ব্যবহারকারী আলাপ:মোঃ ইয়াছিন পাটওয়ারী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

আইনুদ্দিন আল আজাদ রহ.[সম্পাদনা]

উপাধিঃ ইসলামী সংগীত সম্রাট। জন্মঃ ১৯৭৭ সালের ০১ মার্চ। ঝিনাইদহ, কালিগঞ্জ। মৃত্যুঃ ২০১০ সালের ১৮ জুন। জাতীয়তাঃ বাংলাদেশী। মাযহাবঃ হানাফি। মূল আগ্রহঃ ইসলামী সংগীত। লক্ষনীয় কাজঃ ইসলামী আন্দোলন। প্রতিষ্ঠানঃ জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব।

যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনঃ

  • পীর সাহেব চরমোনাই
  • কবি নজরুল
  • কবি ইকবাল

যাদেরকে প্রভাবিত করেছেন

  • আবু সুফিয়ান
  • হুমায়ূন কবির শাবিব
  • সাইদ আহমেদ
  • বদরুজ্জামান

জন্ম ও পারিবারিক পরিচিতঃ ১৯৭৭ সালের ০১ মার্চ ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার তলা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মুহাম্মদ শমসের আলী, মাতাঃ নবীরুন নেসা, ৮ ভাই ৪ বোনে তিনি পঞ্চম।

শিক্ষা জীবনঃ ঝিনাইদহ উওর কাষ্টসাগর দাখিল মাদ্রাসা থেকে ১৯৯১ সালে দালিখ, ছারছিনা দারুল সুন্নাহ আলিয়া মাদ্রাসা থেকে ১৯৯৩ সালে আলিম, মাগুরা সিদ্দিকিয়া মাদ্রাসা থেকে ১৯৯৬ সালে ফাজিল, ঢাকা আলিয়া থেকে ২০১২ সালে কালিম পাশ করেন। এবং ১৯৯৬ সালে তিনি ঝিনাইদহ সরকারি কে সি কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স করেন।

রাজনৈতিক জীবনঃ ইসলামি হুকুমত কায়েমের প্রত্যাশায় ১৯৯২ সালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে যোগ দেন। ১৯৯৮-৯৯ সেশনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রিয় প্রশিক্ষণ সম্পাদক ,২০০০-২০০১ সেশনে কেন্দ্রিয় সহ-সভাপইতি দায়িত্ব পালন করেছেন। ইসলামি সমাজ বিপ্লবের নেতৃত্ব দিতে গিয়ে তিনি বিভিন্ন সময় হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। ২০০০ সালে তৎকালীন সরকারের ইসলাম বিরোধিতার শিকার হয়ে ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রিয় কমটির ১১ জনের মধ্যে তিনিও গ্রেফতার হন।

ইসলামী সংগীত এলবামঃ বন্ধু, কি হবে, তাইতো, অবগাহন, দুর্নিবার ,যায় যদি যাক প্রান, কবর পথের যাত্রী, দামামা, শিক্ষিত শয়তান, জনতার আর্তনাদ, বীর মুজাহিদ ওসামা, বুশের কবর সহ আরো অনেক।

মৃত্যুঃ মর্মান্তিকভাবে সড়ক দুর্ঘটনায় ১৯১০ সালের ১৮ জুন মৃত্যুবরন করেন।

তথ্যসূত্রঃ Ourislam24.com, কলরব শিল্পী গোষ্ঠী।

ফেব্রুয়ারি 2017[সম্পাদনা]

স্বাগতম, আমি NahidSultan। আমি লক্ষ্য করেছি যে সম্প্রতি আপনি আলাপ:প্রধান পাতা পাতায় একটি পরীক্ষামূলক সম্পাদনা করেছেন। অভিনন্দন আপনার পরীক্ষাটি সংরক্ষিত হয়েছিল, আপনি যদি আরও পরীক্ষা নিরীক্ষা করতে চান, তবে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনার পরীক্ষামূলক সম্পাদনাটি অপসারণ করা হয়েছে। আপনি যদি মনে করেন, যে এই কাজটি ভুল হয়েছে অথবা এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য আইনুদ্দিন আল আজাদ রহ পাতায় একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের জন্য বিচারধারার স৪ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ এই নিবন্ধের বিষয় একজন ব্যক্তি, প্রতিষ্ঠান (ব্যান্ড, ক্লাব, কোম্পানি, ইত্যাদি) অথবা ওয়েব সাইট সম্পর্কিত। কিন্তু নিবন্ধের কোথাও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কি কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের জন্য বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। Suvray (আলাপ) ০৬:৫৪, ১ মার্চ ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আইনুদ্দিন আল আজাদ[সম্পাদনা]

আসছে...... মোঃ ইয়াছিন পাটওয়ারী (আলাপ) ১৫:০৮, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]