বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
সংক্ষেপে | বাচসাস |
---|---|
একীভূত | পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি |
গঠিত | ৫ এপ্রিল ১৯৬৮ |
প্রতিষ্ঠাস্থান | পাকিস্তান |
ধরন | সাংবাদিক সংগঠন |
আইনি অবস্থা | বেসরকারি সংগঠন |
উদ্দেশ্য | চলচ্চিত্র কলাকুশলীদের কল্যাণে কাজ করা |
সদরদপ্তর | ঢাকা বাংলাদেশ |
পরিষেবা | বাচসাস পুরস্কার প্রদান |
দাপ্তরিক ভাষা | বাংলা ভাষা |
মহাসচিব | রিমন মাহফুজ |
সভাপতি | রাজু আলীম |
বাচসাস পুরস্কার এর আয়োজক। |
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) চলচ্চিত্র সাংবাদিকদের একটি সংগঠন। ১৯৬৮ সালে পূর্ব পাকিস্তানের ঢাকায় পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি নামে এটি প্রথম প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নাম পরিবর্তন করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি নামকরণ করা হয়। ১৯৭৩-৭৪ সালে এটি পুনরুজ্জীবিত হয় বাচসাস পুরস্কারের প্রবর্তন করেন। বর্তমান (২০২২-২৪) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কবি, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব ও চলচ্চিত্র পরিচালক রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।
ইতিহাস
[সম্পাদনা]নামকরণ
[সম্পাদনা]১৯৬৮ সালের ৫ এপ্রিল পাকিস্তানের চলচ্চিত্র সাংবাদিকদের এক সভায় গঠিত হয় ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেটির নামকরণ হয় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি। যাকে সংক্ষেপে বাচসাস বলা হয়। [১]
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি ২০১৯ সালে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করে সুবর্ণজয়ন্তী উদ্যাপন করে।[৩] তবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রতিবছরই বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন পর্যায়ের তারকাদের পুরস্কার প্রদান করে বাচচাস।[৪] কিন্তু ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৫ বছর সংগঠনের অন্যান্য কার্যক্রম থাকলেও পুরস্কার কার্যক্রম বন্ধ থাকে। পরবর্তী এ ৫ বছরের মুক্তিপ্রাপ্ত ছবি থেকে বাচসাস চলচ্চিত্র পুরস্কার ৫ এপ্রিল ২০১৯ সালে বাচসাসের সুবর্ণজয়ন্তী উৎসবের একটি অংশে পুরস্কার বিতরণের ৩৯তম আসরে প্রদান করা হয়। পুরস্কার বিতরণ ছাড়াও সুবর্ণজয়ন্তিতে সেমিনার, প্রীতি বিতর্ক, পোস্টার প্রদর্শনী ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। [৫]
কার্যক্রম
[সম্পাদনা]সমিতির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে চলচ্চিত্রের কলাকুশলীদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বাচচাস পুরস্কার প্রদান।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন ২৬ জুলাই"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮।
- ↑ "পাঁচ বছরের বাচসাস পুরস্কার পেলেন যারা"। RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮।
- ↑ ডেস্ক, বিনোদন। "বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সুবর্ণ জয়ন্তী উৎসব"। DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮।
- ↑ "বাচসাস : সুবর্ণজয়ন্তী উৎসবে ৫ বছরের চলচ্চিত্র পুরস্কার প্রদান"। www.bhorerkagoj.com। ২০১৯-০৫-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮।
- ↑ "পাঁচ বছরের দেনা মেটাচ্ছে বাচসাস?"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |