জাহিরি
সুন্নি ইসলাম ধারাবাহিকের একটি অংশ |
---|
![]() |
জাহিরি (আরবি: ظاهري) হল ইসলামি আইনের অন্যতম মাজহাব। আইনবিদ দাউদ আল জাহিরি এ মাযহাবের প্রতিষ্ঠাতা। তারা কোরআন হাদীসের জাহেরী বা বাহ্যিক দিকের অনুসরণ করতেন। তাই এ মাযহাবের প্রবক্তা এবং অনুসারীদের জাহেরী বলা হয়। । ইবনে হাজম আজ জাহেরী এ মাযহাবকে সমৃদ্ধ করে তোলেন।
মধ্যযুগ থেকে এই মতের অনুসারীদের সংখ্যা কমতে থাকে। মরক্কো ও পাকিস্তানে এ মাযহাবের কিছু অনুসারি আছে। অতীতে মেসোপটেমিয়া,দক্ষিণ ইরান, ইবেরিয়ান উপদ্বীপ, বেলেরিক দ্বীপ ও উত্তর আফ্রিকায় এর অনেক অনুসারী ছিল। আধুনিককালের আহলে হাদিস আন্দোলনের অনেকেই জাহিরি চিন্তাধারার অনুসরণ করেন।
তথ্যসূত্র[সম্পাদনা]