জিয়াউর রহমান ওয়ে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিয়াউর রহমান ওয়ে
Chicago 2007-13.jpg
প্রধান সংযোগস্থল
প্রধান সংযোগস্থলনর্থ ক্লার্ক স্ট্রিট, রজার্স পার্ক, শিকাগো

জিয়াউর রহমান ওয়ে শিকাগো শহরের রজার্স পার্ক এলাকার ৬৮০০ নর্থ ক্লার্কের ওয়েস্ট প্রাট ব্লুভারের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে ৬৭৫০ নর্থ ক্লার্কের পশ্চিম কলম্বিয়ার উত্তর-পশ্চিম প্রান্ত নিয়ে বিস্তৃত।[১][২]

শিকাগো সিটি কাউন্সিল ২০১৪ সালে রজার্স পার্ক এলাকার, নর্থ ক্লার্ক স্ট্রিট-এর একাংশকে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর নাম অনুসারে সম্মানসূচক জিয়াউর রহমান ওয়ে নামকরণ করে।[৩] শহরের ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্যান্য অফিস কার্যালয় এখানে অবস্থিত।[২][৪]

সীমারেখা[সম্পাদনা]

জিয়াউর রহমান ওয়ে, শিকাগো শহরের নর্থ ক্লার্ক এভিনিউ এর ওয়েস্ট প্র্যাট বুলেভার্ড এর ৬৮০০ এন ক্লার্ক থেকে ওয়েস্ট আলবিয়নের ৬৬০০ এন ক্লার্ক পর্যন্ত বিস্তৃত।[১][২][৫]

ভগ্নী সড়ক[সম্পাদনা]

  • গ্রিন বে রোড

নামকরণ বিতর্ক[সম্পাদনা]

বাংলাদেশের রাষ্ট্রদূত সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জিয়াউর রহমান ওয়ে নামকরণের দাপ্তরিকভাবে আপত্তি জানান এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষে শিকাগো প্রবাসী এক বাংলাদেশি আমেরিকান নাগরিক, শিকাগোত আদালতে জিয়াউর রহমান কে সামরিক শাসক এবং তিনি এই সম্মানের যোগ্য নয় উল্লেখ করে জিয়াউর রহমান ওয়ে নামকরণের বিরুদ্ধে মামলা করে।[৪][৬] শিকাগো আদালতের শুনানিতে মামলাটি খারিজ হয়ে যায়।[১] রায়ে সন্তুষ্ট না হয়ে বাদি পক্ষ আপিল করে এবং আপিল শুনানীতেও মামলাটি খারিজ হয়ে জিয়াউর রহমান ওয়ে নামকরণের পক্ষে রায় দেয়।[৭][৮] জিয়াউর রহমান এর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি এর শাখা যুক্তরাষ্ট্র বিএনপি অভিযোগ করে, শিকাগো সিটি কাউন্সিল রাস্তাটির এই নামকরণের উদ্যোগ নিলে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নামকরণ বন্ধ করতে নানাভাবে বাধার সৃষ্টি করে।[১]

শিকাগো শহরের ৪৯ ওয়ার্ডের কমিটির সদস্য জো মুর জিয়াউর রহমান ওয়ে নামকরণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নির্বাচনে অনুদান প্রদানকারী এক স্থানীয় বাসিন্দাসহ সেখানে বসবাসকারী বাংলাদেশিদের একাংশের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি ওই নামকরণের উদ্যোগ নেন। জো মুর এর মতে, বাংলাদেশের রাজনীতি বেশ রুক্ষ ও উত্থান-পতনের। রাজনৈতিক সব পক্ষই বিভিন্ন অন্যায়ের সঙ্গে জড়িত। মোটের ওপর বিচার-বিবেচনা করে তার কাছে জিয়াউর রহমানকে (গুড গায়) ভালো মানুষ মনে হয়েছে বলে উল্লেখ করেন।[২][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "যুক্তরাষ্ট্রে জিয়ার নামে রাস্তার নামফলক, কাল উদ্বোধন"risingbd.com। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২০ 
  2. "শিকাগোতে জিয়াউর রহমানের নামে সড়ক, রাষ্ট্রদূতের আপত্তি"BBC News বাংলা। ১৯ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২০ 
  3. "শিকাগো'র জিয়াউর রহমান ওয়ে'র প্রামাণ্য চিত্র প্রদর্শনী সোমবার"banglanews24.com। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "যুক্তরাষ্ট্রের আদালতে 'জিয়াউর রহমান ওয়ে'র পক্ষে রায়"। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২০ 
  5. "শিকাগোতে জিয়াউর রহমান ওয়ে উদ্বোধন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২০ 
  6. "জিয়াউর রহমান ওয়ে'র বিরুদ্ধে শিকাগোতে মামলা"banglanews24.com। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২০ 
  7. "খোকা বললেন যুক্তরাষ্ট্রে আছেন চিকিৎসার জন্য"সময় টিভি। ২৫ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২০ 
  8. "শিকাগোতে 'জিয়াউর রহমান ওয়ে'র পক্ষে আরেকটি রায়"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]