কিউবা জাতীয় ফুটবল দল
![]() | |||
ডাকনাম | লেওনেস দেল কারিবে | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | কিউবা ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | কনকাকাফ (উত্তর আমেরিকা) | ||
প্রধান কোচ | পাবলো এলিয়ের সানচেস | ||
অধিনায়ক | আরিচেল এর্নান্দেস | ||
সর্বাধিক ম্যাচ | ইয়েনিয়ের মার্কেস (১২৬) | ||
শীর্ষ গোলদাতা | লেস্তের মোরে (৩০) | ||
মাঠ | পেদ্রো মারেরো স্টেডিয়াম | ||
ফিফা কোড | CUB | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৭৭ ![]() | ||
সর্বোচ্চ | ৪৬ (নভেম্বর–ডিসেম্বর ২০০৬) | ||
সর্বনিম্ন | ১৮২ (আগস্ট ২০১৭, মার্চ–মে ২০১৮) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৩৭ ![]() | ||
সর্বোচ্চ | ৫২ (ফেব্রুয়ারি ২০০৫) | ||
সর্বনিম্ন | ১৪৭ (সেপ্টেম্বর ২০১৯) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (হাভানা, কিউবা; ১৬ মার্চ ১৯৩০) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (হাভানা, কিউবা; ৮ সেপ্টেম্বর ২০১৮) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (অঁতিব, ফ্রান্স; ১২ জুন ১৯৩৮) ![]() ![]() (মস্কো, সোভিয়েত ইউনিয়ন; ২৪ জুলাই ১৯৮০) | |||
বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ১ (১৯৩৮-এ প্রথম) | ||
সেরা সাফল্য | কোয়ার্টার-ফাইনাল (১৯৩৮) | ||
কনকাকাফ গোল্ড কাপ | |||
অংশগ্রহণ | ১১ (১৯৭১-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চতুর্থ স্থান (১৯৭১) |
কিউবা জাতীয় ফুটবল দল (ইংরেজি: Cuba national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে কিউবার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম কিউবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কিউবা ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৩২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬১ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্য হিসেবে রয়েছে।[৩] ১৯৩০ সালের ১৬ই মার্চ তারিখে, কিউবা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; কিউবার হাভানায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে কিউবা জ্যামাইকাকে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
৩০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট পেদ্রো মারেরো স্টেডিয়ামে লেওনেস দেল কারিবে নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় কিউবার রাজধানী হাভানায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন পাবলো এলিয়ের সানচেস এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন ইন্দেপেন্দিয়েন্তের মধ্যমাঠের খেলোয়াড় আরিচেল এর্নান্দেস।
কিউবা এপর্যন্ত মাত্র ১ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, উক্ত আসরে তাদের সাফল্য হচ্ছে কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা সুইডেনের কাছে ৮–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে, কনকাকাফ গোল্ড কাপে কিউবা এপর্যন্ত ১১ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৭১ কনকাকাফ চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান অর্জন করা।
ইয়েনিয়ের মার্কেস, অদেলিন মোলিনা, হাইমে কলোমে, লেস্তের মোরে এবং রবের্তো লিনারেসের মতো খেলোয়াড়গণ কিউবার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং[সম্পাদনা]
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০০৬ সালের নভেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে কিউবা তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৮০তম) অর্জন করে এবং ২০১৭ সালের আগস্ট মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১৮২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে কিউবার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৫২তম (যা তারা ২০০৫ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৪৭। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৭৫ | ![]() |
![]() |
৯৬০.৭১ |
১৭৬ | ![]() |
![]() |
৯৫৩.৪৫ |
১৭৭ | ![]() |
![]() |
৯৫০.৯১ |
১৭৮ | ![]() |
![]() |
৯৫০.৭১ |
১৭৯ | ![]() |
![]() |
৯৪০.৪৭ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৩৫ | ![]() |
![]() |
১২৯৮ |
১৩৬ | ![]() |
![]() |
১২৯৪ |
১৩৭ | ![]() |
![]() |
১২৮৯ |
১৩৭ | ![]() |
![]() |
১২৮৯ |
১৩৯ | ![]() |
![]() |
১২৮৩ |
প্রতিযোগিতামূলক তথ্য[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপ[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
![]() |
অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
![]() |
উত্তীর্ণ হয়নি | ৬ | ২ | ১ | ৩ | ১৩ | ১৪ | ||||||||
![]() |
কোয়ার্টার-ফাইনাল | ৭ম | ৩ | ১ | ১ | ১ | ৫ | ১২ | উত্তীর্ণ | ||||||
![]() |
উত্তীর্ণ হয়নি | ৪ | ০ | ১ | ৩ | ৩ | ১১ | ||||||||
![]() |
অগৃহীত[৪] | অগৃহীত[৪] | |||||||||||||
![]() |
অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
![]() | |||||||||||||||
![]() |
উত্তীর্ণ হয়নি | ৪ | ১ | ১ | ২ | ৩ | ৫ | ||||||||
![]() |
অগৃহীত[৪] | অগৃহীত[৪] | |||||||||||||
![]() |
অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
![]() |
উত্তীর্ণ হয়নি | ৫ | ২ | ২ | ১ | ৭ | ৫ | ||||||||
![]() |
৯ | ৪ | ৩ | ২ | ১১ | ৮ | |||||||||
![]() |
অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
![]() |
উত্তীর্ণ হয়নি | ২ | ০ | ১ | ২ | ১ | ২ | ||||||||
![]() |
প্রত্যাহার | প্রত্যাহার | |||||||||||||
![]() |
উত্তীর্ণ হয়নি | ১০ | ৪ | ১ | ৫ | ১৭ | ১৮ | ||||||||
![]() ![]() |
৮ | ২ | ৫ | ১ | ৭ | ৩ | |||||||||
![]() |
৪ | ২ | ২ | ০ | ৮ | ৪ | |||||||||
![]() |
৮ | ৩ | ০ | ৫ | ১৩ | ২১ | |||||||||
![]() |
৬ | ০ | ১ | ৫ | ১ | ১০ | |||||||||
![]() |
২ | ০ | ২ | ০ | ১ | ১ | |||||||||
![]() |
অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | কোয়ার্টার-ফাইনাল | ১/২১ | ৩ | ১ | ১ | ১ | ৫ | ১২ | ৬৮ | ২০ | ২০ | ২৯ | ৮৫ | ১০২ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- ↑ "Ramón Coll, electo Presidente de la Confederación de Futbol de América del Norte, América Central y el Caribe"। La Nación (Google News Archive)। ২৩ সেপ্টেম্বর ১৯৬১।
- ↑ ক খ গ ঘ "History of the FIFA World Cup Preliminary Competition (by year)" (পিডিএফ)। FIFA.com। Fédération Internationale de Football Association। ২১ অক্টোবর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১১।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ফিফা-এ কিউবা জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ নভেম্বর ২০১৮ তারিখে (ইংরেজি)
- কনকাকাফ-এ কিউবা জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ জানুয়ারি ২০১৯ তারিখে (ইংরেজি)