জানকার্লো জাননিনি
জানকার্লো জাননিনি | |
---|---|
Giancarlo Giannini | |
![]() ২০০০ সালে জানকার্লো | |
জন্ম | লা স্পেজিয়া, লিগুরিয়া, ইতালি | ১ আগস্ট ১৯৪২
মাতৃশিক্ষায়তন | আকাদেমিয়া নাজিওনালে দি আর্তে দ্রামাতিকা সিলভিও দামিকো |
পেশা | অভিনেতা, কণ্ঠ অভিনেতা |
কর্মজীবন | ১৯৬৫-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | লিভিয়া জাম্পালমো (বি. ১৯৬৭; বিচ্ছেদ. ১৯৭৫) এউরিল্লা দেল বোনো (বি. ১৯৮৩) |
সন্তান | ৪ |
জানকার্লো জাননিনি (ইতালীয় উচ্চারণ: [dʒaŋˈkarlo dʒanˈniːni]; জন্ম: ১ আগস্ট ১৯৪২) হলেন একজন ইতালীয় অভিনেতা ও কণ্ঠ অভিনেতা। তিনি ১৯৬৫ সালে ফাঙ্গো সুল্লা মেত্রোপোলি দিয়ে চলচ্চিত্র জীবন শুরু করেন। পরবর্তী কালে তিনি ইতালীয় পরিচালক লিনা ভের্টমুলারের পরিচালনায় কয়েকটি চলচ্চিত্রে কাজ করে খ্যাতি লাভ করেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল মিমি মেতাললুর্জিকো ফেরিতো নেল্লোনোরে (১৯৭২); লাভ অ্যান্ড অ্যানার্কি (১৯৭৩), যার জন্য তিনি কান চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন; ত্রাভোলতি দা উন ইনসোলিতো ফাতে নেল্লাজ্জুররো মারে দাগোসতো (১৯৭৪); এবং পাসকালিনো সেত্তেবেল্লেজ্জে (১৯৭৫), যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে দাভিদ দি দোনাতেল্লো এবং তিনবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ও দুইবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে নাস্ত্রো দারজেন্তো অর্জন করেন।
ইতালির বাইরে তিনি জেমস বন্ড চলচ্চিত্র ধারাবাহিকের ক্যাসিনো রয়্যাল (২০০৬) ও কোয়ান্টাম অব সোলেস (২০০৮) এবং ফ্রান্সিস ফোর্ড কোপলা]]র নিউ ইয়র্ক স্টোরিজ এবং রিডলি স্কটের হ্যানিবল চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া তাকে জর্জ ক্লুনির ক্যাচ টুয়েন্টি টু টিভি ধারাবাহিকে তাকে দেখা যায়।[১]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ভিভারেল্লি, নিক (২১ মে ২০১৮)। "Giancarlo Giannini Joins George Clooney's 'Catch-22'"। ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে জানকার্লো জাননিনি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জানকার্লো জাননিনি (ইংরেজি)
- রটেন টম্যাটোসে জানকার্লো জাননিনি (ইংরেজি)
- ত্রুটিপূর্ণ কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ শনাক্তকারী (SBN)সহ উইকিপিডিয়া নিবন্ধ
- ১৯৪২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর ইতালীয় অভিনেতা
- ২১শ শতাব্দীর ইতালীয় অভিনেতা
- ইতালীয় চলচ্চিত্র অভিনেতা
- ইতালীয় টেলিভিশন অভিনেতা
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে কান চলচ্চিত্র উৎসব পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে দাভিদ দি দোনাতেল্লো বিজয়ী
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে নাস্ত্রো দারজেন্তো বিজয়ী
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে নাস্ত্রো দারজেন্তো বিজয়ী