কবিতা প্রবেশদ্বারে স্বাগত
উইলিয়াম শেকসপিয়র ( বাপ্তিস্ম ২৬ এপ্রিল, ১৫৬৪; মৃত্যু ২৩ এপ্রিল, ১৬১৬) ছিলেন একজন ইংরেজ কবি ও নাট্যকার। তাঁকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়। তাঁকে ইংল্যান্ডের "জাতীয় কবি" এবং "বার্ড অফ অ্যাভন" (অ্যাভনের চারণকবি) নামেও অভিহিত করা হয়ে থাকে। তাঁর যে রচনাগুলি পাওয়া গিয়েছে তার মধ্যে রয়েছে ৩৮টি নাটক, ১৫৪টি সনেট, দুটি দীর্ঘ আখ্যানকবিতা এবং আরও কয়েকটি কবিতা। কয়েকটি লেখা শেকসপিয়র অন্যান্য লেখকদের সঙ্গে যৌথভাবেও লিখেছিলেন। তাঁর নাটক প্রতিটি প্রধান জীবিত ভাষায় অনূদিত হয়েছে এবং অপর যে কোনো নাট্যকারের রচনার তুলনায় অধিকবার মঞ্চস্থ হয়েছে।
শেকসপিয়রের জন্ম ও বেড়ে ওঠা স্ট্যাটফোর্ড অন-অ্যাভনে। মাত্র আঠারো বছর বয়সে তিনি অ্যানি হ্যাথাওয়েকে বিবাহ করেন। অ্যানির গর্ভে শেকসপিয়রের তিনটি সন্তান হয়েছিল। এঁরা হলেন সুসান এবং হ্যামনেট ও জুডিথ নামে দুই যমজ। ১৫৮৫ থেকে ১৫৯২ সালের মধ্যবর্তী সময়ে তিনি অভিনেতা ও নাট্যকার হিসেবে লন্ডনে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। লর্ড চেম্বারলেইন’স ম্যান নামে একটি নাট্যকোম্পানির তিনি ছিলেন সহ-সত্ত্বাধিকারী। এই কোম্পানিটিই পরবর্তীকালে কিং’স মেন নামে পরিচিত হয়। ১৬১৩ সালে তিনি নাট্যজগৎ থেকে সরে আসেন এবং স্ট্র্যাটফোর্ডে ফিরে যান। তিন বছর বাদে সেখানেই তাঁর মৃত্যু হয়েছিল। শেকসপিয়রের ব্যক্তিগত জীবন সম্পর্কে নথিভুক্ত তথ্য বিশেষ পাওয়া যায় না। তাঁর চেহারা, যৌনপ্রবৃত্তি, ধর্মবিশ্বাস, এমনকি তাঁর নামে প্রচলিত নাটকগুলি তাঁরই লেখা নাকি অন্যের রচনা তা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে এবং হচ্ছে।
লি পো কবিতা আবৃত্তি করছেন। কাগজের উপর কালি, লিয়াঙ্গ কাই (১৩তম শতাব্দীর)।
অতুলপ্রসাদ সেন (২০শে অক্টোবর, ১৮৭১- ২৬শে আগস্ট, ১৯৩৪) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সংগীতবিদও ছিলেন। তাঁর রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তাঁর জীবনের দুঃখ ও যন্ত্রণাগুলি তাঁর গানের ভাষায় বাঙ্ময় মূর্তি ধারণ করেছিল; "বেদনা অতুলপ্রসাদের গানের প্রধান অবলম্বন"।
অতুলপ্রসাদ সেনের পারিবারিক ভিট দক্ষিণ বিক্রমপুরের মাগর-ফরিদপুর গ্রামে। তিনি ঢাকায় তাঁর মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। অতি অল্পবয়সেই অতুলপ্রসাদ পিতৃহারা হন। এরপর তাঁর দাদামশায় কালীনারায়ণ গুপ্ত তাঁকে প্রতিপালন করেন। দাদামশায়ের নিকটই সংগীত ও ভক্তিমূলক গানে তাঁর হাতেখড়ি। ১৮৯০ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে (অধুনা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) ভর্তি হন। পরে লন্ডনে গিয়ে আইন শিক্ষা করেন। আইন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে ১৮৯৪ সালে তিনি বাংলায় ফিরে আসেন এবং রংপুর ও কলকাতায় অনুশীলন শুরু করেন। পরবর্তীকালে তিনি লখনউ চলে যান এবং সেখানে অবধ বার অ্যাসোসিয়েশন ও অবধ বার কাউন্সিলের সভাপতি হন। লক্ষ্মৌতে তিনি যেখানে বাস করতেন তার জীবনকালেই তার নামে ঐ রাস্তার নামকরণ করা হয়। তার উপার্জিত অর্থের একটি বড় অংশ তিনি স্থানীয় জনসাধারণের সেবায় ব্যয় করেন। তার বাড়ী এবং গ্রন্থস্বত্বও তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে দান করে গেছেন।বাংলা ভাষা সাহিত্যে ও সংগীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তাঁর গানগুলি মূলত স্বদেশি সংগীত, ভক্তিগীতি ও প্রেমের গান; এই তিন ধারায় বিভক্ত। তবে তাঁর ব্যক্তি জীবনের বেদনা সকল ধরণের গানেই কম-বেশি প্রভাব ফেলেছে। এজন্য তাঁর অধিকাংশ গানই হয়ে উঠেছে করুণ-রস প্রধান।
- কবিতা বিষয়ে আরো বিস্তারিতর জন্য, দেখুন কবিতা রুপরেখা
সংস্কৃতি, জাতীয়তা বা ভাষা অনুযায়ী
|
আমেরিকান, অ্যাংলো-ওয়েলশ, আরবি, অস্ট্রেলীয়, বাংলা, বাইবেলীয়, ব্রিটিশ, কানাডীয়, চীনা, কর্নিশ, ইংরেজি, প্রাচীন ইংরেজি, ফিনীয়, ফরাসি, গ্রিক, হিব্রু, ভারতীয়, আইরিশ, ইতালীয়, জাপানি, জাভানীয়, Jèrriais, কন্নড়, কোরীয়, লাতিন আমেরিকান, লাতিনো, ম্যাঙ্কস, প্রাচীন নর্স, উসমানীয়, পাকিস্তানি, ফার্সি, স্কটিশ, সার্বীয়, স্লোভাক, স্পেনীয়, উর্দু, ওয়েলশ
|
কবিদের তালিকা
|
আলবেনীয়, আফ্রিকান, আরবি, বাঙালা, বেলারুশীয়, বুলগেরীয়, কাতালান, চীনা, ক্রোয়েশীয়, ওলন্দাজ, ইংরেজি, ফরাসি, জার্মান, প্রাচীন গ্রিক, আধুনিক গ্রিক, হিব্রু, হিন্দি, ভারতীয়, ইন্দোনেশীয়, আইরিশ, ইতালীয়, জাপানি, কোরীয়, লাতিন, মল্টিয়, ফার্সি, পোলিশ, পর্তুগিজ, পাঞ্জাবি, পশতু, রোমানীয়, রাশিয়ান, স্লোভাকিয়, স্লোভেনীয়, স্পেনীয়, সুয়েডীয়, তুর্কীয়, উর্দু, ওয়েলশ, ইদ্দিশ
|
কবিতা বিদ্যালয়
|
Akhmatova's Orphans, Alexandrian, বিট, Black Arts Movement, Black Mountain poets, British Poetry Revival, Cairo poets, Cavalier poets, Confessionalists, Cyclic Poets, Dada, Deep image, Della Cruscans, Dolce Stil Novo, Dymock poets, The poets of Elan, Flarf poetry, Fugitives, Garip, Generation of '98, Generation of '27, George-Kreis, Georgian poets, Goliard, Graveyard poets, The Group, Harvard Aesthetes, Imagism, Lake Poets, Language poets, Martian poetry, Metaphysical poets, Misty Poets, Modernist poetry, The Movement, Négritude, New Apocalyptics, New Formalism, New York School, Objectivists, Others group, Parnassian poets, La Pléiade, Rhymers' Club, Rochester Poets, San Francisco Renaissance, Scottish Renaissance, Sicilian School, Sons of Ben, Southern Agrarians, Spasmodic poets, Sung poetry, পরাবাস্তবাদ, Symbolism, Uranian poetry
|
বিষয়শ্রেণী
|
Poetry by nation or language, Ethnopoetics, Modernist poetry in English, Poems, Poetic form, Poetry awards, Poetry collections, Prosody, Spoken word, Years in poetry, Poetry stubs
|
- শেকসপিয়রের সনেট নিবন্ধ লিখতে সাহায্য করুন। (পৃষ্ঠার নীচের অংশে অবস্থিত টেমপ্লেটের যে কোনো স্থানে ক্লিক করুন)।
|
|