ব্যবহারকারী আলাপ:Himel Rahmon

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

সম্পাদনা প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় Himel Rahmon,

দয়া করে আপনার তৈরী করা নিবন্ধগুলিতে আলাপ পাতা তৈরি করুন। খুব সহজ। নিবন্ধের উপরের দিকের বাম কোনায় নিবন্ধ লেখাটির পাশে আলোচনা কথাটি লেখা থাকে। সেই লেখাটি যদি লাল থাকে তবে বুঝবেন আলোচনা পাতা তৈরি করতে হবে। সেই লেখায় ক্লিক করে আলাপ পাতা শব্দ দুটি লিখে শব্দ দুটির উভয় পাশে দুটি দ্বিতীয় বন্ধনি চিহ্ন দিলেই কাজ শেষ। যেমন আপনার শুরু করা প্রতাপগড়ের যুদ্ধ নিবন্ধে আমি করে দিয়েছি। আপনার তৈরি করা অন্যান্য নিবন্ধে আপনি সেভাবে করতে পারবেন। আপনার সম্পাদনা শুভ হোক। আর মীরজাফর নামে আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা ঠিক করা হয়েছে। --সাদি (আলাপ) ০৫:০৬, ১৭ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

সাদি, আপনাকে ধন্যবাদ। Himel Rahmon (আলাপ) ০৫:২২, ১৭ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ক্ষুদ্র নিবন্ধ[সম্পাদনা]

সুপ্রিয় হিমেল, বাংলা উইকিপিডিয়ায় আপনি যুদ্ধ সংক্রান্ত নিবন্ধ গুলো নিয়ে কাজ করছেন। একটি বিষয় নিয়ে এভাবে লেগে থেকে কাজ করার মানসিকতাকে আমি শ্রদ্ধা করি। এর ফলে বিষয়ভিত্তিকভাবে আমাদের বাংলা উইকিপিডিয়া আরো সমৃদ্ধ হবে। আমি গত একমাস ধরে আপনার করা নতুন পৃষ্ঠাসমূহ দেখলাম। আপনি অনেক গুলো নিবন্ধ তৈরী করেছেন যার বেশ কিছু মানসম্মত কিন্তু বেশীরভাগ স্টাব বা অসম্পূর্ণ। অসম্পূর্ন নিবন্ধ একটি বিশ্বকোষের জন্য বোঝাস্বরূপ। তাই একেকটি নিবন্ধে কমপক্ষে তিনটি অনুচ্ছেদ যুক্ত করার অনুরোধ রইলো। যুদ্ধ সংক্রান্ত নিবন্ধে যোগ করার মত প্রচুর তথ্য রয়েছে। আরো অনেক কাজ করুন, মানসম্মত কাজ করুন এই প্রত্যাশা রইলো। ফেরদৌস২০:২৩, ২১ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধের শেষে বিষয়শ্রেণী যোগ[সম্পাদনা]

অনুগ্রহ করে আপনার তৈরি করা নিবন্ধগুলির শেষে বিষয়শ্রেণী যোগ করুন। এভাবে [[বিষয়শ্রেণী:XXXXX]] যেখানে XXXXX হচ্ছে বিষয়শ্রেণীর নাম। আমি ইতিমধ্যেই অনেকগুলিতে যোগ করেছি। আমার ব্যবহার করা বিষয়শ্রেণীগুলি হল "বাংলার ইতিহাস" ও "বাংলার নবাব"। আপনি চাইলে অন্য বিষয়শ্রেণীও যোগ করতে পারেন। অর্ণব (আলাপ | অবদান) ০৮:৫৭, ২৫ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

বিশেষ পদক
বাংলা উইকিপিডিয়ায় যুদ্ধ সম্পর্কিত নিবন্ধগুলো প্রতিনিয়ত তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধশালী করার প্রচেষ্টার জন্য আপনাকে এই পদক দেওয়া হল। ধন্যবাদ! The Jack Sparrow (আলাপ) ১২:২৬, ৩১ জুলাই ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ছোট নিবন্ধ তৈরি প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় সুধী, আপনার তৈরি ‎ভারতীয় যুদ্ধাপরাধসমূহ নিবন্ধটি খুবই ছোট, যা পড়ে বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যাচ্ছে না। দয়া করে অচিরেই তা সম্প্রসারণ করুন, নতুবা তা শীঘ্রই মুছে ফেলা হবে এবং {{ছোট নিবন্ধ}}{{কাজ চলছে}} এই দুইটি ট্যাগ সাময়িক সময়ের জন্য ঝুলিয়ে দিতে পারেন। আর এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য এই পাতাটি পড়তে পারেন। আরোও কিছু জানার থাকলে আমাকে আলাপ পাতায় জানাতে পারেন। ধন্যবাদ, আপনার উইকিযাত্রা শুভ হোক। -মেরাজ (আলাপ) ০৪:৩০, ৪ আগস্ট ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

Share your experience and feedback as a Wikimedian in this global survey[সম্পাদনা]

WMF Surveys, ১৮:১৯, ২৯ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Reminder: Share your feedback in this Wikimedia survey[সম্পাদনা]

WMF Surveys, ০১:১৭, ১৩ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey[সম্পাদনা]

WMF Surveys, ০০:২৭, ২০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ[সম্পাদনা]

সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ইঙ্গ–আফগান যুদ্ধ (১৮৩৯–১৮৪২) নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

ইঙ্গ–আফগান যুদ্ধ (১৮৩৯–১৮৪২) নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ইঙ্গ–আফগান যুদ্ধ (১৮৩৯–১৮৪২) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। গোলাম মুকিত(আলাপ)(অবদান) ১৯:১৪, ১০ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ঈদ শুভেচ্ছা[সম্পাদনা]

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

সুপ্রিয় Himel Rahmon,
ইদ নিয়ে আসে আনন্দ, ইদ নিয়ে আসে সুখের বার্তা। কিন্তু আমাদের চারপাশে মহামারী বিস্তারকারী করোনাভাইরাস তার কালো থাবা বিছিয়ে বসে আছে। তাই উৎসব পালনে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। আমরা যেন আনন্দ ভাগাভাগি করতে গিয়ে করোনাভাইরাস ভাগাভাগি করে না বসি।

সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন।
ইদ মোবারক! ফেরদৌস

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় Himel Rahmon,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় Himel Rahmon,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

সোতির যুদ্ধ নিবন্ধটি সম্পর্কে[সম্পাদনা]

সুপ্রিয় Himel Rahmon, আমি MdsShakil। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ১৮ এপ্রিল, ২০১৭ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের সময় হতে প্রায় ২০৩৩ দিন পূর্বে সোতির যুদ্ধ নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত ব্যখ্যা রয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একটি সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাটি হলো:

  1. নিবন্ধটি আকারে অনেক ছোট

আপনি যা করতে পারেন:

  1. নিবন্ধটি সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সাহায্য করুন। অন্যথায়, এটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে

এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ০৯:৩৪, ১১ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]