ব্যবহারকারী আলাপ:Ahmad sakir

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১৪:৫৫, ৫ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

কলরব শিল্পীগোষ্ঠী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

কলরব শিল্পীগোষ্ঠী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কলরব শিল্পীগোষ্ঠী পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। কোপার্নিকাস (আলাপ) ১১:১২, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

মতামত হোক। সবাই মতামত দিক। অপেক্ষায় আছি। উইকিপিডিয়ায় এটি আমার লেখা সর্বপ্রথম নিবন্ধ। Ahmad sakir (আলাপ) ১১:২৮, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ অপসারণ[সম্পাদনা]

টিক-চিহ্ন
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে আপনি আপনার আলাপ পাতায় আরেকটি প্রশ্ন করতে পারেন, অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন।

আমি চাচ্ছি নিবন্ধ অপসারণ না করে কীভাবে সমস্যা সমাধান করা যেতে পারে, বা কেনো কিছু পরিবর্তন করা যেতে পারে, সেটি করতে। উইকিপিডিয়ায় এটিই আমার সর্বপ্রথম নিবন্ধ। আমাকে সাহায্য করুন। Ahmad sakir (আলাপ) ১১:৪২, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

এক্ষেত্রে আপনার উচিত আগে নীতিমালা(উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা) পড়ে নিবন্ধ তৈরি করা। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১২:১৬, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আমন্ত্রণ[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। অনেক নতুন উইকিপিডিয়ান বুঝতে পারে না কোন ধরণের নিবন্ধ তৈরী করতে হয়, তাই এক্ষেত্রে অনুবাদ করাটাই ভালো মনে হয়। এভাবে কয়েকটি নিবন্ধ অনুবাদ করলে, “নিবন্ধ” সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। এখানে একটি তালিকা রয়েছে। অথবা আপনি যদি নতুন নিবন্ধ তৈরী করা সম্পর্কে ধারণা পেতে চান, তাহলে আপনার সম্পাদনার ধরন দেখে আমি এই লিস্টটা দেখার অনুরোধ করছি। তাহলে নতুন নিবন্ধ কি রকম হওয়া উচিত সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবেন। আর আপনার যে কোনো সমস্যায় আমার আলাপ পাতায় যোগাযোগ করতে পারেন। অথবা ফেসবুকে! - ওয়াইস আলাপ ১০:৪৮, ১০ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ ভাইয়া। Ahmad sakir (আলাপ) ১১:০৮, ১০ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য কলরব শিল্পীগোষ্ঠী পাতায় একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ এই নিবন্ধের বিষয় একজন ব্যক্তি, প্রতিষ্ঠান (ব্যান্ড, ক্লাব, কোম্পানি, ইত্যাদি) অথবা ওয়েব সাইট সম্পর্কিত। কিন্তু নিবন্ধের কোথাও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কি কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। —ইয়াহিয়াবলুন... ০৪:১৮, ১১ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আগষ্ট ২০২০[সম্পাদনা]

হ্যালো, আমি ওয়াইস। আপনি যে স্টাইলে কলরব শিল্পীগোষ্ঠী নিবন্ধটি লিখেছেন তা নিশ্চিত মুছে ফেলা হবে। আপনি উইকিপিডিয়ায় সম্পাদনার ধরন বুঝতে পারছেন না, নতুন হিসেবে না বুঝারই কথা! এ মূহুর্তে আপনার উচিত হবে অনুবাদ করা। অথবা আপনি আমার সাথে ফেসবুকে কথা বলতে পারেন। - ওয়াইস আলাপ ০৮:৫৮, ১১ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া সংক্রান্ত আলোচনা উইকিতেই হওয়া উচিত। ওনাকে কোনো পরামর্শ দেয়ার প্রয়োজন হলে এই আলাপ পাতাতেই দিন। • ইয়াহিয়াআলাপ০৯:০৮, ১১ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ। Ahmad sakir (আলাপ) ০৯:১১, ১১ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]