বিষয়বস্তুতে চলুন

জওহরলাল নেহেরু পদক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্তর্জাতিক পর্যায়ের জওহরলাল নেহেরু পদক
বিশ্বের মানুষের মধ্যে আন্তর্জাতিক বোঝাপড়া, সদিচ্ছা এবং বন্ধুত্বের প্রসারে অবদানের জন্য আন্তর্জাতিক বেসামরিক পুরস্কার
পৃষ্ঠপোষকভারত সরকার
দেশভারত উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
পুরস্কার ২৫ লক্ষ
প্রথম পুরস্কৃত১৯৬৫
সারাংশ
মোট পুরস্কৃত৩৬ জন
প্রথম বিজয়ীউ থান্ট
ওয়েবসাইটhttp://iccr.gov.in/content/nehru-award-recipients উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

আন্তর্জাতিক পর্যায়ের জওহরলাল নেহেরু পদক ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সম্মানে ভারতের সরকার কর্তৃক উপস্থাপিত আন্তর্জাতিক পুরস্কার।

ইতিহাস

[সম্পাদনা]

পুরস্কারটি ১৯৬৫ সালে চালু করা হয়। ভারতীয় কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) এটি পরিচালনা করে। বিশ্বের মানুষের মধ্যে আন্তর্জাতিক বোঝাপড়া, সদিচ্ছা এবং বন্ধুত্বের প্রসারে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়, এই পুরস্কারের অর্থমূল্য ২৫ লাখ রুপি।

প্রাপক

[সম্পাদনা]

নিম্নলিখিত মানুষ এই পুরস্কার পেয়েছেন। ১৯৮৬ সালে এবং ১৯৯৫ থেকে ২০০৩-এর মধ্যে কোন পুরস্কার প্রদান করা হয় নি; সর্বশেষ পুরস্কার ২০০৯ সালে দেয়া হয়েছিল।[]

বছর প্রাপক দেশ
১৯৬৫ উ থান্ট  মিয়ানমার
১৯৬৬ মার্টিন লুথার কিং, জুনিয়র  যুক্তরাষ্ট্র
১৯৬৭ খান আবদুল গাফফার খান  পাকিস্তান
১৯৬৮ ইহুদি মেনুহিন  যুক্তরাষ্ট্র
১৯৬৯ মাদার টেরিজা  ভারত
১৯৭০ কেনেথ কাউন্ডা  জাম্বিয়া
১৯৭১ জোসিপ ব্রজ টিটো  যুগোস্লাভিয়া
১৯৭২ অঁদ্রে মাল্‌রো  ফ্রান্স
১৯৭৩ জুলিয়াস নেরিরি  তানজানিয়া
১৯৭৪ রাউল প্রিবিশ  আর্জেন্টিনা
১৯৭৫ জোনাস এডওয়ার্ড সল্ক  যুক্তরাষ্ট্র
১৯৭৬ জিউসেপে টুচি  ইতালি
১৯৭৭ তুলসী মেহের শ্রেষ্ঠ    নেপাল
১৯৭৮ নিচিদাতসু ফুজি  জাপান
১৯৭৯ নেলসন ম্যান্ডেলা  দক্ষিণ আফ্রিকা
১৯৮০ বারবারা ওয়ার্ড  যুক্তরাজ্য
১৯৮১ আলভা মিরডাল
গুনার মিরদাল
 সুইডেন
১৯৮২ লিওপোল্ড সেদার সেনঘর  সেনেগাল
১৯৮৩ ব্রুনো ক্রেইস্কি  অস্ট্রিয়া
১৯৮৪ ইন্দিরা গান্ধী (মরণোত্তর)  ভারত
১৯৮৫ ওলফ পালমে (মরণোত্তর)[]  সুইডেন
১৯৮৭ হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার  পেরু
১৯৮৮ ইয়াসির আরাফাত  ফিলিস্তিন
১৯৮৯ রবার্ট মুগাবে  জিম্বাবুয়ে
১৯৯০ হেলমুট কোল  জার্মানি
১৯৯১ অরুণা আসফ আলী  ভারত
১৯৯২ মরিস স্ট্রং  কানাডা
১৯৯৩ অং সান সু চি  মিয়ানমার
১৯৯৪ মাহাথির বিন মোহাম্মদ  মালয়েশিয়া
১৯৯৫ হোসনি মুবারক  মিশর
২০০৩ গোহ চক তং  সিঙ্গাপুর
২০০৪ কাবুস বিন সাইদ আল সাইদ  ওমান
২০০৫ ওয়াঙ্গেরী মাথেই  কেনিয়া
২০০৬ লুইজ ইনাসিউ লুলা দা সিলভা  ব্রাজিল
২০০৭ ওলাফুর রাগনার গ্রিমসন  আইসল্যান্ড
২০০৯ আঙ্গেলা মের্কেল  জার্মানি

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Nehru Award Recipients"Indian Council for Cultural Relations। Government of India। ১৫ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৭ 
  2. According to Bhagavathi Vivekanandan: Global Visions of Olof Palme, Bruno Kreisky and Willy Brandt. International Peace and Security, Co-operation, and Development. Springer International Publishing, Cham ২০১৬, আইএসবিএন ৯৭৮-৩-৩১৯-৩৩৭১০-৪, p. ১৬, Palme received the award in ১৯৮৭ (he died in ১৯৮৬).