ব্যবহারকারী আলাপ:BKMtr

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

ইদ মোবারক[সম্পাদনা]

টাকা নয়, বিকাশ নয়,
নয়তো কোনো স্মারক
বার্তা দিয়েই জানালাম এবার,
ইদ মোবারক

সুধী, এই ইদে আপনার কষ্ট গুলো দূরে সরে যাক, খুশিতে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, ইদ মোবারাক আপনার জন্য। উইকিপিডিয়ায় এ মাসে আপনার রাখা অবদানের জন্য উইকিপিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এই মাসে উইকিতে আপনার সম্পাদনা সংখ্যা 13টি এবং আপনার মোট সম্পাদনা সংখ্যা প্রায় 29টি
- ধন্যবাদন্তে মোঃ মারুফ হাসান (আলাপ) ১৩:৩৪, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রসমূহের তালিকা[সম্পাদনা]

সুধী, বাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রসমূহের তালিকা নিবন্ধে আপনার কিছু সম্পাদনায় আপনি চলচ্চিত্রের নামসমূহের আয় কত সেটা উল্লেখ না করে বা সূত্র উল্লেখ না করে কিভাবে এগুলো আয় অনুযায়ী র‌্যাংক/অবস্থান নির্ণয় করছেন? অনুগ্রহ করে বিষয়টি স্পষ্ট করলে ভালো হয়। –TANBIRUZZAMAN (💬) ১৪:২২, ৩ অক্টোবর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিমিডিয়া আন্দোলন সনদ সংক্রান্ত আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ (১)[সম্পাদনা]

প্রিয় BKMtr, আশা করি ভালো আছেন। আপনি হয়তো ইতোমধ্যেই জানেন যে, আন্দোলন সনদ খসড়া প্রণয়ন কমিটি (MCDC) বর্তমানে আন্দোলন সনদের খসড়া অধ্যায় সম্পর্কে বিভিন্ন উইকিমিডিয়া সম্প্রদায়ের মতামত সংগ্রহ করছে। তারই অংশ হিসেবে আমরা নিশ্চিত করতে চাই যে বাংলা উইকিমিডিয়ানদের সম্প্রদায়ও এই প্রক্রিয়ার সাথে সম্পূর্ণভাবে জড়িত হয়ে সুচিন্তিত প্রতিক্রিয়া প্রদান করতে পারে। এই লক্ষ্যে আগামী ২১ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮:০০ টায় (ভারতীয় সময় ৭:৩০) একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উইকিমিডিয়া আন্দোলন সনদ তথা মুভমেন্ট চার্টারের সাথে নিজেকে পরিচিত করতে এবং প্রতিক্রিয়া, মন্তব্য ও অভিমত প্রদানের মাধ্যমে সনদ কমিটিকে সহযোগিতার জন্য আমরা আপনাকে আলোচনায় যুক্ত হতে অনুরোধ করছি। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদেরকে কথোপকথনটি প্রস্তুতে সহযোগিতা করুন।

বি.দ্র.

  • আলোচনায় অংশগ্রহণকারীদের জন্য ইন্টারনেট ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে।
  • কথোপকথনের পুর্বপ্রস্তুতি হিসেবে আপনি চাইলে খসড়া সনদটি এখান থেকে পড়ে নিতে পারেন।
  • আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি সম্পর্ক জানতে মেটা-পাতা দেখুন

শুভেচ্ছান্তে,
উইকিমিডিয়া আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি সমন্বয়ক দল
১৬:৪১, ২০ অক্টোবর ২০২৩ (ইউটিসি)

শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত শিল্পকর্মের তালিকা[সম্পাদনা]

সুধী, আপনার অনূদিত শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত শিল্পকর্মের তালিকা নিবন্ধটি অপসারণ করতে চাচ্ছেন কেন জানতে পারি? বোরহান (আলাপ) ১২:৪৮, ২৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩" এডিটাথনে অংশ নিন![সম্পাদনা]

বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৩ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩
০৩:২৭, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যসূত্র প্রসঙ্গ[সম্পাদনা]

শুভেচ্ছা নিন। বাংলা উইকিতে তথ্যসূত্র যোগের সময় চেষ্টা করুন বাংলা তথ্যসূত্র দিতে। বিশেষ করে বাংলা, বাংলাদেশ সম্পর্কিত ক্ষেত্রে। বিষয় বাংলা, বাংলাদেশ হলে আপনি সহজেই যে বিষয়ে বাংলা তথ্যসূত্র খুঁজে পাবেন। আর তথ্যসূত্রের প্রয়োজনীয় অংশ যেমন লেখক, প্রকাশক ইত্যাদি বাংলা করতে ভুলবেন না।

আপনাকে একটা উদাহরণ দেই: আপনি মুজিব: একটি জাতির রূপকার নিবন্ধে নিচের সূত্র দিয়েছেন।

{{Cite web|title=Trailer of ‘Mujib– The Making of a Nation’ trailer released at Festival de Cannes|url=https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1826781|access-date=2023-11-07|website=Ministry of Information & Broadcasting}}

আপনি একটু খুঁজলেই এটার বাংলা সংস্করণ পেয়ে যেতেন।

{{Cite web|title=‘মুজিব – একটি জাতির রূপকার’ সিনেমাটির ট্রেলার কান চলচ্চিত্র উৎসবে প্রকাশিত|url=https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1826880|access-date=2023-11-07|website=তথ্য ও সম্প্রচার মন্ত্রক}}

আর এটার বাংলা সংস্করণ না পেলেও, আপনি গুগলে খুঁজে অন্য কোন বাংলা উৎসের লিঙ্ক ব্যবহার করতে চেষ্টা করতে পারেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১৬, ৭ নভেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় BKMtr,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

চট্টগ্রাম ষড়যন্ত্র মামলা পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করা হয়েছে। এটি দ্রুত অপসারণের বিচারধারার স১২ অনুচ্ছেদের অধীনে করা হয়েছে, কারণ পাতাটি সন্দেহাতীতভাবে কপিরাইট লঙ্ঘন করে। পাতাটি সরাসরি https://www.bbc.com/bengali/news-49354427 থেকে অনুলিপি করা হয়েছে। আইনি কারণে, আমরা অন্য ওয়েবসাইট বা মুদ্রিত উপাদান থেকে নেওয়া কপিরাইটযুক্ত পাঠ্য বা চিত্র গ্রহণ করতে পারি না এবং ফলস্বরূপ, আপনার সংযোজন মুছে ফেলা হয়েছে। আপনি তথ্যের উৎস হিসেবে অন্যান্য ওয়েবসাইট বা অন্যান্য মুদ্রিত উপাদান ব্যবহার করতে পারেন, কিন্তু বাক্যের উৎস হিসেবে নয়। মনে রাখবেন: উৎসের লেখাটি পড়ে আপনার নিজের ভাষায় লিখুন। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেয় এবং ক্রমাগত লঙ্ঘনকারীদের সম্পাদনা থেকে অবরুদ্ধ করা হবে

যদি বাহ্যিক ওয়েবসাইট বা চিত্রটি আপনার হয়, এবং আপনি যদি উইকিপিডিয়াকে সাইটটির পাঠ্য বা চিত্র ব্যবহার করার অনুমতি দিতে চান - অর্থাৎ অন্য লোকেদের যে কোনওভাবে এটি ব্যবহার করার অনুমতি দিতে চান - তাহলে আপনাকে অবশ্যই উইকিপিডিয়ার উইকিপিডিয়া:কপিরাইটযুক্ত উপকরণ দানকরণ পাতায় ব্যাখ্যা করা প্রক্রিয়াগুলির মধ্যে একটি দ্বারা বাহ্যিকভাবে তা যাচাই করতে হবে। আপনি যদি মালিক না হন তবে আপনাকে যদি অনুমতি থাকে, তবে একই নিয়ম প্রযোজ্য। আপনি যদি মালিক না হন এবং আপনার অনুমতি না থাকে, তাহলে আপনি কীভাবে এটি পেতে পারেন তার জন্য উইকিপিডিয়া:কপিরাইট অনুমতির অনুরোধ দেখুন। আপনি আরও তথ্যের জন্য উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা দেখতে পারেন অথবা এখানে প্রশ্ন করতে পারেন।

অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইতোমধ্যে যদি তা করে থাকেন তবে, উইকিপিডিয়া:অপসারণ পর্যালোচনা পাতায় একটি আলোচনা শুরু করতে পারেন। —শাকিল (আলাপ · অবদান) ২২:৫১, ৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]