ব্যবহারকারী আলাপ:Archona Ray

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Nettime Sujata কর্তৃক ২ বছর পূর্বে "বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম[সম্পাদনা]

অর্চনা রায় নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য অর্চনা রায় নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি নিম্নলিখিত কারণে করা হয়েছে:

পরীক্ষামূলক পাতা

দ্রুত অপসারণ নীতি অনুসারে, যে সকল নিবন্ধ উইকিপিডিয়ার সাধারণ নীতিমালা অনুসরণ করেনি সেগুলো যেকোন মুহুর্তে অপসারণ করা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন —শাকিল হোসেন আলাপ ০৯:১২, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

হেই,আমি একটা পেজ মুছে দিতে চাচ্ছি।এটি কে ভাবে করবো? Archona Ray (আলাপ) ০৯:২১, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

কোন পাতা মুছতে চান? —শাকিল হোসেন আলাপ ০৯:২৯, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
অর্চনা রায়,,,এটি Archona Ray (আলাপ) ০৩:২৭, ৩১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
অর্চনা রায় ইতিমধ্যে অপসারণ/ডিলিট করা হয়েছে। আর আপনি যদি আপনার ব্যবহারকারী পাতা মুছতে চান তাহলে পাতার শুরুতে {{db-self}} কোডটি কপি করে বসিয়ে দিন একজন প্রশাসক তারপর এটি মুছে দিবেন —শাকিল হোসেন আলাপ ০৩:৩২, ৩১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

শিব ঠাকুর[সম্পাদনা]

কেন ত্রিশূলে বাঁধা শিবের ডমরু❓❓

অন্য সব দেবতাদের থেকে মহাদেব সবচেয়ে আলাদা। তাঁর পোশাক পরিচ্ছদ ও জীবণ ধারণের প্রণালী একেবারেই বিলাস ও বৈভব বিহীন। এই শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে মনে করা হয়।

⭕ত্রিশূল ও ডমরু➡️

শিব বা মহাদেবকে দেবাদিদেব বলা হয়ে থাকে। হিন্দু ধর্ম অনুযায়ী তিনি হলেন আদি দেবতা। অন্য দেবতাদের থেকে সম্পূর্ণ আলাদা, মহাদেবের সহজ সরল জীবনযাত্রা ও পোশাক আশাক তাঁর ভক্তদের মনে তাঁর সম্পর্কে কৌতুহল বাড়িয়ে তোলে আরও অনেকটাই৷ কেন তাঁর হাতে ত্রিশূল, কেন তাঁর হাতে ডমরু, কেন সাপ তাঁর গলায় জড়ানো, এমন আরও বহু প্রশ্নই মনে উঁকি দিয়ে যায়৷ তেমনই কিছু প্রশ্নের উত্তর রইল আপনাদের জন্য…

🔴 ত্রিশূল - মহাদেবের ত্রিশূল তিনটি শক্তির প্রতীক- জ্ঞান, ইচ্ছা এবং সম্মতি৷

🟠 ডমরু - শিবের ত্রিশূলে সব সময় বাঁধা থাকে ডমরু। এই ডমরু বেদ এবং তার উপদেশের প্রতীক যা আমাদের জীবনে এগিয়ে চলার রাস্তা দেখায়৷

🟡 রুদ্রাক্ষমালা - রুদ্রাক্ষ ধারণ আসলে শুদ্ধতার প্রতীক৷ অনেকক্ষেত্রে তাঁর হাতে রুদ্রাক্ষমালা থাকে যা ধ্যানমুদ্রার সূচক বলে জানা যায়৷

🟢 নাগ - মহাদেবের গলায় ও মাথায় নাগের উপস্থিতি সর্বদা দেখা যায়, যা পুরুষের অহংকারের প্রতীক বলে মনে করা হয়৷

🔵 মাথায় চাঁদ - মহাদেবের মাথার চাঁদ এই ইঙ্গিত দেয় যে, কাল সম্পূর্ণরূপে তাঁর নিয়ন্ত্রণে৷

🟣 জটার থেকে নির্গত জল - মহাদেবের জটা থেকে জল বেরিয়ে আসতে দেখা যায়। আসলে তা হল গঙ্গা নদী৷ য়অনেক ছবিতে আবার চেহারার পরবর্তে জটা থেকে নির্গত জলধারা দেখতে পাওয়া যায়৷ ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয় সর্গের নদী গঙ্গা যখন মর্ত্যে নেমে আসছিলেন, তখন তাঁর প্রচণ্ড জলোচ্ছ্বাসে পৃথিবী প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। ভগীরথ তখনও শিবের চরণাগত হন। মহাদেব নিজের জটায় গঙ্গাকে আবদ্ধ করে ফেলেন। জটা থেকে মহাদেব তাঁকে ছোটো ছোটো ধারায় মুক্তি দেন। সেই কারণে মহাদেবের জটা থেকে গঙ্গাকে বেরিয়ে আসতে দেখা যায়।

🟤 তৃতীয় নেত্র - তাঁর কপালের তৃতীয় নেত্রকে জ্ঞানের প্রতীক বলে মনে করা হয়৷ অনেক ক্ষেত্রে বলা হয়, তিনি রেগে গেলে এই তৃতীয় চোখটি খুলে যায় এবং সব কিছু ভস্ম হয়ে যেতে পারে তাতে৷

⚫ বাঘ ছাল - মহাদেবের সব ছবিতেই দেখা যায় তিনি বাঘছাল পরে রয়েছেন, আবার কোনও কোনও ছবিতে এও দেখা যায় যে তিনি বাঘ ছালের ওপর বসে রয়েছেন৷ আসলে এই বিষয়টি ভয় হীনতা ও অতি সাধারণ জীবনযাত্রার প্রতীক।

🙏🙏🙏🔱🔱🔱 Archona Ray (আলাপ) ০৭:০৯, ২২ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

এপ্রিল 2021[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগতম, আমি Tahmid02016। আমি আপনাকে জানাতে চাই যে আমি বৃহস্পতিবার পাতায় আপনার করা সাম্প্রতিক অবদান যা আপনি এখানে করেছেন তা বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও কোনো গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ! তাহমিদ (আলাপ) ০৭:২৭, ২২ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ঠিক আছে। Archona Ray (আলাপ) ০৭:২৮, ২২ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ভাইয়া আমি নতুন পেজ তৈরি করতে চাই। কিন্তু করবো কি ভাবে? Archona Ray (আলাপ) ০৮:১৬, ৭ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২[সম্পাদনা]

সুপ্রিয় Archona Ray,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন