অপারেশন পরাক্রম পদক
অপারেশন পরাক্রম পদক | |
---|---|
![]() | |
পুরস্কারদাতা দেশ ![]() | |
ধরন | সামরিক পুরস্কার |
পুরস্কৃত হওয়ার কারণ | পরাক্রম অভিযানে সেবাদানকারী সামরিক ও বেসামরিক কর্মীদের স্বীকৃতি সরূপ প্রদত্ত |
পরিসংখ্যান | |
প্রতিষ্ঠিত | ১৩ ডিসেম্বর, ২০০১ |
ফিতা | ![]() |
অপারেশন পরাক্রম পদক ভারত সরকার প্রদত্ত একটি সামরিক পুরস্কার। ১৩ ডিসেম্বর ২০০১ হতে ১০ জুন,২০০২ সময়কালে ভারত ও পাকিস্তানের কারগিল সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশই সামরিক অবস্থান নেয়। ভারত এই অভিযানকে 'অপারেশন পরাক্রম' নামে অভিহিত করে।[১] এই অপারেশনে পরাক্রমে সশস্ত্র বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকদের সেবার স্বীকৃতিস্বরূপ পদকটি প্রদান করা হয়। ভারতীয় সেনাবাহিনীর পদাতিক দল, সহায়ক ও সংরক্ষিত বাহিনী, নার্সিং অফিসার এবং নার্সিং সেবার অন্যান্য সদস্য এবং আইনত গঠন করা অন্যান্য সশস্ত্র বাহিনী সহ যারা এই অভিযানের সাথে জড়িত ছিলেন, তাদের এই পদক দেওয়া হয়েছিল।[২]
ইতিহাস[সম্পাদনা]
২০০১ সালের ১৩ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি অপারেশন পরাক্রমে জড়িত ও সেবা প্রদানকারী সকলকে তাদের কাজের স্বীকৃতি সরূপ পুরস্কৃত করার জন্য এই বিশেষ পদক প্রদানের ঘোষণা দেন।[৩]
নকশা[সম্পাদনা]
পদকটি গোলাকৃতির, তামা ও নিকেলের সংকর ধাতুতে তৈরী। পদকের মূল চাকতি ৩৫ মিলিমিটার ব্যাসের এবং একটি সমান্তরাল বারের সাথে সংযুক্ত। চাকতির সম্মুখাংশে ভারতের মানচিত্র এবং 'অপারেশন পরাক্রম' শব্দযুগল ইংরেজি ও হিন্দি ভাষায় খোদাই করে বসানো। পশ্চাতে একটি বৃত্তের ভিতরে ভারতের জাতীয় প্রতীক অঙ্কিত।
পদকের ফিতাটি দৈর্ঘ্যে ৩২ মিলিমিটার, ফিতার ডান হতে বাম দিকে সমান ভাবে নীল, জলপাই সবুজ ও বালুকা রং বিস্তৃত। নীল ও জলপাই সবুজ রঙের মাঝে ২ মিলিমিটার অংশ সাদা এবং জলপাই সবুজ ও বালুকা রঙের মাঝে ২ মিলিমিটার অংশ লাল রঙ দিয়ে পৃথককৃত।[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Rajesh M. Basrur (১৪ ডিসেম্বর ২০০৯)। "The lessons of Kargil as learned by India"। Peter R. Lavoy। Asymmetric Warfare in South Asia: The Causes and Consequences of the Kargil Conflict (1st সংস্করণ)। Cambridge University Press। পৃষ্ঠা 326। আইএসবিএন 978-0-521-76721-7। ৯ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৩।
- ↑ ক খ "Op Parakram Medal | Indian Navy"। indiannavy.nic.in। ২০১৬-০৮-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-০৭।
- ↑ "Medal-Medaille , Orders, decorations and medals of the world for sale online"। www.medal-medaille.com। ২০১৬-০৮-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-০৭।