পাত্রিক ভিয়েইরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(প্যাট্রিক ভিয়েরা থেকে পুনর্নির্দেশিত)
পাত্রিক ভিয়েইরা
২০১৬ সালে নিউ ইয়র্ক সিটির প্রধান কোচ হিসেবে ভিয়েইরা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম পাত্রিক ভিয়েইরা[১]
জন্ম (1976-06-23) ২৩ জুন ১৯৭৬ (বয়স ৪৭)[২]
জন্ম স্থান ডাকার, সেনেগাল
উচ্চতা ১.৯৩ মিটার (৬ ফুট ৪ ইঞ্চি)[৩]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
নিস (ম্যানেজার)
যুব পর্যায়
১৯৮৪–১৯৮৬ ত্রাপ
১৯৮৬–১৯৯১ দ্রুয়ে
১৯৯১–১৯৯৩ তুর
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯৪–১৯৯৫ কান ৪৯ (২)
১৯৯৫–১৯৯৬ মিলান (০)
১৯৯৬–২০০৫ আর্সেনাল ২৭৯ (২৯)
২০০৫–২০০৬ ইয়ুভেন্তুস ৩১ (৫)
২০০৬–২০১০ ইন্টার মিলান ৬৭ (৬)
২০১০–২০১১ ম্যানচেস্টার সিটি ২৮ (৩)
মোট ৪৫৬ (৪৫)
জাতীয় দল
১৯৯৫–১৯৯৬ ফ্রান্স অনূর্ধ্ব-২১ (০)
১৯৯৭–২০০৯ ফ্রান্স ১০৭ (৬)
পরিচালিত দল
২০১৬–২০১৮ নিউ ইয়র্ক সিটি
২০১৮– নিস
অর্জন ও সম্মাননা
পুরুষদের ফুটবল
 ফ্রান্স-এর প্রতিনিধিত্বকারী
ফিফা বিশ্বকাপ
বিজয়ী ১৯৯৮ ফ্রান্স
রানার-আপ ২০০৬ জার্মানি
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
বিজয়ী ২০০০ বেলজিয়াম–নেদারল্যান্ডস
ফিফা কনফেডারেশন্স কাপ
বিজয়ী ২০০১ দক্ষিণ কোরিয়া–জাপান
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

পাত্রিক ভিয়েইরা (জন্ম: ২৩ জুন ১৯৭৬) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল ম্যানেজার এবং প্রাক্তন ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে নিসের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।

পাত্রিক ভিয়েইরা তার প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত হন। ১৯৯৪ সালে কানের খেলার মাধ্যমে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন, যেখানে তিনি তার অভিষেকের মৌসুমে বেশ কয়েকটি আকর্ষণীয় পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে তিনি এক বছর পরে সেরিয়ে আর ক্লাব মিলানে পাড়ি জমান। ইতালিতে তিনি তার প্রথম মৌসুমটি অনেকটা ব্যর্থ ছিল এবং মূলত তিনি উক্ত ক্লাবের সংরক্ষিত দলের অংশ ছিলেন। অতঃপর ১৯৯৬ সালে, প্রায় ৩.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি তার দেশীয় আর্সেন ওয়েঙ্গারের সাথে প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে যোগদান করেছিলেন।

ক্যারিয়ার পরিসংখ্যান[সম্পাদনা]

ক্লাবের পরিসংখ্যান[সম্পাদনা]

ক্লাবের তথ্য লিগ জাতীয় কাপ লিগ কাপ মহাদেশীয় মোট
মৌসুম ক্লাব লিগ উপ. গোল উপ. গোল উপ. গোল উপ. গোল উপ. গোল
ফ্রান্স লিগ কুপ দে ফ্রান্স কুপ দে লা লিগ ইউরোপ মোট
১৯৯৩–৯৪ কান লিগ ১
১৯৯৪–৯৫ ৩১ ৩৮
১৯৯৫–৯৬ ১৩ ১৭
ইতালি লিগ কোপা ইতালিয়া লিগ কাপ ইউরোপ মোট
১৯৯৫–৯৬ মিলান সেরিয়ে আ
ইংল্যান্ড লিগ এফএ কাপ ফুটবল কাপ ইউরোপ মোট
১৯৯৬–৯৭ আর্সেনাল প্রিমিয়ার লিগ ৩১ ৩৮
১৯৯৭–৯৮ ৩৩ ৪৬
১৯৯৮–৯৯ ৩৪ ৪৩
১৯৯৯–২০০০ ৩০ ১৪ ৪৭
২০০০–০১ ৩০ ১২ ৪৮
২০০১–০২ ৩৬ ১১ ৫৪
২০০২–০৩ ২৪ ১২ ৪২
২০০৩–০৪ ২৯ ৪৪
২০০৪–০৫ ৩২ ৪৪
ইতালি লিগ কোপা ইতালিয়া লিগ কাপ ইউরোপ মোট
২০০৫–০৬ ইয়ুভেন্তুস সেরিয়ে আ ৩১ ৪২
২০০৬–০৭ ইন্টার মিলান সেরিয়ে আ ২০ ২৮
২০০৭–০৮ ১৬ ২৩
২০০৮–০৯ ১৯ ২৪
২০০৯–১০ ১২ ১৬
ইংল্যান্ড লিগ এফএ কাপ ফুটবল কাপ ইউরোপ মোট
২০০৯–১০ ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ ১৩ ১৪
২০১০–১১ ১৫ ৩২
মোট ফ্রান্স ৪৯ ৬১
ইতালি ১০০ ১১ ১৩ ২১ ১৩৮ ১৪
ইংল্যান্ড ৩০৭ ৩২ ৫৭ ১২ ৭৬ ৪৫২ ৪০
সর্বমোট ৪৫৬ ৪৫ ৭৩ ১৭ ১০৫ ৬৫১ ৫৮
  • লিগ কাপে, চ্যারিটি শিল্ড এবং সুপারকোপা ইতালিয়ানা অন্তর্ভুক্ত।[৪][৫]

আন্তর্জাতিক পরিসংখ্যান[সম্পাদনা]

ফ্রান্স
সাল উপস্থিতি গোল
১৯৯৭
১৯৯৮
১৯৯৯
২০০০ ১৭
২০০১ ১৩
২০০২ ১২
২০০৩
২০০৪ ১১
২০০৫
২০০৬ ১৭
২০০৭
২০০৮
২০০৯
মোট ১০৭

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Décret du 24 juillet 1998 portant nomination à titre exceptionnel" [Decree of 24 July 1998 appointing on an exceptional basis]। Journal Officiel de la République Française (French ভাষায়)। 1998 (170): 11376। ২৫ জুলাই ১৯৯৮। PREX9801916D। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ 
  2. "2006 FIFA World Cup Germany: List of players: France" (পিডিএফ)। FIFA। ২১ মার্চ ২০১৪। পৃষ্ঠা 11। ১০ জুন ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৮ 
  3. "Player Profile: Patrick Vieira"। Premier League। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে "Patrick Vieira"ন্যাশনাল ফুটবল টিমস। বেঞ্জামিন স্ট্রাক-জিমারমান। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১১ 
  5. Patrick Vieira – Century of International Appearances. Rsssf.com (১৬ July ২০০৯). Retrieved on ৮ July ২০১১.