অপারেশন পরাক্রম পদক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অপারেশন পরাক্রম পদক
Op-parakram-medal
পুরস্কারদাতা দেশ ভারত ভারত
ধরন সামরিক পুরস্কার
পুরস্কৃত হওয়ার কারণ পরাক্রম অভিযানে সেবাদানকারী সামরিক ও বেসামরিক কর্মীদের স্বীকৃতি সরূপ প্রদত্ত
পরিসংখ্যান
প্রতিষ্ঠিত ১৩ ডিসেম্বর, ২০০১
ফিতা

অপারেশন পরাক্রম পদক ভারত সরকার প্রদত্ত একটি সামরিক পুরস্কার। ১৩ ডিসেম্বর ২০০১ হতে ১০ জুন,২০০২ সময়কালে ভারত ও পাকিস্তানের কারগিল সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশই সামরিক অবস্থান নেয়। ভারত এই অভিযানকে 'অপারেশন পরাক্রম' নামে অভিহিত করে।[১] এই অপারেশনে পরাক্রমে সশস্ত্র বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকদের সেবার স্বীকৃতিস্বরূপ পদকটি প্রদান করা হয়। ভারতীয় সেনাবাহিনীর পদাতিক দল, সহায়ক ও সংরক্ষিত বাহিনী, নার্সিং অফিসার এবং নার্সিং সেবার অন্যান্য সদস্য এবং আইনত গঠন করা অন্যান্য সশস্ত্র বাহিনী সহ যারা এই অভিযানের সাথে জড়িত ছিলেন, তাদের এই পদক দেওয়া হয়েছিল।[২]

ইতিহাস[সম্পাদনা]

২০০১ সালের ১৩ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি অপারেশন পরাক্রমে জড়িত ও সেবা প্রদানকারী সকলকে তাদের কাজের স্বীকৃতি সরূপ পুরস্কৃত করার জন্য এই বিশেষ পদক প্রদানের ঘোষণা দেন।[৩]

নকশা[সম্পাদনা]

পদকটি গোলাকৃতির, তামানিকেলের সংকর ধাতুতে তৈরী। পদকের মূল চাকতি ৩৫ মিলিমিটার ব্যাসের এবং একটি সমান্তরাল বারের সাথে সংযুক্ত। চাকতির সম্মুখাংশে ভারতের মানচিত্র এবং 'অপারেশন পরাক্রম' শব্দযুগল ইংরেজিহিন্দি ভাষায় খোদাই করে বসানো। পশ্চাতে একটি বৃত্তের ভিতরে ভারতের জাতীয় প্রতীক অঙ্কিত।

পদকের ফিতাটি দৈর্ঘ্যে ৩২ মিলিমিটার, ফিতার ডান হতে বাম দিকে সমান ভাবে নীল, জলপাই সবুজ ও বালুকা রং বিস্তৃত। নীল ও জলপাই সবুজ রঙের মাঝে ২ মিলিমিটার অংশ সাদা এবং জলপাই সবুজ ও বালুকা রঙের মাঝে ২ মিলিমিটার অংশ লাল রঙ দিয়ে পৃথককৃত।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Rajesh M. Basrur (১৪ ডিসেম্বর ২০০৯)। "The lessons of Kargil as learned by India"। Peter R. Lavoy। Asymmetric Warfare in South Asia: The Causes and Consequences of the Kargil Conflict (1st সংস্করণ)। Cambridge University Press। পৃষ্ঠা 326। আইএসবিএন 978-0-521-76721-7। ৯ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৩ 
  2. "Op Parakram Medal | Indian Navy"indiannavy.nic.in। ২০১৬-০৮-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-০৭ 
  3. "Medal-Medaille , Orders, decorations and medals of the world for sale online"www.medal-medaille.com। ২০১৬-০৮-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-০৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]