বিষয়বস্তুতে চলুন

জেমস স্পেডার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেমস স্পেডার
James Spader
২০১৪ সালে সান দিয়েগো কমিক কনে স্পেডার
জন্ম
জেমস টড স্পেডার

(১৯৬০-০২-০৭)৭ ফেব্রুয়ারি ১৯৬০
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৭৮-বর্তমান
দাম্পত্য সঙ্গীলেসলি স্টেফানসন (বি. ২০০২)
সন্তান

জেমস টড স্পেডার (ইংরেজি: James Todd Spader; জন্ম: ৭ ফেব্রুয়ারি ১৯৬০) হলেন একজন মার্কিন অভিনেতা। তিনি নাট্যধর্মী সেক্স, লাইজ, অ্যান্ড ভিডিওটেপ (১৯৮৯) চলচ্চিত্রে অভিনয় করে কান চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি বিজ্ঞানকল্পকাহিনিমূলক মারপিঠধর্মী স্ট্রেরগেট (১৯৯৪), বিতর্কিত মনস্তাত্ত্বিক থ্রিলার ক্র্যাশ (১৯৯৬) ও যৌন উত্তেজক প্রণয়ধর্মী সেক্রেটারি (২০০২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধ।

তার অভিনীত উল্লেখযোগ্য টেলিভিশন ভূমিকাসমূহ হল দ্য প্র্যাকটিস ও এর স্পিন-অফ বস্টন লিগ্যাল-এ অ্যাটর্নি অ্যালান শোর, যার জন্য তিনি তিনটি প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন; হাস্যরসাত্মক-বিদ্রুপচিত্র দ্য অফিস-এ রবার্ট ক্যালিফোর্নিয়া; এবং এনবিসির অপরাধমূলক নাট্যধর্মী ব্ল্যাকলিস্ট-এ রেমন্ড "রেড" রেডিংটন, যার জন্য তিনি দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

স্পেডার ১৯৬০ সালের ৭ই ফেব্রুয়ারি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টনে জন্মগ্রহণ করেন। তার মাতা জিন (বিবাহপূর্ব ফ্রেজার) ও পিতা স্টডার্ড "টড" গ্রিনউড স্পেডার। তারা দুজনেই শিক্ষক ছিলেন।[][][] জেমস তাদের তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। তিনি একাধিক বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তন্মধ্যে রয়েছে দ্য পাইক স্কুল, সেখানে তার মাতা পড়াতেন এবং ব্রুকস স্কুল, সেখানে তার পিতা পড়াতেন। তিনি এরপর ফিলিপস একাডেমিতে ভর্তি হন, সেখানে সাবেক রাষ্ট্রপতি জন এফ কেনেডির পুত্রের সাথে তার বন্ধুত্ব হয়। ১৭ বছর বয়সে তিনি পড়াশোনা থেকে ঝরে পড়েন এবং অভিনয়ে কর্মজীবন শুরুর লক্ষ্যে নিউ ইয়র্ক সিটিতে পাড়ি জমান।[][] অভিনেতা হিসেবে পূর্ণাঙ্গ কর্মজীবন শুরুর পূর্বে তিনি বারটেন্ডার, যোগ ব্যায়ামের শিক্ষক, মাংসের ট্রাক চালক, রেলপথের গাড়ি বোঝাইয়ের কাজ করেছেন।[]

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
পুরস্কার বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল
কান চলচ্চিত্র উৎসব পুরস্কার ১৯৮৯ শ্রেষ্ঠ অভিনেতা সেক্স, লাইজ অ্যান্ড ভিডিওটেপ বিজয়ী
গোল্ডেন গ্লোব পুরস্কার ২০০৫ নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অভিনেতা বোস্টন লিগ্যাল মনোনীত
২০১৪ দ্য ব্ল্যাকলিস্ট মনোনীত
২০১৫ দ্য ব্ল্যাকলিস্ট মনোনীত
প্রাইমটাইম এমি পুরস্কার ২০০৪ নাট্যধর্মী ধারাবাহিকে সেরা প্রধান অভিনেতা দ্য প্র্যাকটিস বিজয়ী
২০০৫ বোস্টন লিগ্যাল বিজয়ী
২০০৭ বিজয়ী
২০০৮ মনোনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Jean Fraser Spader, 84, "Gigi", musician, teacher, volunteer"Wicked Local Wareham (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১ 
  2. "James Spader"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯ 
  3. "James Spader Biography (1960-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯ 
  4. "James Spader Biography"টিভি গাইড। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]