে? Ratul Sikder15 (আলাপ) ০৮:১৪, ২৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


শুধু উক্ত পাতাটি নয় উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতার মানদণ্ডে অনুত্তীর্ণ এমন সকল নিবন্ধই অপসারণ করা হয়ে থাকে। হতাশ হবেন না, আপনি যদি ইংরেজিতে দক্ষ হন তাহলে ইংরেজি উইকিপিডিয়া থেকে বাংলা ভাষায় অনুবাদ করে নিবন্ধ তৈরি করতে পারেন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:২৪, ২৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

এই পাতাটির সমস্যা অথবা ভুল কোথায় তা যদি জানিয়ে দিতেন তাহলে পরবর্তিতে পাতা তৈরির সময় ভুল সম্পর্কে সাবধান থাকতাম।

    Ratul Sikder15 (আলাপ) ০৮:২৫, ২৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


সোজা কথায় বলতে গেলে উইকিপিডিয়ায় উল্লেখযোগ্যতার মানদণ্ডে অনুত্তীর্ণ। এছাড়াও ওনার নামে দেশী/বিদেশী কোনো পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় নি। আবার এমনও একটা কথা আছে, কারও নামে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও অনেক সময় উইকিপিডিয়ায় তার নামে নিবন্ধ থাকার যোগ্য নয়। আবারও বলছি অনুগ্রহ করে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা পাতাটি পড়ে নিন তাহলে বুঝতে পারবেন। এছাড়াও আপনি ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদে আগ্রহী হলে বাংলা উইকিপিডিয়ায় চলমান নিবন্ধ প্রতিযোগিতা উইকিপিডিয়া:উইকি লাভস ওমেন দক্ষিণ এশিয়া ২০২০ পাতা থেকে তৈরি হয় নি এমন নিবন্ধ তৈরি করতে পারেন। ধন্যবাদ, আপনার জন্য শুভ কামনা। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:৩৫, ২৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

https://www.thedailystar.net/star-youth/news/antik-mahmuds-chol-provides-thrilling-experience-readers-1874170

https://www.thedailystar.net/arts-entertainment/news/noman-oishik-jawad-and-antik-mahmuds-humorous-superhero-story-1867507

এছাড়াও রকমারিতে বেস্টসেলার বইয়ের তালিকায় ওনার বইয়ের নাম রয়েছে Ratul Sikder15 (আলাপ) ০৮:৪০, ২৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


আমি উপরে কি লিখেছি সেটা আপনি ভালো করে পড়ে দেখেন নি, আমি আরও বলেছি সংবাদপত্রে খবর প্রকাশিত হলেও অনেক ক্ষেত্রে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতা মানদণ্ডে উত্তীর্ণ হয় না। তাছাড়া আপনি উক্ত নিবন্ধে আয়মান সাদিকের নাম উল্লেখ করেছেন, আপনি কি লক্ষ্য করেছেন আয়মান সাদিকের নামেও নিবন্ধ নেই। অথচ, ওনার নামে দেশী বিদেশি অনেক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে এবং রকমারি বেস্ট সেলার বইয়ের তালিকায়ও আয়মান সাদিকের নাম ছিলো এরপরও তার নামে নিবন্ধ নেই। কারণটা আশা করি বুঝে গেছেন। তাই এই বিষয়ে আলোচনা আর বাড়াবেন না। আরেকটা বিষয় জানিয়ে দিই আপনি নিবন্ধ যেই ছবিটি যোগ করেছেন সেটি শেখ মেহেদি মোর্শেদের তোলা ছবি, কিন্তু সেটি আপনার নামেই আপলোড করে দিয়েছেন যেটি সুস্পষ্ট কপিরাইট লঙ্ঘন। তাই ছবি আপলোডের ক্ষেত্রেও নিজের তোলা ছবি এবং মুক্ত লাইসেন্সের ছবি ব্যতীত অন্যের তোলা ছবি উইকিমিডিয়া কমন্সে আপলোড করা থেকে বিরত থাকবেন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৯:২৮, ২৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]