ব্যবহারকারী আলাপ:গাণ্ডীব জ্ঞানাঙ্কুর
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]
সুপ্রিয় গাণ্ডীব জ্ঞানাঙ্কুর! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি।
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৫:২৬, ১৫ এপ্রিল ২০১৮ (ইউটিসি) |
মানিকল লাল রায় (মানিক স্যার)[সম্পাদনা]
মানিক লাল রায় (মানিক স্যার) | |
---|---|
![]() মানিক লাল রায় | |
জন্ম | [১] | ২৮ ডিসেম্বর ১৯৪৯
মৃত্যু | ২৬ জুলাই ২০১৯ | (বয়স ৬৯)
বাসস্থান | সুনামগঞ্জ, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশি, বাঙালি |
নাগরিকত্ব |
|
শিক্ষা | বিএ, সুনামগঞ্জ সরকারি কলেজ[২] |
পেশা | রাজনীতিবিদ, শিক্ষক |
রাজনৈতিক দল | জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি ট্রেড ইউনিয়ন সংঘ |
মানিক লাল রায় (মানিক স্যার) (ডিসেম্বর ২৮, ১৯৪৯ – জুলাই ২৬, ২০১৯) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, শিক্ষক এবং মুক্তিযোদ্ধা। তিনি ভাসান পানি আন্দোলনের সফল নেতা। তাঁর দ্বারাই সুনামগঞ্জ শহরে স্মরণকালের বৃহত্তর কৃষক সমাবেশ হয়েছিল।[২] [৩] [৪]গাণ্ডীব জ্ঞানাঙ্কুর (আলাপ) ০৭:২১, ২ আগস্ট ২০১৯ (ইউটিসি)
বাংলা উইকিপিডিয়ায় স্থান দেওয়ার আবেদন। গাণ্ডীব জ্ঞানাঙ্কুর (আলাপ) ০২:২৬, ৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)
বাংলা উইকিপিডিয়ায় স্থান দেওয়ার আবেদন। গাণ্ডীব জ্ঞানাঙ্কুর (আলাপ) ০২:২৬, ৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)
মানিক লাল রায় নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

মানিক লাল রায় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মানিক লাল রায় (২য় মনোনয়ন) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ashiq Shawon (আলাপ) ০৩:৫৫, ৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)
- ↑ "বিদায় 'বিদ্রোহী ভৃগু'"।
- ↑ ক খ "মানিক স্যার'র বর্ণাঢ্য রাজনৈতিক জীবন"। দৈনিক সুনামগঞ্জের খবর। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯।
- ↑ "কৃষক নেতা মানিক লাল রায় আর বেঁচে নেই"।
- ↑ "বিপ্লবী বামপন্থী মানিকদা"।