ব্যবহারকারী:Ujjoldas/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড.রামেন্দু শেখর দেওয়ান
জন্ম
রামেন্দু শেখর দেওয়ান (কুলকুসুম)

(১৯৩২-০১-১৭)১৭ জানুয়ারি ১৯৩২
খবংপয্যা গ্রাম,খাগড়াছড়ি জেলা সদর, খাগড়াছড়ি
মৃত্যু২৯ মার্চ ২০২২(2022-03-29) (বয়স ৯০)
যুক্তরাজ্যের ম্যানচেস্টারের নিজ অ্যাপার্টমেন্টে
জাতীয়তাব্রিটিশ ভারত (১৯৪৭ সালের পূর্বে)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ (১৯৭১ সালের পর)
পেশালন্ডনের Salford University থেকে পিএইচডি ডিগ্র্রী অর্জনের পর উক্ত ইউনিভার্সিটিতে অধ্যাপনা শুরু করেন।
পরিচিতির কারণরাজনীতিবিদ
রাজনৈতিক দলপার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি
পিতা-মাতা
  • রমেশ চন্দ্র দেওয়ান (বাবা)
  • চন্দ্রমূখী দেওয়ান (মা)

প্রাথমিক জীবন[সম্পাদনা]

ড. আর এস দেওয়ান ১৯৩২ সালে বর্তমান খাগড়াছড়ি জেলার সদর উপজেলাধীন খবংপড়িয়া(খবংপুজ্যা) গ্রামে লার্মা গোজা পীড়েভাঙা গুত্তি(চাকমাদের গোত্র)র এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রমেশ চন্দ্র দেওয়ান ও মাতার নাম চন্দ্রমূখী দেওয়ান। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন ৬ষ্ঠ সন্তান। তাঁর ডাকনাম ছিলো কুলকুসুম। তাঁর পিতামহ উগ্রমুনি ও আমার প্রপিতামহ বিরাজমুনি ছিলেন সহোদর ভাই।[১]

শিক্ষা জীবন[সম্পাদনা]

ড. আর এস দেওয়ানের শৈশব কেটেছে খবংপড়িয়া(খবংপুজ্যা) নির্মল প্রকৃতি ও আলো-বাতাসের সান্নিধ্যে। তাঁর লেখা-পড়ায় হাতেখড়ি হয় Khabongporia Lower Primary School(বর্তমানে খাগড়াছড়ি সদর উপজেলাধীন খবংপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়)এ। উক্ত স্কুলে ২য় শ্রেণি পর্যন্ত পড়ার পর তিনি চলে যান বর্তমান রাঙ্গামাটি জেলাধীন নানিয়ারচর উপজেলার মহাপুরম(মাওরুম)এ। সেখানে আপন ভগ্নিপতির আশ্রয়ে মহাপুরম মিডল ইংলিশ স্কুলে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রধান সংগঠক প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমার পিতা চিত্ত কিশোর লারমা ছিলেন তাঁর আপন ভগ্নিপতি। পার্বত্য চট্টগ্রামে শিক্ষার আলো বিস্তার সাধনের ক্ষেত্রে অগ্রণী পথিকৃৎ এবং অসংখ্য স্কুল প্রতিষ্ঠার পিছনে যার অবদান রয়েছে। স্কুল ইন্সপেক্টর কৃষ্ণ কিশোর লারমা ছিলেন তাঁর ভগ্নিপতির বড়ভাই। কৃষ্ণ কিশোর লারমা ও চিত্ত কিশোর লারমা ভাইযুগল পার্বত্যাঞ্চলের পশ্চাৎপদ জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করার মহান ব্রত নিয়ে জ্ঞানের মশাল জ্বালানোর শুভসূচনা করেন এ মহাপুরম থেকে। তাই মহাপুরমকে পার্বত্য চট্টগ্রামে শিক্ষার অালো বিস্তারের সুতিকাগার বললে অত্যুক্তি হবেনা। চিত্ত কিশোর লারমা তৎসময়ে মহাপুরম মিডল ইংলিশ স্কুলে প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন।

ড. আর এস দেওয়ান মহাপুরম মিডল ইংলিশ স্কুলে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ার পর রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে ভর্তি হন এবং উক্ত স্কুল থেকে বিজ্ঞান শাখায় সেন্টার ফার্স্ট হয়ে ১৯৫২ সালে ১ম বিভাগে ম্যাট্রিক পাশ করেন। সে সময় বিদ্যালয়ে তাঁর সহপাঠী ছিলেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের একসময়ের স্বনামধন্য প্রথিতযশা শিক্ষক নবীন কুমার ত্রিপুরা, বিশিষ্ট সমাজসেবক কংলাচাই চৌধুরী(খাগড়াছড়ি), মৃনাল কান্তি চাকমা(খবংপড়িয়া, খাগড়াছড়ি) ও ডা. সুব্রত চাকমা(রাঙ্গামাটি) প্রমুখ। ম্যাট্রিক পাশ করার পর তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন এবং ১৯৫৪ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা প্রদানের সময় তাঁর মা মারা গেছে মর্মে একটি উড়ো চিঠি আসলে তিনি পরীক্ষা বাতিল করে বাড়িতে চলে আসেন। ফলে লেখাপড়ায় সহপাঠীদের কাছ থেকে একবছর পিছিয়ে পড়েন। সন্দেহ করা হয়, তাঁর মেধা ও যোগ্যতার প্রতি ঈর্ষান্বিত হয়ে এবং শ্রেষ্ঠত্বকে ঠেকানোর জন্য সহপাঠীদের মধ্যে কোন একজন গোপনে উড়ো চিঠি প্রদানের হীনকাজটি করেন। একবছর ক্ষতি হলেও তিনি ক্ষান্ত হননি। পরবর্তী বছর অর্থাৎ ১৯৫৫ সালে পুনরায় একই কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ম বিভাগে কৃতিত্বের সাথে ইন্টারমিডিয়েট পাশ করেন। অতঃপর তিনি ঢাকাস্থ আহসান উল্লাহ ইঞ্জিনীয়ারিং কলেজে ভর্তি হন। তৎকালীন সময়ে এ শিক্ষা প্রতিষ্ঠানটি ইঞ্জিনীয়ারিং পড়ার জন্য খুবই প্রসিদ্ধ ছিলো। উক্ত প্রতিষ্ঠানে দুই বছর পর্যন্ত পড়ার পর পাঠ্য বিষয়টির প্রতি মনোযোগী হতে না পারায় কোর্স সম্পন্ন হওয়ার পূর্বে ১৯৫৭ সালে তিনি ইঞ্জিনীয়ারিং পড়া ছেড়ে দেন এবং ঐ বছরই কাপ্তাই বাঁধ নির্মাণকারী প্রতিষ্ঠান UTAH Companyতে চাকুরি গ্রহণ করলে কাপ্তাইয়ে তাঁর পোস্টিং হয়। লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহের কারনে উক্ত চাকুরিতেও তিনি মন বসাতে পারেননি। তাই বছরখানেক পরে চাকুরি ছেড়ে দিয়ে ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং উক্ত ইউনিভার্সিটি থেকে ১৯৬১ সালে বিএ অনার্স(রসায়ন) ও ১৯৬৩ সালে এমএসসি(রসায়ন) সম্পন্ন করেন। উক্ত ডিগ্রীসমূহ অর্জনের পরেও তিনি ক্ষান্ত হননি। শিক্ষার সর্বোচ্চ ডিগ্রী পিএইচডি অর্জনের অদম্য আগ্রহকে বাস্তবে রূপ দেয়ার জন্য তিনি উপায় খুঁজতে থাকেন। তৎসময়ে পশ্চাৎপদ জনগোষ্ঠীর এক অজ পাড়াগাঁর মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে বিদেশে গিয়ে ডিগ্রী অর্জনের বিষয়টি ছিলো আকাশকুসুম কল্পনার মতো। কারন তাঁর পরিবারের পক্ষে এতো ব্যয়বহুল খরচ যোগান দেয়ার মতো আর্থিক সক্ষমতা ছিলোনা। আর্থিক আনুকুল্যতা সৃষ্টির জন্য তিনি অবশেষে ঢাকার সাইন্স ল্যাবরেটরিতে চাকুরি নেন। চাকুরির মাধ্যমে প্রয়োজনীয় অর্থ যোগাড় করা সম্পন্ন হলে পিএইচডি ডিগ্র্রী অর্জনের লক্ষ্যে ১৯৬৭ সালে বিলেত(ইংল্যান্ড)এ চলে যান এবং লন্ডনের কুইন্স এলিজাবেথ কলেজ থেকে এমফিল এবং ১৯৮০ সালে লন্ডনের বিশ্বখ্যাত Salford University থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।[২]


কর্মজীবন ও রাজনৈতিক জীবন[সম্পাদনা]

লন্ডনের Salford University থেকে পিএইচডি ডিগ্র্রী অর্জনের পর ড. আর এস দেওয়ান উক্ত ইউনিভার্সিটিতে অধ্যাপনা শুরু করেন। তৎসময়ে পার্বত্য চট্টগ্রামে মানবেন্দ্র নারায়ন লারমার নেতৃত্বে জনসংহতি সমিতির স্বায়ত্বশাসন আন্দোলন শুরু হয়। উল্লেখ্য, এম এন লারমা ছিলেন তাঁর আপন ভাগিনা। আন্দোলন ক্রমশঃ গতিশীল হতে থাকলে ড. দেওয়ান ইউনিভার্সিটির অধ্যাপনা ত্যাগ করে আন্দোলনে সম্পৃক্ত হন। পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদনের পূর্বে তিনি দীর্ঘ অনেক বছর যাবত জনসংহতি সমিতির আন্তর্জাতিক মূখপাত্র ছিলেন। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে স্মারকলিপি প্রদানের মাধমে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইস্যুটিকে সমাধানের দাবী উত্থাপন করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে গুরুুত্বপূর্ণ অবদান রাখেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন গঠনের ক্ষেত্রেও তাঁর অবদান উল্লেখযোগ্য। তাছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন মানবাধিকার সংস্থার সুদৃষ্টি ও সহযোগিতা অর্জনেও তাঁর অসামান্য অবদান ছিলো।[৩]

পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের রাজনৈতিক অধিকার আদায়ের স্বার্থে তিনি তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সুখ, স্বপ্ন ও সম্ভাবনা সবকিছুই বিসর্জন দিয়েছেন। এসব কিছু করতে গিয়ে তিনি বিয়ে করার বিষয়টি পর্যন্ত মাথায় আনেননি। তাই তিনি চিরকুমার রয়ে গেছেন এবং ইংল্যান্ডের ম্যানচেস্টারে নিজস্ব এ্যপার্টমেন্টে বৃদ্ধ বয়সে একাকী নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন এবং সেখানেই তিনি ৯০ বছর বয়ছে মৃত্যুবরণ করেন।[৪][৫] [৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dr. Ramendu Shekhar Dewan। https://chtlegend.org/  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য); |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য);
  2. স্মৃতির অন্তরালে ড. রামেন্দু শেখর দেওয়ান এবং তাঁর সংক্ষিপ্ত জীবনপঞ্জি। https://dailyprovatalo.com/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A1-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8/  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য); |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য);
  3. আর এস দেওয়ান। https://hillvoice.net/bn/%E0%A6%A1-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%96%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%95/  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য); |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য);
  4. আর এস দেওয়ানের মৃত্যুতে জুম্ম জাতি এক বিপ্লবীকে হারাল: জেএসএস। https://www.prothomalo.com/bangladesh/%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%B8-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%81%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%AC%E0%A7%80%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%B8  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য); |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য);
  5. জনসংহতি নেতা আরএস দেওয়ানকে স্মরণ। https://samakal.com/whole-country/article/210771107/%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B9%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%8F%E0%A6%B8-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A3  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য); |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য);
  6. জনসংহতি নেতা আর এস দেওয়ানকে স্মরণ। https://bangla.bdnews24.com/politics/article1919718.bdnews  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য); |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য);