সাঁ পিয়ের ও মিক‌লোঁ জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাঁ পিয়ের ও মিক‌লোঁ
অ্যাসোসিয়েশনফরাসি ফুটবল ফেডারেশন
প্রধান কোচইয়ানিক লাফোঁ
মাঠজন গিদার্দিন স্টেডিয়াম
ফিফা কোডSPM
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমাননেই (২১ ডিসেম্বর ২০২৩)[১]
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ২২৩ অপরিবর্তিত (১২ জানুয়ারি ২০২৪)[২]
সর্বোচ্চ২১৬ (২০১০)
সর্বনিম্ন২২৫ (জুন ২০১৯)
প্রথম আন্তর্জাতিক খেলা
 রেউনিওঁ ১১–০ সাঁ পিয়ের ও মিক‌লোঁ 
(সাঁ-গ্রাতিয়েঁ, ফ্রান্স; ২২ সেপ্টেম্বর ২০১০)
বৃহত্তম পরাজয়
 নতুন ক্যালিডোনিয়া ১৬–১ সাঁ পিয়ের ও মিক‌লোঁ 
(ক্লেরেফোঁত্যাঁ, ফ্রান্স; ২৮ সেপ্টেম্বর ২০১২)

সাঁ পিয়ের ও মিক‌লোঁ জাতীয় ফুটবল দল (ফরাসি: Équipe de Saint-Pierre-et-Miquelon de football, ইংরেজি: Saint Pierre and Miquelon national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সাঁ পিয়ের ও মিক‌লোঁর প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম সাঁ পিয়ের ও মিক‌লোঁর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফরাসি ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং তাদের আঞ্চলিক সংস্থা উয়েফাের সদস্যপদ লাভ করেনি। ২০১০ সালের ২২শে সেপ্টেম্বর তারিখে, সাঁ পিয়ের ও মিক‌লোঁ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ফ্রান্সের সাঁ-গ্রাতিয়েঁতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে সাঁ পিয়ের ও মিক‌লোঁ রেউনিওঁয়ের কাছে ১১–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

১,৪০০ ধারণক্ষমতাবিশিষ্ট জন গিদার্দিন স্টেডিয়ামে এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় সাঁ পিয়ের ও মিক‌লোঁয় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইয়ানিক লাফোঁ

ফিফা এবং উয়েফাের সদস্যপদ না থাকার ফলে সাঁ পিয়ের ও মিক‌লোঁ এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপ এবং উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারেনি।

র‌্যাঙ্কিং[সম্পাদনা]

ফিফার সদস্যপদ না থাকার ফলে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সাঁ পিয়ের ও মিক‌লোঁর কোন স্থান নেই। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে সাঁ পিয়ের ও মিক‌লোঁর সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২১৬তম (যা তারা ২০১০ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২২৫। নিম্নে বর্তমানে বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
২২১ অপরিবর্তিত  কুক দ্বীপপুঞ্জ ৬৮৭
২২২ বৃদ্ধি  শ্রীলঙ্কা ৬৮৪
২২৩ অপরিবর্তিত  সাঁ পিয়ের ও মিক‌লোঁ ৬৭৭
২২৪ বৃদ্ধি  সাবা ৬৭১
২২৫ বৃদ্ধি  লাওস ৬৬৫
২২৫ হ্রাস  মাকাও ৬৬৫

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪