বিষয়বস্তুতে চলুন

জামিয়া-তুল-মদিনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জামিয়াতুল মদিনা
جامعۃ المدینہ
নীতিবাক্যআমাকে নিজের এবং সারা পৃথিবীর মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, ইনশা আল্লাহ।
ধরনইসলামী বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৯৯৫
প্রতিষ্ঠাতামাওলানা ইলইয়াস আত্তার কাদেরী
মূল প্রতিষ্ঠান
ফয়যানে মদিনা: করাচি, পাকিস্তান
আচার্যমাওলানা ইলইয়াস আত্তার কাদেরী
উপাচার্যমুফতি মুহাম্মদ কাসিম আত্তারী
শিক্ষার্থী১৩১,০০০+
অবস্থান
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

জামিয়াতুল মদিনা হলো ‘দরসে নিযামী সিষ্টেম ‘আলিম কোর্স সম্পন্ন প্রতিষ্ঠান। যেখানে একজন শিক্ষার্থীকে উম্মাহর স্বার্থে দ্বীনের আলিম হিসেবে গড়ে তোলা হয়। এটি দাওয়াতে ইসলামীর ১০০+ ডিপার্টমেন্টের মধ্যে একটি।

কার্যাবলী

[সম্পাদনা]

এখানে শিক্ষার্থীকে ইলমুত তাজবিদ, নাহু-সরফ, কুরআন তরজমা, ইলমুত তাফসির, ইলমুল হাদিস, বালাগাত-মানতিক, ইলমুল ফিকহ, ইলমুল ফারায়েজ, ইসলামি দাওয়াহ, সংক্ষিপ্ত ইসলামের ইতিহাস, ইলমুল কালাম, ইলমুত তাসাউফ, সীরাতুন নববি প্রভৃতিসহ বাংলা, ইংরেজি, গণিত শাস্ত্র শিখানো হবে।

শাখার তালিকা

[সম্পাদনা]

বর্তমানে পাকিস্তান, ভারত, নেপাল, বাংলাদেশ, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, মোজাম্বিক, কেনিয়া, মরিশাসসহ ইত্যাদি দেশে বিশ্বব্যাপী এখন (২০২৪) পর্যন্ত মোট ১৫০০+টি জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে ৩৪ হাজার ছাত্র কোর্স (গ্র্যাজুয়েশন) সম্পন্ন করেছে। বর্তমানে জামিয়াতুল মদিনায় ১৩১,০০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে।

বহিঃসংযোগ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]