বিষয়বস্তুতে চলুন

বৃন্দাবন দাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বৃন্দাবন দাস (নাট্যকার) থেকে পুনর্নির্দেশিত)
বৃন্দাবন দাস
জন্ম (1970-12-07) ৭ ডিসেম্বর ১৯৭০ (বয়স ৫৩)
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনজগন্নাথ কলেজ, ঢাকা
পেশাঅভিনেতা, লেখক, নাট্যকার
পরিচিতির কারণঅভিনেতা
উল্লেখযোগ্য কর্ম
হারকিপ্টে, সার্ভিস হোল্ডার, পাত্রী চাই, সাকিন সারিসুরি
দাম্পত্য সঙ্গীশাহানাজ খুশি
সন্তানদিব্য জ্যোতি
সৌম্য জ্যোতি
পিতা-মাতা
  • দয়াল কৃষ্ণ দাস (মৃ. ২০১৫) (পিতা)
  • ময়না রানী দাস (মৃ. ২০১৭) (মাতা)

বৃন্দাবন দাস বাংলাদেশের জনপ্রিয় নাট্যকার, অভিনেতালেখক ও পরিচালক। তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) ও বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) থেকে সেরা নাট্যকার হিসেবে পুরস্কার লাভ করেন। আবার কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিজেএফবি) কর্তৃক সেরা নাট্যকার মনোনীত হন।[] তিনি হারকিপ্টে, সাকিন সারিসুরি, ঘর কুটুম, পাত্রী চাই , তিন গেদা , সার্ভিস হোল্ডার,মোহর শেখ, জামাই মেলাসহ প্রায় দুই শতাধিক নাটক ও ধারাবহিক-নাটক লেখেন।[][]

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

বৃন্দাবন দাস পাবনা জেলার চাটমোহর উপজলার সাঁরোড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা স্বর্গীয় দয়ালকৃষ্ণ দাস ছিলেন একজন প্রখ্যাত কীর্তনশিল্পী, পদাবলী কীর্তন ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের অধিকারী। তার মাতা ময়নারানী ২০১৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে পরলোকগমন করেন। শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন বৃন্দাবন দাস। চাটমোহর রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও চাটমোহর সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন জগন্নাথ কলেজ থেকে বিএসএস (সম্মান) ও রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

একজন নামকরা ফুটবল খেলোয়াড় হওয়ার জন্য ১৯৮১ সালে বাড়ী থেকে পালিয়ে ঢাকায় আবাহনী ক্লাবে যান। মনোবাসনার কথা জানান কিংবদন্তিতূল্য ফুটবলার অমলেশ সেন কে। কিন্তু ব্যর্থ হয়ে আবার মাতৃভূমি চাটমোহরে ফিরে যান। ১৯৮৪-৮৬ সাল পর্যন্ত পর পর তিন বছর চাটমোহর উপজেলার বর্ষসেরা ফুটবলার হিসেবে সবুজ-পদকে ভূষিত হয়েছিলেন।[][][]

বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগে খন্ডকালীন শিক্ষক হিসেবে আছেন।[][]

১৯৮৫ সালে চাটমোহর সাংস্কৃতিক পরিষদে ‘চোর’ নাটকের ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে শুরু করেন তার অভিনয় জীবন। পরে ঢাকায় মামুনুর রশীদেরআরণ্যক নাট্যদলে’ যোগ দেন। ১৯৯৭ সালে আরণ্যক ছেড়ে ‘প্রাচ্যনাট’ গঠন করেন এবং ‘কাঁদতে মানা’ নামক নাটকটি লেখেন।[] তার চারটি গল্প নিয়ে ‘সুরের আলো’ নামে তার একটি ছোটগল্প সংকলন রয়েছে।[]

১৯৯৪ সালে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর প্রধান কার্যালয়ে জুনিয়র অফিসার পদে কিছুদিন কাজ করেন।‌ ২০০৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘কেয়ার বাংলাদেশে’ এ কাজ করেন।[] টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিশেন অব বাংলাদেশ-এ মাসুম আজিজ ও নরেশ ভূঁইয়ার সাথে তিনি নির্বাচন কমিশনার ছিলেন।[]

যদিও ১৯৯০ এর দশকের গোড়ার দিকে বৃন্দাবন তার অভিনয় জীবন শুরু করেছিলেন। পরে তিনি বাংলাদেশী সিনিয়র অভিনেতা হয়ে ওঠেন। তিনি চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমজাহিদ হাসান সহ অনেক শীর্ষস্থানীয় বাংলাদেশের অভিনেতাদের সাথে অভিনয় করেছেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

১৯৯৪ সালের ১৯ জানুয়ারি অভিনেত্রী শাহানাজ খুশির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এখন তাদের দুই ছেলে রয়েছে, নাম দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।[][১০]

টেলিভিশন

[সম্পাদনা]

নাট্যকর্ম

[সম্পাদনা]

বৃন্দাবন দাসের লেখা উল্লেখযোগ্য নাটকগুলো মধ্যে রয়েছে:

  • কাঁদতে মানা (১৯৯৭; মঞ্চনাটক)
  • দড়ির খেলা (মঞ্চনাটক)
  • অরণ্য সংবাদ (মঞ্চনাটক)
  • কন্যা (মঞ্চনাটক)
  • কাঁদতে মানা (মঞ্চনাটক)
  • বন্ধুবরেষু (১৯৯৯; বৃন্দাবন রচিত টিভিতে প্রচারিত প্রথম নাটক)[১১]
  • ঘর-কুটুম
  • অনিশ্চিত যাত্রা (মামুনুর রশীদ পরিচালিত)[১১]
  • আলতা সুন্দরী
  • মানিক চোর
  • বিয়ের ফুল
  • গরু চোর
  • কলেজ স্টুডেন্ট
  • ওয়ারেন
  • টক শো
  • জামাই মেলা
  • হারকিপ্টে
  • বাতাসা
  • সাকিন সারিসুরি
  • ভদ্রপাড়া
  • রসু চোর
  • মোহর শেখ
  • চৈতা পাগল
  • পাত্রী চাই
  • পত্র মিতালী
  • তিন গেদা
  • আলতা সুন্দরী
  • ভালোবাসার তিনকাল
  • সম্পত্তি
  • সম্পর্ক
  • উঁট
  • ডায়রী
  • ফিরে পাওয়া ঠিকানা
  • লেখক শ্রী নারায়ণ চন্দ্রদাস
  • কাসু দালাল
  • সার্ভিস হোল্ডার
  • কথা দিলেম তো
  • মোহর শেখ
  • কাঁটা হেরি ক্ষান্ত কেন [১২][১৩]
  • মফিজ বি,এস,সি (দীপু হাজরা পরিচালিত)
  • উসিলা (দীপু হাজরা পরিচালিত)
  • লাভ রশিদ (দীপু হাজরা পরিচালিত)
  • শাপলা স্টুডিও (২০১০)
  • সন্তান (২০১৫)[১৪]
  • মজনু এখন পাগল নহে (২০১৭)
  • তৃতীয় পুরুষ (২০১৭)
  • হেপি ফেমিলি (২০১৭)
  • ভূতের সর্গ (২০১৭; মঞ্চ নাটক)[১৫]
  • মাটির টানে (২০১৭; মঞ্চ নাটক)[১৫]
  • ফিরে পাওয়া ঠিকানা (২০১৯; মুক্তিযোদ্ধের নাটক)
  • নসু ভিলেন (২০২০)
  • শীল বাড়ি (২০২০)
  • পরগাছা (২০২১)
  • ও পাখি তোর যন্ত্রণা (২০২১)
  • রুইতনের বিবি (২০২১)
  • মোঘল ফ্যামিলি (২০২১)
  • বায়ুচড়া (২০২১)[১৬]
  • খচাই (২০২১)[১৬]
  • পিলিয়ার (২০২১)[১৬]
  • ভাডুয়া (২০২১)[১৬]
  • হারাধনের একটি বাগান (২০২২)[১৭]
  • পাল বাড়ী (২০২২)[১৭]
  • পিতা বনাম পুত্র গং (২০২২)[১৭]
  • পিকচারম্যান (২০২২)[১৮]
  • ষন্ডা পান্ডা (২০২৩)[১৭]

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর শিরোনাম চরিত্র পরিচালক টীকা
২০১৬ অন্যবুজ প্রথম চলচ্চিত্র
২০১৬ আয়নাবাজি লাবু মিয়া অমিতাভ রেজা
২০১৮ আলতা বানু অরুণ চৌধুরী
২০২৪ মায়া অনিমেষ আইচ ওয়েব চলচ্চিত্র

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার
বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
২০০৮ সেরা নাট্যকার ছায়াবাজ বিজয়ী
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুরস্কার
বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
২০১২ সেরা নাট্যকার - ধারাবাহিক কথার দিগন্ত বিজয়ী [১৯]
আরটিভি স্টার অ্যাওয়ার্ড
বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
২০১৯ ধারাবাহিক নাটকের শ্রেষ্ঠ রচয়িতা হেভিওয়েট মিজান বিজয়ী [২০]
ডি-২০ মনোনীত [২১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "পাবনার অহংকার নাট্যকার বৃন্দাবন দাস - Ekattorpost" (ইংরেজি ভাষায়)। ২০২২-০৩-২৪T১৫:২৪:৪৪+০৬:০০। ২০২৩-০৮-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2022-06-04  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "নাটকের গল্পে নির্ভরতা বৃন্দাবন দাসে"Protidiner Sangbad। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৪ 
  3. "ফুটবলার হতে না পেরে নাট্যকার হলেন বৃন্দাবন দাস"Barta24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৪ 
  4. "বৃন্দাবন দাস! ফুুুুটবল খেলোয়াড় হতে না পেরেই হলেন নাট্যকার"www.tangailtimes24.com (ইংরেজি ভাষায়)। ২০২২-০৬-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৪ 
  5. "কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন বৃন্দাবন দাস"ইনডিপেনডেন্ট। ১৪ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৩ 
  6. "বৃন্দাবন দাস নজরুল বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক"www.kalerkantho.com। ২০২৩-০৯-১৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৪ 
  7. "নাটকের গল্পে নির্ভরতা বৃন্দাবন দাসে"Protidiner Sangbad। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৪ 
  8. "বিশৃঙ্খলার কারণ দেখিয়ে তিন নির্বাচন কমিশনারের পদত্যাগ"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৪ 
  9. "খুশিকে বিয়ের সময় আমার কাছে ছিল ১৮ টাকা: বৃন্দাবন দাস"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৪ 
  10. "'ওকে দেখলেই বুঝতে পারি আমাকে কেমন লাগছে'"কালের কণ্ঠ। ১৬ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২২ 
  11. "নাটকের গল্পে নির্ভরতা বৃন্দাবন দাসে"Protidiner Sangbad। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৪ 
  12. "ঈদে এনটিভিতে ৭ পর্বের নাটক 'কাঁটা হেরি ক্ষান্ত কেন'"NTV Online। মে ১১, ২০২১। 
  13. টেলিভিশন, Ekushey TV | একুশে। "শুভ জন্মদিন বৃন্দাবন দাস"Ekushey TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৪ 
  14. "অভিনয়ে বৃন্দাবন-শাহনাজ খুশীর ছেলে"Protikhon (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৪-৩০। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  15. "খুশিকে নিয়ে কানাডায় চঞ্চল চৌধুরী"Chandpurpost। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৪ 
  16. "ঈদের নাটক টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক ২০২১"Moheshkhali Tribune (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-২৬। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৪ 
  17. "তাদের নিয়ে মন্তব্য করার সময় আসেনি -শাহনাজ খুশি"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৪ 
  18. "ইদে বৃন্দাবন দাস-চঞ্চল চৌধুরীর 'পিকচারম্যান'"Sarabangla | Breaking News | Sports | Entertainment (ইংরেজি ভাষায়)। ২০২২-০৪-২৭। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৪ 
  19. "প্রদান করা হলো 'ট্র্যাব অ্যাওয়ার্ড'"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৪ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০ 
  20. "'আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৯' পেলেন যারা"আরটিভি অনলাইন। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯ 
  21. "৯ম আরটিভি স্টার এ্যাওয়ার্ড ২০১৯"আরটিভি অনলাইন। ৩ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]