বিশেষ পরিষেবা পদক (ভারত)
অবয়ব
(Special Service Medal (India) থেকে পুনর্নির্দেশিত)
বিশেষ পরিষেবা পদক | |
---|---|
ধরন | পরিষেবা পদক |
প্রদানের কারণ | ছোটখাটো, স্বল্প সময়ের অভিযান |
পুরস্কারদাতা | ভারত |
অগ্রাধিকার | |
পরবর্তী (সর্বোচ্চ) | সামান্য সেবা পদক[১] |
পরবর্তী (সর্বনিম্ন) | সমর সেবা তারকা |
বিশেষ পরিষেবা পদক হল ভারতীয় সামরিক বাহিনীর একটি সামরিক পরিষেবা পদক। বিশেষ পরিষেবা পদক ছোটখাটো অভিযান বা স্বল্প সময়ের অভিযানের জন্য সক্রিয় পরিষেবার শর্তে প্রদান করা হয়। যে নির্দিষ্ট অপারেশনের জন্য এটি প্রদান করা হয় তা নির্দেশ করে পদকের সাথে কীলক দিয়ে ভূষিত করা হয়। পরবর্তী ক্রিয়াকলাপের জন্য যেখানে কীলক অনুমোদিত হয়, সেখানে শুধুমাত্র বিশেষ ক্রিয়াকলাপের নির্দেশক কীলক প্রদান করা হয়। অভিযান স্থানের নাম কীলকের বারে খোদাই করা থাকে।[২]
এটি তামা-নিকেল খাদ দিয়ে তৈরি একটি অষ্টভুজাকার পদক। এটির সামনে একটি বাজপাখি খোদাই করা আছে এবং পিছনের অংশে খোদিত পদকের নাম সহ রাষ্ট্রীয় প্রতীক রয়েছে।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Precedence Of Medals"। indianarmy.nic.in/। Indian Army। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১২।
- ↑ ক খ "Special Service Medal"। Official Website of the Indian Army। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২২।