প্রবেশদ্বার:বই
বই প্রবেশদ্বারবই বা গ্রন্থ হলো লিখিত, মুদ্রিত, ও অলঙ্কৃত কাগজ বা চর্মপত্রের সমষ্টি যা এক-ধারে-বাঁধা এবং মলাট-আবৃত। বইয়ের একখন্ড কাগজকে বলে পাতা এবং পাতার একেকটি দিককে বলে পৃষ্ঠা। বইয়ের ইলেকট্রনিক সংস্করণকে বলা হয় ই-বুক। বই বলতে সাহিত্যকর্মও বোঝায় এবং ব্যাপক অর্থে বইয়ে লেখা সবকিছুকে সাহিত্য বলে। প্রাচীনকালে শিলালিপি, পান্ডুলিপি এবং মধ্যযুগে কাগজ আবিষ্কারের পর বইয়ের মাধ্যমে মানুষ জ্ঞান সংরক্ষণ করেছে এবং উত্তর-প্রজন্মে পৌঁছে দিয়েছে। বই মুদ্রিত হয় ছাপাখানায় এবং দোকানে বিক্রি হয়। গ্রন্থাগারে সকলের পড়ার জন্যে বই সংরক্ষণ করে রাখা হয়। নির্বাচিত বই
গীতাঞ্জলি বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্যগ্রন্থ। এই বইয়ে ১৫৭টি গীতিকবিতা সংকলিত হয়েছে। কবিতাগুলি ব্রাহ্ম-ভাবাপন্ন মরমী ধরনের রচনা। এর বেশিরভাগ কবিতাতেই রবীন্দ্রনাথ নিজে সুরারোপ করেছিলেন। ১৯০৮-০৯ সালে বিভিন্ন পত্রপত্রিকায় কবিতাগুলি প্রকাশিত হয়। এরপর ১৯১০ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।
১৯১২ সালে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ও সমসাময়িক আরো কিছু কবিতা ইংরেজিতে অনুবাদ করে সং অফারিংস (Song Offerings) নামে প্রকাশিত হয়। কবিতাগুলো রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করেছিলেন এবং ভূমিকা লিখে দিয়েছিলেন ইংরেজ কবি ইয়েটস। পাশ্চাত্যে কাব্যগ্রন্ধটি অত্যন্ত জনপ্রিয় হয় এবং ১৯১৩ সালে এর জন্যে জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। নির্বাচিত ছবি"প্রবেশদ্বার:বই/নির্বাচিত ছবি/১" নামক কোন পাতার অস্তিত্ব নেই। বিষয়শ্রেণীসমূহবই সম্পর্কিত আরও তথ্যনির্বাচিত লেখক
টমাস স্টেয়ার্নস এলিয়ট (১৮৮৮ – ১৯৬৫) একজন ইংরেজ কবি, নাট্যকার, প্রকাশক ও সাহিত্য-সমালোচক। তাকে "বিশ শতকের অন্যতম প্রধান কবি" এবং "আধুনিক কবিতার পথিকৃৎ" ভাবা হয়। এলিয়ট যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও ২৫ বছর বয়সে ইংল্যান্ডে চলে যান এবং একসময় বৃটিশ নাগরিকত্ব গ্রহণ করেন।
এলিয়ট ১৯১৫ সালের দিকে তার কবিতা দি লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক এর মাধ্যমে সবার নজর কাড়েন। এরপরে তার ঝুলি থেকে একে একে বের হয় বিশ্ববিখ্যাত সব কবিতা: দি ওয়েস্ট ল্যান্ড (১৯২২), দি হলো মেন (১৯২৫), অ্যাশ ওয়েন্সডে (১৯৩০) এবং ফোর কোয়ার্টার্স (১৯৪৫)। তার লেখা নাটকগুলোর মধ্যে অন্যতম ছিল মার্ডার ইন দ্যা ক্যাথেড্রাল (১৯৩৫)। আধুনিক কাব্যে অভূতপূর্ব অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৪৮ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। নির্বাচিত উক্তি"প্রবেশদ্বার:বই/নির্বাচিত উক্তি/২" নামক কোন পাতার অস্তিত্ব নেই। আপনি জানেন কি..."প্রবেশদ্বার:বই/আপনি জানেন কি/৩" নামক কোন পাতার অস্তিত্ব নেই। বই সংবাদআপনি যা যা করতে পারেনসম্পর্কিত প্রবেশদ্বারসমূহ
সম্পর্কিত উইকিমিডিয়া |