জামিয়া-তুল-মদিনা
جامعۃ المدینہ | |
নীতিবাক্য | আমাকে নিজের এবং সারা পৃথিবীর মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, ইনশা আল্লাহ। |
---|---|
ধরন | ইসলামী বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ১৯৯৫ |
প্রতিষ্ঠাতা | মাওলানা ইলইয়াস আত্তার কাদেরী |
মূল প্রতিষ্ঠান | ফয়যানে মদিনা: করাচি, পাকিস্তান |
আচার্য | মাওলানা ইলইয়াস আত্তার কাদেরী |
উপাচার্য | মুফতি মুহাম্মদ কাসিম আত্তারী |
শিক্ষার্থী | ১৩১,০০০+ |
অবস্থান | |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
![]() |
জামিয়াতুল মদিনা হলো ‘দরসে নিযামী সিষ্টেম ‘আলিম কোর্স সম্পন্ন প্রতিষ্ঠান। যেখানে একজন শিক্ষার্থীকে উম্মাহর স্বার্থে দ্বীনের আলিম হিসেবে গড়ে তোলা হয়। এটি দাওয়াতে ইসলামীর ১০০+ ডিপার্টমেন্টের মধ্যে একটি।
কার্যাবলী
[সম্পাদনা]এখানে শিক্ষার্থীকে ইলমুত তাজবিদ, নাহু-সরফ, কুরআন তরজমা, ইলমুত তাফসির, ইলমুল হাদিস, বালাগাত-মানতিক, ইলমুল ফিকহ, ইলমুল ফারায়েজ, ইসলামি দাওয়াহ, সংক্ষিপ্ত ইসলামের ইতিহাস, ইলমুল কালাম, ইলমুত তাসাউফ, সীরাতুন নববি প্রভৃতিসহ বাংলা, ইংরেজি, গণিত শাস্ত্র শিখানো হবে।
শাখার তালিকা
[সম্পাদনা]বর্তমানে পাকিস্তান, ভারত, নেপাল, বাংলাদেশ, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, মোজাম্বিক, কেনিয়া, মরিশাসসহ ইত্যাদি দেশে বিশ্বব্যাপী এখন (২০২৪) পর্যন্ত মোট ১৫০০+টি জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে ৩৪ হাজার ছাত্র কোর্স (গ্র্যাজুয়েশন) সম্পন্ন করেছে। বর্তমানে জামিয়াতুল মদিনায় ১৩১,০০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ মার্চ ২০১৮ তারিখে