ফারুখ জামান
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ফারুখ জামান | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | পেশাওয়ার, খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান | ২ এপ্রিল ১৯৫৬|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | স্লো লেফট-আর্ম অর্থোডক্স | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | |||||||||||||||||||||||||||||||||||||||
সম্পর্ক | ফাহাদ জামান (পুত্র) | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||
একমাত্র টেস্ট (ক্যাপ ৭২) | ২৩ অক্টোবর ১৯৭৬ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২০ অক্টোবর ২০২০ |
ফারুখ জামান (পশতু: فرخ زمان; জন্ম: ২ এপ্রিল, ১৯৫৬) খাইবার পাখতুনখোয়ার পেশাওয়ার এলাকায় জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়কালে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]
ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে মুসলিম কমার্শিয়াল ব্যাংক, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ান প্রভিন্স, পাকিস্তান রেলওয়েজ, পেশাওয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন ও পাঞ্জাব দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন তিনি।
খেলোয়াড়ী জীবন
[সম্পাদনা]১৯৭১-৭২ মৌসুম থেকে ১৯৯৫-৯৬ মৌসুম পর্যন্ত ফারুখ জামানের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। দুই দশকের অধিক সময় ধরে প্রথম-শ্রেণীর ক্রিকেটে সদর্পে খেলেছেন। ১৯৭৬-৭৭ মৌসুমে এনডব্লিউএফপি মুখ্য মন্ত্রী একাদশের সদস্যরূপে সফররত নিউজিল্যান্ডীয় একাদশের বিপক্ষে বেশ ভালো খেলা উপহার দিয়েছিলেন। ফলশ্রুতিতে, জাতীয় দলে খেলার জন্যে তাকে আমন্ত্রণ জানানো হয়।
সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন ফারুখ জামান। ২৩ অক্টোবর, ১৯৭৬ তারিখে হায়দ্রাবাদে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।
১৯৭৬ সালে নিউজিল্যান্ড দল পাকিস্তান গমনে আসে। সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন তিনি। প্রথম ইনিংসে তাকে মাত্র ছয় ওভার ও দ্বিতীয় ইনিংসে মাত্র চার ওভার বোলিংয়ের সুযোগ দেয়া হয়েছিল। ০/১৮ ও ০/৭ বোলিং পরিসংখ্যান গড়েন তিনি। পাকিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণা করায় তাকে ব্যাটিংয়েরও সুযোগ দেয়া হয়নি।
ব্যক্তিগত জীবনে বিবাহিত তিনি। তার সন্তান ফাহাদ জামান প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ List of Pakistan Test Cricketers
- ↑ "Pakistan – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০।
- ↑ "Pakistan – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০।
আরও দেখুন
[সম্পাদনা]- জাভেদ মিয়াঁদাদ
- ইমতিয়াজ আহমেদ
- এক টেস্টের বিস্ময়কারী
- পাকিস্তানি টেস্ট ক্রিকেটারদের তালিকা
- প্রথম-শ্রেণীর ক্রিকেট দলসমূহের বর্তমান তালিকা
- আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণকারী পরিবারের তালিকা
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে ফারুখ জামান (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে ফারুখ জামান (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)