মায়া (ওয়েব চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মায়া
প্রচারণা পোস্টার
বিভূতি বাবুর ১ নং দিশি ভুতের গল্প: মায়া
পরিচালকঅনিমেষ আইচ
চিত্রনাট্যকারঅনিমেষ আইচ
কাহিনিকারবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শ্রেষ্ঠাংশে
পরিবেশকদীপ্ত প্লে
মুক্তি
  • ১৪ এপ্রিল ২০২৪ (2024-04-14)
স্থিতিকাল৭৫ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

মায়া ২০২৪ সালের একটি বাংলা ভাষার বাংলাদেশী অতিলৌকিক হরর ওয়েব চলচ্চিত্র। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প অবলম্বনে পরিচালনা করেছেন অনিমেষ আইচ[১] প্রধান চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, রোদেলা টাপুরমেঘলা টুপুর। এটি দীপ্তি প্লে-তে ২০২৪ সালের ১৪ই এপ্রিল মুক্তি পায়।[২]

পটভূমি[সম্পাদনা]

১০০ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত এ ওয়েব ফিল্মে দেখা যাবে, মানবেন্দ্র নামের এক গরিব ব্রাহ্মণ সন্তান জীবিকার অন্বেষণে একটি গ্রামে আসে। সেখানে পরাশর বাবুর পুরনো এক বাড়ি পাহারা দেয়ার চাকরি পায়। গ্রামবাসীর শত বাধা সত্ত্বেও সে এ অভিশপ্ত বাড়িতে অবস্থান করে। এরপর সে বাড়িতে নানা অলৌকিক ঘটনা ঘটতে থাকে। মানবেন্দ্র এক অশরীরী আত্মা চিনুর প্রেমে পড়ে। কী এক মায়ায় যেন আটকে যায়, কোনোভাবেই সে আর ওই বাড়ি থেকে বের হতে পারে না। মানবেন্দ্র বাড়িটি থেকে বেরিয়ে আসতে পারবে নাকি আটকে যাবে আরো গভীর কোনো মায়ায়, তা নিয়েই ফিল্মটি সাজিয়েছেন নির্মাতা।[১]

অভিনয়শিল্পী[সম্পাদনা]

মুক্তি[সম্পাদনা]

২০২৪ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ৭৫ মিনিটের ওয়েব চলচ্চিত্রটি দীপ্ত প্লে এ মুক্তি পায়।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. BonikBarta। "বিভূতিভূষণের গল্প থেকে অনিমেষের মায়া"বিভূতিভূষণের গল্প থেকে অনিমেষের মায়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৫ 
  2. "মায়া"বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৫ 
  3. "দুই জোড়া জমজকে নিয়ে একশ বছরের পুরোনো গল্প পর্দায় আনছেন অনিমেষ"www.kalerkantho.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]