বিষয়বস্তুতে চলুন

খুররম মঞ্জুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খুররম মঞ্জুর
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
খুররম মঞ্জুর
জন্ম (1986-06-10) ১০ জুন ১৯৮৬ (বয়স ৩৮)
করাচি, সিন্ধু, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৯০)
২১ ফেব্রুয়ারি ২০০৯ বনাম শ্রীলঙ্কা
শেষ টেস্ট১৮ জানুয়ারি ২০১০ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৭০)
২ ফেব্রুয়ারি ২০০৮ বনাম জিম্বাবুয়ে
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৭-বর্তমানপাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স
২০০৪-বর্তমানকরাচি ডলফিন্স
২০০৬-২০০৯সিন্ধ
২০০৫-২০০৭করাচি জেব্রাস
২০০৫-২০০৮করাচি আরবান
২০০২-২০০৩ব্লুজ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১০ ৬৪ ৬০
রানের সংখ্যা ৫৯৭ ২৩৬ ৪২৭৫ ২৪৩০
ব্যাটিং গড় ৩৫.১১ ৩৩.৭১ ৪১.৯১ ৪৫.০০
১০০/৫০ ১/৩ ০/৩ ১২/১৬ ৪/১৭
সর্বোচ্চ রান ১৪৬ ৮৩ ২৪১ ১৬৩*
বল করেছে ১৫৬ ২৬
উইকেট
বোলিং গড় ৬২.০০ ১৪.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/১৪ ২/৮
ক্যাচ/স্ট্যাম্পিং ৪/– ৩/– ৪৫/– ৩৫/–
উৎস: cricketarchive.com, ১০ অক্টোবর ২০১০

খুররম মঞ্জুর (উর্দু: خرم منظور‎‎; জন্ম: ১০ জুন, ১৯৮৬) সিন্ধু প্রদেশের করাচিতে জন্মগ্রহণকারী পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে টেস্ট ক্রিকেট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলে থাকেন।[] খেলায় তিনি মূলতঃ ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে পরিচিত। এছাড়াও তিনি মাঝে মাঝে অফ-স্পিন বোলিং করে থাকেন। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে করাচি ব্লুজ ক্রিকেট দলের হয়ে খেলেন।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

২০০৩-০৪ মৌসুমে খুররমের প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। এছাড়াও, চিটাগং সাইক্লোন্স দলের পক্ষ হয়ে এনসিএল টি২০ বাংলাদেশ প্রতিযোগিতায় খেলেছেন। ফেব্রুয়ারি, ২০০৭ সালে শেখুপুরায় অনুষ্ঠিত পাকিস্তান দলের পক্ষে ও জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত ৫ম একদিনের আন্তর্জাতিকে অভিষিক্ত হন তিনি। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে অনুষ্ঠিত দুই টেস্টে তিনটি শতক করে টেস্ট দলের উপযোগী হন। এরপর তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট সিরিজে অন্তর্ভুক্ত হন।[]

২০১৩-১৪ মৌসুমে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত ১ম টেস্টে খুররম তার অভিষেক টেস্ট সেঞ্চুরি করেন।[] নিজস্ব ১০ম টেস্টে তিনি ও অভিষিক্ত শান মাসুদ উদ্বোধনী জুটিতে ১৩৫ রান সংগ্রহ করেন যা গত জানুয়ারি, ২০১২ থেকে প্রথম। এছাড়াও, প্রথম পাকিস্তানি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এ সফলতা লাভ করেন ও এ টেস্টে গ্রেইম স্মিথের দলকে প্রবল চাপে ফেলেন।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]