ব্যবহারকারী আলাপ:Anupom Nath

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

জুন ২০২৩[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগত জানাচ্ছি। আপনার অন্তত একটি সাম্প্রতিক সম্পাদনা, যেমনটা আপনি করেছেন বল্লাল সেন, গঠনমূলক মনে হয়নি এবং বাতিল করা কিংবা মুছে ফেলা হয়েছে। অনুগ্রহ করে আপনার যেকোনো পরীক্ষা-নিরীক্ষা, যেমনটি আপনি চান, খেলাঘরে করুন। যদিও উইকিপিডিয়াতে সবাইকে সম্পাদনায় স্বাগত জানানো হয়, তাই অনুগ্রহ করে কিছুটা সময় নিয়ে আমাদের নীতিমালা ও নির্দেশাবলী সম্পর্কে ওয়াকিবহাল হয়ে নিন। আপনি এসংক্রান্ত তথ্য পাবেন স্বাগত পাতায় যা আরো জানাবে কিভাবে এই বিশ্বকোষে গঠনমূলক অবদান রাখা যায়। ধন্যবাদ। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২০:২৯, ১৯ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো কাজের জন্য প্রশংসা![সম্পাদনা]

সুপ্রিয় Anupom.001, আমি আপনার মেন্টর। আপনার অবদানের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি লক্ষ্য করেছি যে আপনি উইকিপিডিয়ায় অবদান রেখে যাচ্ছেন। আমি আশা করি আপনি যুক্ত থাকবেন এবং অবদান রাখা চালিয়ে যাবেন! যেকোনো প্রশ্নের জন্য নির্দ্বিধায় আমার আলাপ পাতায় একটি বার্তা পাঠান। শুভেচ্ছা! ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৪:১২, ২৫ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়াতে কেউ যখন কারোর সম্পাদনা বাতিল করে তখন তার user name এর পাশে (আলাপ) লিখা থাকে। এটার কারণ কি? এটা কিভাবে করে আমি এই জিনিসটা বুঝি না। Anupom (আলাপ) ১৮:৩৩, ২৭ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Anupom.001 কী বুঝাচ্ছেন না স্পষ্ট হতে পারলাম না। তবুও ধারণা করে বলছি: আপনি {{ব্যবহারকারী}} ব্যবহার করে পাশে আলাপ লেখাসহ ব্যবহারকারীর সংযোগ আনতে পারেন। উদাহরণতঃ {{ব্যবহারকারী|খাত্তাব হাসান}} যুক্ত করলে এরকম দেখাবে: খাত্তাব হাসান (আলাপ · অবদান)। আশা করি বুঝাতে পেরেছি। অন্য কোনো বিষয় হলে অনুগ্রহ করে জানান। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ২১:৫৫, ২৭ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
{{ব্যবহারকারী | Anupom.001}} মানে এই ভাবে?Anupom (আলাপ) ০৪:৫৬, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Anupom.001 জি, তবে ভার্টিকাল বারের আগে পরে স্পেস হবেনা। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৭:২৩, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
{{ব্যবহারকারী|Anupom.001}} এবার বোধ হয় ঠিক হয়েছে।Anupom (আলাপ) ০৭:২৬, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Anupom.001 জি। ব্যবহার করে দেখুন। nowiki ট্যাগ ব্যতীত। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৭:২৭, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
আমি তো ট্রাই করে দেখলাম। কাজ তো হয় না। এগুলো তো খুব কঠিন মনে হচ্ছে। Anupom (আলাপ) ০৭:৩৮, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Anupom.001 আপনি বোধহয় রোলব্যাকের কাজ করতে চাচ্ছেন। যেমনটা আমি বিশেষ:পার্থক্য/6117432 তে করেছি। তাই না? ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৮:০৮, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
জ্বী, অনেকক্ষণ পর গিয়ে আপনি বুঝতে পেরেছেন। আসলে এখানে তো কাউকে পাওয়া যাবে না সরাসরি বুঝার জন্য। তাই টাইপ করেই যা বুঝার বুঝতে হয়। আমাকে এটা একটু ভালোভাবে বুঝিয়ে দেন। Anupom (আলাপ) ০৮:৩১, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Anupom.001 এটা মূলতঃ রোলব্যাকের কাজ। উইকিপিডিয়া:রোলব্যাক পড়ে দেখেন, বুঝতে পারেন কিনা। আর আপনি কি অফ-উইকি কোথাও আছেন? অনেক সময় লেখার মাধ্যমে কথা বুঝানো সম্ভব হয়না। গোপনীয়তার সমস্যা না থাকলে ডিসকর্ড/ফেসবুক গ্রুপ/টেলিগ্রামে আসতে পারেন। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৮:৩৯, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
আমি টেলিগ্রামে available আছি। Anupom (আলাপ) ০৮:৫৮, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

ইদ মোবারক[সম্পাদনা]

টাকা নয়, বিকাশ নয়,
নয়তো কোনো স্মারক
বার্তা দিয়েই জানালাম এবার,
ইদ মোবারক

সুধী, এই ইদে আপনার সপ্ন গুলো সত্যি হোক, মনের আশা পুরনো হোক। আপনাকে পবিত্র ইদ-উল-আযহার শুভেচ্ছা। উইকিপিডিয়ায় এ মাসে আপনার রাখা অবদানের জন্য উইকিপিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এই মাসে উইকিতে আপনার সম্পাদনা সংখ্যা 39টি এবং আপনার মোট সম্পাদনা সংখ্যা প্রায় 53টি
- ধন্যবাদন্তে মোঃ মারুফ হাসান (আলাপ) ১৩:২৮, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিমিডিয়া আন্দোলন সনদ সংক্রান্ত আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ (১)[সম্পাদনা]

প্রিয় Anupom Nath, আশা করি ভালো আছেন। আপনি হয়তো ইতোমধ্যেই জানেন যে, আন্দোলন সনদ খসড়া প্রণয়ন কমিটি (MCDC) বর্তমানে আন্দোলন সনদের খসড়া অধ্যায় সম্পর্কে বিভিন্ন উইকিমিডিয়া সম্প্রদায়ের মতামত সংগ্রহ করছে। তারই অংশ হিসেবে আমরা নিশ্চিত করতে চাই যে বাংলা উইকিমিডিয়ানদের সম্প্রদায়ও এই প্রক্রিয়ার সাথে সম্পূর্ণভাবে জড়িত হয়ে সুচিন্তিত প্রতিক্রিয়া প্রদান করতে পারে। এই লক্ষ্যে আগামী ২১ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮:০০ টায় (ভারতীয় সময় ৭:৩০) একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উইকিমিডিয়া আন্দোলন সনদ তথা মুভমেন্ট চার্টারের সাথে নিজেকে পরিচিত করতে এবং প্রতিক্রিয়া, মন্তব্য ও অভিমত প্রদানের মাধ্যমে সনদ কমিটিকে সহযোগিতার জন্য আমরা আপনাকে আলোচনায় যুক্ত হতে অনুরোধ করছি। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদেরকে কথোপকথনটি প্রস্তুতে সহযোগিতা করুন।

বি.দ্র.

  • আলোচনায় অংশগ্রহণকারীদের জন্য ইন্টারনেট ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে।
  • কথোপকথনের পুর্বপ্রস্তুতি হিসেবে আপনি চাইলে খসড়া সনদটি এখান থেকে পড়ে নিতে পারেন।
  • আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি সম্পর্ক জানতে মেটা-পাতা দেখুন

শুভেচ্ছান্তে,
উইকিমিডিয়া আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি সমন্বয়ক দল
১৬:৪১, ২০ অক্টোবর ২০২৩ (ইউটিসি)

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩" এডিটাথনে অংশ নিন![সম্পাদনা]

বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৩ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩
০৩:২৭, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় Anupom Nath,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]